ETV Bharat / state

বনগাঁ পৌরসভায় নতুন মোড়, তৃণমূলে ফিরলেন 4 কাউন্সিলর - CONFIDENCE VOTE

ফিরহাদ হাকিম ও উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে শাসকদলে ফিরে গেলেন BJP-তে যোগ দেওয়া বনগাঁ পৌরসভার চার সদস্য ৷

বনগাঁ পৌরসভায় নতুন মোড়, তৃণমূলে ফিরলেন 4 কাউন্সিলর
author img

By

Published : Aug 8, 2019, 6:02 PM IST

Updated : Aug 8, 2019, 11:50 PM IST

বনগাঁ, 8 অগাস্ট : ফের শাসকদলে ফিরে গেলেন BJP-তে যোগ দেওয়া বনগাঁ পৌরসভার চার সদস্য । ফিরহাদ হাকিম ও উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ওই চারজন আজ শাসকদলে ফিরে আসেন ৷ ফলে 22 সদস্যের বনগাঁ পৌরসভায় এখন তৃণমূলের সদস্য সংখ্যা 13 ৷ তবে কংগ্রেস কাউন্সিলর তৃণমূলকে সমর্থন জানিয়েছেন ৷

পৌরসভার 22টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেয়েছিল 20টি আসন । CPI(M) ও কংগ্রেস একটি করে পেয়েছিল । জুনে তৃণমূল ছেড়ে 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । আজ তাঁদের মধ্যে চারজন ফের শাসকদলে যোগ দেন ৷ কয়েকদিন আগে আরও একজন শাসকদলে ফিরে যান ৷

মাসদুয়েক আগে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থার আবেদন জানিয়েছিলেন 14 জন কাউন্সিলর । মহকুমা শাসকের কাছে তাঁরা আবেদন করেছিলেন । স্থানীয় প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ না করায় তৈরি হয়েছিল অচলাবস্থা । শেষে ওই 14 জন কাউন্সিলরদের মধ্যে 12 জন দিল্লিতে গিয়ে BJP-তে যোগদান করেন । তারপরই অনাস্থা ভোট চেয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে আবেদন করা হয় । অবশ্য অনাস্থা ভোটের আগেই একজন কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন ।

বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন 3 জন কাউন্সিলর । হাইকোর্ট 11 জুলাই নির্দেশ দেয় 72 ঘণ্টার মধ্যে আস্থা ভোট প্রক্রিয়া শুরু করতে হবে । তবে শেষ পর্যন্ত ঠিক হয় 16 জুলাই অনাস্থা ভোট হবে । 16 জুলাই ব্যাপক হট্টগোলের মাঝেই BJP ও তৃণমূল দুই পক্ষই দাবি করে যে আস্থা ভোটে তারা জিতেছে । এরপর আস্থা ভোটের বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা শুরু হয় । যা এখনও চলছে । রাজনৈতিক মহলের বক্তব্য, আজ চার কাউন্সিলর তৃণমূলে ফিরে যাওয়ায় শাসকদলের কাউন্সিলর সংখ্যা এখন 13 ৷ ফলে তাদের হাতেই রয়ে যাবে পৌরসভা ।

আজ চারজন দলত্যাগী কাউন্সিলরের ফের তৃণমূলে যোগদানের পরে ফিরহাদ হাকিম বলেন, "এদের ভয় দেখিয়ে BJP দলে যোগদান করিয়েছিল । কিন্তু এদের মনে মমতা ব্যানার্জির নাম লেখা আছে । আমরা ওদের পাশে আছি আশ্বাস দেওয়ায় আবার দলে ফিরে এল । আমরা আমাদের দলের কর্মীদের ফেরত নিতে রাজি আছি । কিন্তু মিরজাফরদের ফেরত নেব না ৷" তিনি আরও বলেন, বনগাঁর পর ভাটপাড়া এবং কাঁকিনাড়া ফেরত আনার লক্ষ্য হবে ৷

বনগাঁ, 8 অগাস্ট : ফের শাসকদলে ফিরে গেলেন BJP-তে যোগ দেওয়া বনগাঁ পৌরসভার চার সদস্য । ফিরহাদ হাকিম ও উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ওই চারজন আজ শাসকদলে ফিরে আসেন ৷ ফলে 22 সদস্যের বনগাঁ পৌরসভায় এখন তৃণমূলের সদস্য সংখ্যা 13 ৷ তবে কংগ্রেস কাউন্সিলর তৃণমূলকে সমর্থন জানিয়েছেন ৷

পৌরসভার 22টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেয়েছিল 20টি আসন । CPI(M) ও কংগ্রেস একটি করে পেয়েছিল । জুনে তৃণমূল ছেড়ে 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । আজ তাঁদের মধ্যে চারজন ফের শাসকদলে যোগ দেন ৷ কয়েকদিন আগে আরও একজন শাসকদলে ফিরে যান ৷

