ETV Bharat / state

দেউলঘাটায় পূজিত হয় আড়াই হাজার বছরের পুরানো দুর্গা মূর্তি

বৌদ্ধমন্দিরের আদলে তৈরি দেউলঘাটার মন্দির ৷ মন্দিরের গায়ে রয়েছে পাথরের ভাস্কর্য ৷ সেখানে আড়াই হাজার বছরের পুরোনো দুর্গামূর্তি এখনও পূজিত হয় ৷

durga murti
author img

By

Published : Oct 1, 2019, 2:35 PM IST

Updated : Oct 1, 2019, 3:56 PM IST

পুরুলিয়া : পুরুলিয়ার দেউলঘাটায় আড়াই হাজার বছরের পুরানো দুর্গামূর্তি পূজিত হয় ৷ বৌদ্ধমন্দিরের আদলে তৈরি এই মন্দির ৷ মন্দিরের গায়ে রয়েছে পাথরের ভাস্কর্য ৷ এক সময় তাম্রলিপ্তের বণিকরা ঝড়িখণ্ডিতে বাণিজ্যের কাজে আসতেন ৷ কংসাবতী নদীর পাশে দেউলঘাটায় নৌকা বেঁধে রাখতেন তাঁরা ৷ এই মন্দিরটিতে এসে তাঁরা দেবীর কাছে পুজো দিতেন ৷ তারপর দু'হাজার বছরের বেশি কেটে গেছে । এখন আর সেভাবে মন্দিরের রক্ষণাবেক্ষণ হয় না ৷ ঐতিহ্যই ভাঙাচোরা মন্দিরটির একমাত্র সম্পদ ৷

সাধারণত, দুর্গা মূর্তিতে দেবীর বাঁ পা মহিষের উপর থাকে ৷ এই মূর্তির ক্ষেত্রে তা উলটো ৷ পাথরের তৈরি এই মূর্তিতে দেবীর ডান পা মহিষের উপর রয়েছে ৷ এখনও নিত্য পুজো হয় দেবীর ৷

mandir
দেউলঘাটার সেই মন্দির...

মন্দিরের সাধিকা মিঠু মুখার্জি । তিনি তাঁর গুরুদেবের সঙ্গে এই মন্দিরে প্রথম আসেন ৷ তাঁর কাছেই মিঠু শোনেন প্রথমে দেবীর পুজো হত গাছের নিচে ৷ দেউলঘাটা মন্দির থাকলেও মন্দিরের ভেতরে এই মূর্তির প্রতিষ্ঠা ছিল না ৷ কিন্তু খোলা আকাশের নীচে মূর্তি নষ্ট হয়ে যেতে পারে এই আশঙ্কায় তা মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করা হয় ৷

দেখে নিন ভিডিয়োয়...

মিঠু মুখোপাধ্যায় জানান, পুজোর চারদিন ভিড় বাড়ে মন্দিরে ৷ প্রচুর দর্শনার্থী আসেন সেই সময় ৷ বাইরের রাজ্য থেকেও অনেকে আসেন ৷ শহরের পুজোর জাঁকজমক তাঁদের এখানে নেই । আছে শুধু ভক্তি ও নিষ্ঠা । এই মন্দির প্রকৃতির । এই পুজো তাই প্রকৃতির কোলেই হয় ৷ সামনেই পুজো, আজ তৃতীয়া ৷ ষষ্ঠীতে দেবীর বোধন । নিয়ম মেনে এখন তারই প্রস্তুতি চলছে দেউলঘাটার এই দুর্গা মন্দিরে ৷

পুরুলিয়া : পুরুলিয়ার দেউলঘাটায় আড়াই হাজার বছরের পুরানো দুর্গামূর্তি পূজিত হয় ৷ বৌদ্ধমন্দিরের আদলে তৈরি এই মন্দির ৷ মন্দিরের গায়ে রয়েছে পাথরের ভাস্কর্য ৷ এক সময় তাম্রলিপ্তের বণিকরা ঝড়িখণ্ডিতে বাণিজ্যের কাজে আসতেন ৷ কংসাবতী নদীর পাশে দেউলঘাটায় নৌকা বেঁধে রাখতেন তাঁরা ৷ এই মন্দিরটিতে এসে তাঁরা দেবীর কাছে পুজো দিতেন ৷ তারপর দু'হাজার বছরের বেশি কেটে গেছে । এখন আর সেভাবে মন্দিরের রক্ষণাবেক্ষণ হয় না ৷ ঐতিহ্যই ভাঙাচোরা মন্দিরটির একমাত্র সম্পদ ৷

সাধারণত, দুর্গা মূর্তিতে দেবীর বাঁ পা মহিষের উপর থাকে ৷ এই মূর্তির ক্ষেত্রে তা উলটো ৷ পাথরের তৈরি এই মূর্তিতে দেবীর ডান পা মহিষের উপর রয়েছে ৷ এখনও নিত্য পুজো হয় দেবীর ৷

mandir
দেউলঘাটার সেই মন্দির...

মন্দিরের সাধিকা মিঠু মুখার্জি । তিনি তাঁর গুরুদেবের সঙ্গে এই মন্দিরে প্রথম আসেন ৷ তাঁর কাছেই মিঠু শোনেন প্রথমে দেবীর পুজো হত গাছের নিচে ৷ দেউলঘাটা মন্দির থাকলেও মন্দিরের ভেতরে এই মূর্তির প্রতিষ্ঠা ছিল না ৷ কিন্তু খোলা আকাশের নীচে মূর্তি নষ্ট হয়ে যেতে পারে এই আশঙ্কায় তা মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করা হয় ৷

দেখে নিন ভিডিয়োয়...

মিঠু মুখোপাধ্যায় জানান, পুজোর চারদিন ভিড় বাড়ে মন্দিরে ৷ প্রচুর দর্শনার্থী আসেন সেই সময় ৷ বাইরের রাজ্য থেকেও অনেকে আসেন ৷ শহরের পুজোর জাঁকজমক তাঁদের এখানে নেই । আছে শুধু ভক্তি ও নিষ্ঠা । এই মন্দির প্রকৃতির । এই পুজো তাই প্রকৃতির কোলেই হয় ৷ সামনেই পুজো, আজ তৃতীয়া ৷ ষষ্ঠীতে দেবীর বোধন । নিয়ম মেনে এখন তারই প্রস্তুতি চলছে দেউলঘাটার এই দুর্গা মন্দিরে ৷

Intro:পুরুলিয়া : একসময় সমতল বাংলা থেকে কংসাবতী নদী বেয়ে তাম্রলিপ্তের বণিকরা আসতেন ঝাড়িখন্ডে বাণিজ্য করতে l ঘন জঙ্গলঘেরা এই দেউলঘাটার কাছে নৌকো বেঁধে তারা যেতেন মন্দিরে পুজো দিতেন l সেটা সপ্তদশ শতকের পাল ও সেন যুগের আমলের কথা l সহস্রাব্দ প্রাচীন সেই মন্দিরের দেবী আজও পূজিতা হন আড়ষা ও জয়পুর থানার মিলনস্থল দেউলঘাটায় l পাথরের তৈরী দুর্গা মূর্তির ডান পায়ে মহিষ এবং বাম পায়ে সিংহের উপর আসীন l পায়ের তলায় মহিষাসুর l হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এই পুজো কিন্তু কখনও বন্ধ হয়নি l মন্দিরগুলিতে বৌদ্ধ-হিন্দু ও জৈন স্থাপত্তের মিলন ঘটেছে l মন্দিরের একমাত্র সাধিকা মিঠু দেবী নিজেই পুজো করেন l এখানে পুজো হয় সাবেকি প্রথায় l কোনোরকম আড়ম্বর না থাকলেও শুধুমাত্র ঐতিহ্যের টানে বহু মানুষ ভিড় করেন এখানে l পাঁচদিন ধরে দেউলঘাটা দুর্গা পুজোয় মুখর l প্রাচীন এই দেউলঘাটায় ভারতের সবথেকে পুরোনো পোড়া মাটির মধ্যে দুটিই এখনও টিকে রয়েছে l জনশ্রুতি মতে তখন কংসাবতীতে আষাড় থেকে অগ্রহায়ণ অবধি নৌকা চলাচল করত l পরে নদীর ধারা কমে যায় l কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছেন সিংহবাহিনী দুর্গা এবং দুটি প্রাচীন মূর্তি lBody:দুর্গা পুজো এলেই সেজে ওঠে দেউলঘাটা l ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এই দেউলঘাটা মন্দিরে দুর্গা পুজো দেখতে ভিড় জমান কাতারে কাতারে দর্শনার্থী l পুজোর সময় বসে ভান্ডারা l মন্দিরে পূজারী হিসেবে এখন থাকেন একাকিনী মিঠু মুখোপাধ্যায় নামে এক মহিলা l তিনি এসেছিলেন তাঁর গুরু সুনীতি পাঠকের হাত ধরে l দুর্গা পূজার সময় মন্দিরে প্রচুর লোকসমাগম হয় l পর্যটকরাও ভিড় করেন এখানে l অনেক আফসোস করেন এতো পুরোনো এই মন্দির কিন্তু সংরক্ষণে উদ্যোগ নেই কারুর l মিঠু মুখোপাধ্যায় জানান, "এই দুর্গায় বৌদ্ধদের চাপ পাওয়া যায় l কারণ ভারতবর্ষের কোথাও মা দুর্গার ডান পা পুজো হয় না l এটিই একমাত্র দুর্গা মূর্তি যেখানে ডান পা রয়েছে মহিষের উপর l তাই বলা যায় এই দুর্গা মূর্তি প্রায় আড়াই হাজার বছরেরও বেশি পুরোনো l" তিনি জানান, "আমার গুরুদেবের কাছে জেনেছি প্রথমে এই দুর্গাদেবীর পুজো হতো গাছের তলায় l দেউলঘাটা মন্দির থাকলেও মন্দিরের ভেতরে কিন্তু এই মূর্তি ছিল না l একইসঙ্গে কার্তিক, গণেশ, লক্ষী, সরস্বতী দেবীর মূর্তি পুজোও হতো গাছের নিচে l সেগুলি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করা হয় l" মিঠু দেবী আরও জানান, "দুর্গা পুজোয় তো আর হেভি বাজেট থাকে না l পুজো হয় প্রাচীন নিয়ম রীতিনীতি মেনে একেবারে সাবেকিয়ানায় প্রকৃতির কোলে পুজো হয় l আর পুজো দেখতে শহর থেকে তো বটেই ভিন রাজ্য থেকেও ভিড় জমান বহু দর্শনার্থী l"Conclusion:পুরুলিয়া
Last Updated : Oct 1, 2019, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.