ETV Bharat / state

রাস্তাতেই 'তোলাবাজি'; দুর্ঘটনার পর পুলিশের গাড়ি ভাঙচুর, লাঠিচার্জ

author img

By

Published : Aug 13, 2019, 5:39 AM IST

Updated : Aug 13, 2019, 10:34 PM IST

বীজপুরে পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিনজন । স্থানীয়দের অভিযোগ, পুলিশকর্মীরা তোলাবাজি করছিলেন । সেসময় একটি গাড়ি পুলিশকে এড়িয়ে পালায় । ওই গাড়িটিকে তাড়া করতে গিয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নবপল্লির কাছে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে । সেসময় চায়ের দোকানে বেশ কয়েকজন চা খাচ্ছিলেন । গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনজন । ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বীজপুর থানার পুলিশ । অভিযোগ, গাড়ি ভাঙচুর করায় স্থানীয়দের উপর লাঠিচার্জ করে পুলিশ ।

পুলিশের গাড়ি ভাঙচুর

ব্যারাকপুর, 13 অগাস্ট : বীজপুরে পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিনজন । ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁপা মোড়ের ঘটনা । প্রতিবাদে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । অভিযোগ, গাড়ি ভাঙচুরের অপরাধে পালটা বীজপুর থানার পুলিশ স্থানীয়দের উপর লাঠিচার্জ করে । প্রতিবাদে স্থানীয়রা গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও করে রাখে ।

3 injured as police car hit a tea stall in Barrackpore
প্রতিবাদে গভীর রাত পর্যন্ত বীজপুর থানা ঘেরাও করে স্থানীয়রা

অভিযোগ, গতকাল সন্ধ্যায় কাঁপা মোড়ের কাছে তোলা তুলছিল বীজপুর থানার পুলিশ । সেসময় একটি গাড়ি পুলিশকে এড়িয়ে পালায় । ওই গাড়িটিকে তাড়া করতে গিয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নবপল্লির কাছে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে । সেসময় চায়ের দোকানে বেশ কয়েকজন চা খাচ্ছিলেন । গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনজন । গৌতম রায়, রাজু সরকার ও আর একজনের পরিচয় জানা যায়নি । জখমদের কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

ভিডিয়োয় দেখুন...

অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বীজপুর থানার পুলিশ বাহিনী । অভিযোগ, গাড়ি ভাঙচুর করায় স্থানীয়দের উপর লাঠিচার্জ হয় । এলাকা থেকে চার মহিলাসহ মোট ন'জনকে ধরে নিয়ে যাওয়া হয় থানায় । স্থানীয়দের প্রশ্ন, "সাধারণ মানুষ কী দোষ করল ? কেন বাড়ি থেকে বের করে তাদের উপর লাঠিচার্জ করা হল ?" এর প্রতিবাদে গভীর রাত পর্যন্ত বীজপুর থানা ঘেরাও করে স্থানীয়রা । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্তারা ।

ব্যারাকপুর, 13 অগাস্ট : বীজপুরে পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিনজন । ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁপা মোড়ের ঘটনা । প্রতিবাদে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । অভিযোগ, গাড়ি ভাঙচুরের অপরাধে পালটা বীজপুর থানার পুলিশ স্থানীয়দের উপর লাঠিচার্জ করে । প্রতিবাদে স্থানীয়রা গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও করে রাখে ।

3 injured as police car hit a tea stall in Barrackpore
প্রতিবাদে গভীর রাত পর্যন্ত বীজপুর থানা ঘেরাও করে স্থানীয়রা

অভিযোগ, গতকাল সন্ধ্যায় কাঁপা মোড়ের কাছে তোলা তুলছিল বীজপুর থানার পুলিশ । সেসময় একটি গাড়ি পুলিশকে এড়িয়ে পালায় । ওই গাড়িটিকে তাড়া করতে গিয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নবপল্লির কাছে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে । সেসময় চায়ের দোকানে বেশ কয়েকজন চা খাচ্ছিলেন । গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনজন । গৌতম রায়, রাজু সরকার ও আর একজনের পরিচয় জানা যায়নি । জখমদের কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

ভিডিয়োয় দেখুন...

অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বীজপুর থানার পুলিশ বাহিনী । অভিযোগ, গাড়ি ভাঙচুর করায় স্থানীয়দের উপর লাঠিচার্জ হয় । এলাকা থেকে চার মহিলাসহ মোট ন'জনকে ধরে নিয়ে যাওয়া হয় থানায় । স্থানীয়দের প্রশ্ন, "সাধারণ মানুষ কী দোষ করল ? কেন বাড়ি থেকে বের করে তাদের উপর লাঠিচার্জ করা হল ?" এর প্রতিবাদে গভীর রাত পর্যন্ত বীজপুর থানা ঘেরাও করে স্থানীয়রা । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । যদিও তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্তারা ।

Intro:ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর বীজপুর থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। Body:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশের ভাবমূর্তি স্বচ্ছ ও সাধারণ মানুষের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করার নির্দেশ দিচ্ছেন। ঠিক তখনই বীজপুর থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠলো। এই তোলাবাজি করতে গিয়ে বীজপুর থানার পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন তিনজন সাধারণ মানুষ। সোমবার সন্ধ্যেবেলায় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের এর উপরে কাঁপা মোড়ের কাছে দাঁড়িয়ে তোলা তুলছিল পুলিশ,সেই সময় একটি গাড়ি পুলিশ কে এড়িয়ে পালাতে গেলে সেই গাড়িকে তাড়া করতে গিয়ে সেই পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ নবপল্লীর কাছে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। সেই সময় ঐ চায়ের দোকানে চা খাচ্ছিলেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। ওই পুলিশের গাড়ির ধাক্কায় স্থানীয় বাসিন্দা গৌতম রায়, রাজু সরকার ও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুরুতর জখম হন। গুরুতর জখম অবস্থায় আহতদের কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ওই পুলিশের গাড়িটি ব্যাপক ভাঙচুর চালায়। এরপর পুলিশের গাড়ি ভাঙচুর করার অপরাধে বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের উপর ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ।এই লাঠিচার্জের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা গভীর রাত পর্যন্ত বীজপুর থানা ঘেরাও করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।Conclusion:ভূজপুর থানা পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই পুলিশের বিরুদ্ধে যথেষ্টই ক্ষুব্দ।
Last Updated : Aug 13, 2019, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.