মাসদুয়েক আগে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থার আবেদন জানিয়েছিলেন 14 জন কাউন্সিলর । মহকুমা শাসকের কাছে তাঁরা আবেদন করেছিলেন । স্থানীয় প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ না করায় তৈরি হয়েছিল অচলাবস্থা । শেষে ওই 14 জন কাউন্সিলরদের মধ্যে 12 জন দিল্লিতে গিয়ে BJP-তে যোগদান করেন । তারপরই অনাস্থা ভোট চেয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে আবেদন করা হয় । অবশ্য অনাস্থা ভোটের আগেই একজন কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন ।

বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন 3 জন কাউন্সিলর । হাইকোর্ট 11 জুলাই নির্দেশ দেয় 72 ঘণ্টার মধ্যে আস্থা ভোট প্রক্রিয়া শুরু করতে হবে । তবে শেষ পর্যন্ত ঠিক হয় 16 জুলাই অনাস্থা ভোট হবে । 16 জুলাই ব্যাপক হট্টগোলের মাঝেই BJP ও তৃণমূল দুই পক্ষই দাবি করে যে আস্থা ভোটে তারা জিতেছে । এরপর আস্থা ভোটের বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা শুরু হয় । যা এখনও চলছে । রাজনৈতিক মহলের বক্তব্য, আজ চার কাউন্সিলর তৃণমূলে ফিরে যাওয়ায় শাসকদলের কাউন্সিলর সংখ্যা এখন 13 ৷ ফলে তাদের হাতেই রয়ে যাবে পৌরসভা ।

আজ চারজন দলত্যাগী কাউন্সিলরের ফের তৃণমূলে যোগদানের পরে ফিরহাদ হাকিম বলেন, "এদের ভয় দেখিয়ে BJP দলে যোগদান করিয়েছিল । কিন্তু এদের মনে মমতা ব্যানার্জির নাম লেখা আছে । আমরা ওদের পাশে আছি আশ্বাস দেওয়ায় আবার দলে ফিরে এল । আমরা আমাদের দলের কর্মীদের ফেরত নিতে রাজি আছি । কিন্তু মিরজাফরদের ফেরত নেব না ৷" তিনি আরও বলেন, বনগাঁর পর ভাটপাড়া এবং কাঁকিনাড়া ফেরত আনার লক্ষ্য হবে ৷

Intro:বনগাঁ পুরসভা দখলের লড়াই শেষ বিজেপির

বনগাঁঃ বনগাঁ পুরসভা দখলের লড়াই শেষ হয়ে গেল বিজেপির। বিজেপিতে যোগ দেওয়া ১১ জন কাউন্সিলরের মধ্যে বৃহস্পতিবার চার জন আবার তৃণমূলে ফিরে গেলেন। পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্য তৃণমূলের দখলে ছিল ২০টি আসন। সিপিএম ও কংগ্রেস একটি করে পেয়েছিল। জুন মাসে ১১ জন তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। তাঁরা পুরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা আনেন। ১৬ জুলাই আস্থা ভোট নিয়ে ব্যাপক গোলমাল হয়। পুরসভার আস্থা ভোটের বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। তারই মধ্যে এদিন চার কাউন্সিলর তৃণমূলে ফিরে যাওয়ায় কোর্টের রায় এখন গুরুত্বহীন হয়ে পড়ল। Body:বনগাঁ পুরসভা দখলের লড়াই শেষ বিজেপির

বনগাঁঃ বনগাঁ পুরসভা দখলের লড়াই শেষ হয়ে গেল বিজেপির। বিজেপিতে যোগ দেওয়া ১১ জন কাউন্সিলরের মধ্যে বৃহস্পতিবার চার জন আবার তৃণমূলে ফিরে গেলেন। পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্য তৃণমূলের দখলে ছিল ২০টি আসন। সিপিএম ও কংগ্রেস একটি করে পেয়েছিল। জুন মাসে ১১ জন তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। তাঁরা পুরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা আনেন। ১৬ জুলাই আস্থা ভোট নিয়ে ব্যাপক গোলমাল হয়। পুরসভার আস্থা ভোটের বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। তারই মধ্যে এদিন চার কাউন্সিলর তৃণমূলে ফিরে যাওয়ায় কোর্টের রায় এখন গুরুত্বহীন হয়ে পড়ল। Conclusion:বনগাঁ পুরসভা দখলের লড়াই শেষ বিজেপির

বনগাঁঃ বনগাঁ পুরসভা দখলের লড়াই শেষ হয়ে গেল বিজেপির। বিজেপিতে যোগ দেওয়া ১১ জন কাউন্সিলরের মধ্যে বৃহস্পতিবার চার জন আবার তৃণমূলে ফিরে গেলেন। পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্য তৃণমূলের দখলে ছিল ২০টি আসন। সিপিএম ও কংগ্রেস একটি করে পেয়েছিল। জুন মাসে ১১ জন তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। তাঁরা পুরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা আনেন। ১৬ জুলাই আস্থা ভোট নিয়ে ব্যাপক গোলমাল হয়। পুরসভার আস্থা ভোটের বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। তারই মধ্যে এদিন চার কাউন্সিলর তৃণমূলে ফিরে যাওয়ায় কোর্টের রায় এখন গুরুত্বহীন হয়ে পড়ল।
Last Updated : Aug 8, 2019, 11:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.