বনগাঁ, 19 অক্টোবর : কেরালায় বেড়াতে গেছিলেন 5 বোন ৷ সেখানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বোনের । গুরুতর আহত হয়েছেন দুই বোন । মৃত ও আহতরা সকলেই উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা । মৃতদের নাম গীতা রায় (57), শোভা বিশ্বাস (53) ও মিতা বর্মণ (55) ।
বনগাঁর ট্যাংরা গ্রামের বাসিন্দা শোভা বিশ্বাস ও তাঁর চার বোন গীতা রায়, মিতা বর্মণ, লক্ষ্মী হালদার ও কাকলি রায় 15 অক্টোবর কেরালার উদ্দেশে রওনা দেন ৷ হাওড়ার শালিমার স্টেশন থেকে তাঁরা ট্রেন ধরেন ৷ কেরালার তিরুবনন্তপুরমে গিয়ে ওঠেন তাঁরা ৷ শুক্রবার সকাল 11 টাতে শোভা বিশ্বাসের সঙ্গে ফোনে পরিজনদের কথা হয় ৷
দুপুর আড়াইটার সময় শোভা বিশ্বাসের ছেলের মোবাইলে দুর্ঘটনার খবর আসে৷ বলা হয় আলপুঝা ভান্ডাদনাম জেলার 47 নম্বর হাইওয়ের উপরে দুর্ঘটনা ঘটেছে ৷ ওই পাঁচজনকে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িটিকে ধাক্কা মারে উলটো দিক থেকে আসা একটি গাড়ি ৷ চালকসহ 6 জন আহত হন ৷ তাঁদের সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তিন বোনের মৃত্যু হয় ৷ আর দুই বোন লক্ষ্মী হালদার ও কাকলি বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন । পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।