ETV Bharat / state

BSF Arrests Bangladeshi Infiltrator : ঘোজাডাঙা সীমান্তে বিএসএফের জালে বাংলাদেশের 'মোস্ট ওয়ান্টেড'-সহ 5 অনুপ্রবেশকারী - india bangladesh border news

অনুপ্রবেশ করতে গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর জালে বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী লুৎফর রহমান-সহ পাঁচ বাংলাদেশী ৷ বৈধ নথি দেখাতে না পারায় তাদের আটক করে বিএসএফ (BSF Arrests Bangladeshi Infiltrator) ৷

BSF Arrests Bangladeshi Infiltrator
বিএসএফের জালে বাংলাদেশের পাঁচ অনুপ্রবেশকারী
author img

By

Published : Dec 20, 2021, 4:03 PM IST

বসিরহাট, 20 ডিসেম্বর : বাংলাদেশের 'মোস্ট ওয়ান্টেড'-সহ চারজন দুষ্কৃতীকে হাতেনাতে ধরল বিএসএফ ৷ সোমবার ঘোজাডাঙা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতেই বাংলাদেশের 'মোস্ট ওয়ান্টেড' লুৎফর রহমান-সহ চারজন বাংলাদেশিকে আটক করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা (BSF Arrests Bangladeshi Infiltrator) । এদের কারও কাছেই ভারতে প্রবেশের কোনও বৈধ নথি পাওয়া যায়নি বলে বিএসএফ সূত্রে খবর । আটক ওই পাঁচ বাংলাদেশি নাগরিককে বসিরহাট এবং স্বরূপনগর থানায় নিয়ে যাওয়া হলে পুলিশ তাদের গ্রেফতার করে ৷ ধৃতদের মধ্যে তিনজন পুরুষ, একজন মহিলা ও একজন বৃহন্নলা রয়েছে । এই পাঁচজনের মধ্যে লুৎফর বাংলাদেশের দাগী আসামী বলেই জানতে পেরেছে বিএসএফ কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, বাংলাদেশের সাতক্ষীরা জেলার ভোমরা এলাকায় বাড়ি লুৎফরের । সেদেশে খুন, সন্ত্রাস, রাহাজানি, লুঠপাট-সহ একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । ফলে বাংলাদেশের পুলিশের খাতায় 'মোস্ট ওয়ান্টেড' হিসেবেই চিহ্নিত সে । দীর্ঘদিন ধরেই পলাতক এই দাগী অপরাধীকে হন্যে হয়ে খুঁজছিলেন তারা । কিন্তু কিছুতেই তার নাগাল পাওয়া সম্ভব হচ্ছিল না । ফলে তার নামে হুলিয়াও জারি করে সেদেশের পুলিশ প্রশাসন । এবার সেই বাংলাদেশি 'মোস্ট ওয়ান্টেড' অপরাধীই ধরা পড়ল বিএসএফের হাতে ।

আরও পড়ুন : Gold Seized : ভারত-বাংলাদেশ সীমান্তে 80 লাখ টাকার সোনা বাজেয়াপ্ত

বিএসএফের অনুমান, ভারত-বাংলাদেশ সীমান্তে জাল আধার, ভোটার কার্ড এবং পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত লুৎফর । তার কাছ থেকে এদিন বিভিন্ন ভুয়ো নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে । সেই সমস্ত জাল নথিপত্র দিয়েই নাম ভাড়িয়ে সে বাংলাদেশে যাতায়াত করত বলে ধারণা তদন্তকারীদের । তাই লুৎফর ধরা পড়ায় এই চক্রের জাল গোটানো সম্ভব বলে মনে করছে পুলিশ মহল ।

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা নতুন নয় । আগেও উত্তর 24 পরগনার বসিরহাট ও স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল । কিন্তু প্রতিবারই সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় ব্যর্থ হয়েছে সেই চেষ্টা । এদিনও তার ব্যতিক্রম হল না ।

আরও পড়ুন : BSF : বিএসএফের গুলিতে মৃত 2 বাংলাদেশি পাচারকারী

বিএসএফ সূত্রে খবর, সোমবার ভোরে ঘোজাডাঙা এবং হাকিমপুর সীমান্তের কাঁটাতার পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করেন পাঁচজন । তা নজরে পড়তেই আটক করা হয় পাঁচ বাংলাদেশি নাগরিককে । পরে তাদের বসিরহাট এবং স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে অনুপ্রবেশের অভিযোগে ওই পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নিজেদের হেফাজতে নিতে সোমবার দুপুরে তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করে দুই থানার পুলিশ ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে পাঁচ লাখ টাকার রূপো-সহ এক পাচারকারীকে গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখে দিয়ে বড়সড় সাফল্য পেল বিএসএফ ।

আরও পড়ুন : Bangladeshi infiltration : বুনিয়াদপুরে গ্রেফতার 7 বাংলাদেশ অনুপ্রবেশকারী

বসিরহাট, 20 ডিসেম্বর : বাংলাদেশের 'মোস্ট ওয়ান্টেড'-সহ চারজন দুষ্কৃতীকে হাতেনাতে ধরল বিএসএফ ৷ সোমবার ঘোজাডাঙা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতেই বাংলাদেশের 'মোস্ট ওয়ান্টেড' লুৎফর রহমান-সহ চারজন বাংলাদেশিকে আটক করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা (BSF Arrests Bangladeshi Infiltrator) । এদের কারও কাছেই ভারতে প্রবেশের কোনও বৈধ নথি পাওয়া যায়নি বলে বিএসএফ সূত্রে খবর । আটক ওই পাঁচ বাংলাদেশি নাগরিককে বসিরহাট এবং স্বরূপনগর থানায় নিয়ে যাওয়া হলে পুলিশ তাদের গ্রেফতার করে ৷ ধৃতদের মধ্যে তিনজন পুরুষ, একজন মহিলা ও একজন বৃহন্নলা রয়েছে । এই পাঁচজনের মধ্যে লুৎফর বাংলাদেশের দাগী আসামী বলেই জানতে পেরেছে বিএসএফ কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, বাংলাদেশের সাতক্ষীরা জেলার ভোমরা এলাকায় বাড়ি লুৎফরের । সেদেশে খুন, সন্ত্রাস, রাহাজানি, লুঠপাট-সহ একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । ফলে বাংলাদেশের পুলিশের খাতায় 'মোস্ট ওয়ান্টেড' হিসেবেই চিহ্নিত সে । দীর্ঘদিন ধরেই পলাতক এই দাগী অপরাধীকে হন্যে হয়ে খুঁজছিলেন তারা । কিন্তু কিছুতেই তার নাগাল পাওয়া সম্ভব হচ্ছিল না । ফলে তার নামে হুলিয়াও জারি করে সেদেশের পুলিশ প্রশাসন । এবার সেই বাংলাদেশি 'মোস্ট ওয়ান্টেড' অপরাধীই ধরা পড়ল বিএসএফের হাতে ।

আরও পড়ুন : Gold Seized : ভারত-বাংলাদেশ সীমান্তে 80 লাখ টাকার সোনা বাজেয়াপ্ত

বিএসএফের অনুমান, ভারত-বাংলাদেশ সীমান্তে জাল আধার, ভোটার কার্ড এবং পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত লুৎফর । তার কাছ থেকে এদিন বিভিন্ন ভুয়ো নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে । সেই সমস্ত জাল নথিপত্র দিয়েই নাম ভাড়িয়ে সে বাংলাদেশে যাতায়াত করত বলে ধারণা তদন্তকারীদের । তাই লুৎফর ধরা পড়ায় এই চক্রের জাল গোটানো সম্ভব বলে মনে করছে পুলিশ মহল ।

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা নতুন নয় । আগেও উত্তর 24 পরগনার বসিরহাট ও স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল । কিন্তু প্রতিবারই সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় ব্যর্থ হয়েছে সেই চেষ্টা । এদিনও তার ব্যতিক্রম হল না ।

আরও পড়ুন : BSF : বিএসএফের গুলিতে মৃত 2 বাংলাদেশি পাচারকারী

বিএসএফ সূত্রে খবর, সোমবার ভোরে ঘোজাডাঙা এবং হাকিমপুর সীমান্তের কাঁটাতার পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করেন পাঁচজন । তা নজরে পড়তেই আটক করা হয় পাঁচ বাংলাদেশি নাগরিককে । পরে তাদের বসিরহাট এবং স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে অনুপ্রবেশের অভিযোগে ওই পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নিজেদের হেফাজতে নিতে সোমবার দুপুরে তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করে দুই থানার পুলিশ ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে পাঁচ লাখ টাকার রূপো-সহ এক পাচারকারীকে গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখে দিয়ে বড়সড় সাফল্য পেল বিএসএফ ।

আরও পড়ুন : Bangladeshi infiltration : বুনিয়াদপুরে গ্রেফতার 7 বাংলাদেশ অনুপ্রবেশকারী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.