গাইঘাটা, 9 ডিসেম্বর : পাচারের আগে বিরল প্রজাতির পাখি উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী। সোমবার গভীর রাতে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার পিপলি এলাকা থেকে পাখিগুলোকে উদ্ধার করেন বিএসএফের 158 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। মোট 32টি পাখি উদ্ধার হয়েছে ।
সোমবার রাতে গাইঘাটার সীমান্ত লাগোয়া পিপলিপাড়া সীমান্তের আউট পোস্টের জওয়ানরা টহলদারি করছিলেন। তখনই কয়েকজন ব্যক্তিকে দুটি খাঁচা নিয়ে বাংলাদেশ সীমান্তের কাছে ঘোরাঘুরি করতে দেখেন। জওয়ানরা তাদের তাড়া করেন। তখন পাচারকারীরা খাঁচা দুটো ফেলে পালিয়ে যায়।
জওয়ানরা ওই খাঁচা দুটো থেকে মোট 32টি পাখি উদ্ধার করেন। মঙ্গলবার পাখিগুলি আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে ।