ঝালদা, 14 মার্চ : পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় আটক দুই (Two suspects detained in Jhalda Congress councillor murder case) ৷ খুনের ঘটনার তদন্তে নেমে নিহত কাউন্সিলরের ভাই এবং ভাইপোকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার রাতেই আটক করে পুলিশ। মৃত তপন কান্দুর দাদা নরেন কান্দুর রাজনৈতিক পরিচয় তিনি একজন তৃণমূল কর্মী ৷ পাশাপাশি পুলিশের হাতে আটক নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো দীপক কান্দু সদ্য পৌর নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী ৷ যিনি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী তপন কান্দুর বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
স্বাভাবিকভাবেই কাউন্সিলর খুনে দাদা এবং ভাইপোকে আটকের ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঝালদায়। যদিও আটক দুই তৃণমূল নেতার পরিবারের দাবি, তাঁদের ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আসল দোষীরা শাস্তি পাক, দাবি তাদের । এদিকে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ।
আরও পড়ুন : ঝালদায় গুলিবিদ্ধ কংগ্রেস কাউন্সিলরের মৃত্যু, এলাকায় উত্তেজনা
রবিবার বিকেলে ঝালদা বাঘমুন্ডি রোড ধরে হাঁটার সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন তপন কান্দু । যিনি ঝালদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানও বটে ৷ গুলি এসে লাগে তপন কান্দুর মাথায় । গুরুতর জখম অবস্থায় রাঁচির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি কংগ্রেস কাউন্সিলরকে । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল । ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবাদে মঙ্গলবার জেলাজুড়ে 12ঘন্টার বনধের ডাক দিয়েছে কংগ্রেস ৷