ETV Bharat / state

মানবাজারে কাটমানির প্রতিবাদ করায় বিজেপি নেতা-কর্মীদের মারধরে অভিযুক্ত তৃণমূল - TMC

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পুরুলিয়ার মানবাজার বিধানসভার পুঞ্চা গ্রাম পঞ্চায়েতের লাখরা গ্রাম । প্রথম দফায় নির্বাচন হয়ে গিয়েছে পুরুলিয়া জেলায় ৷

মানবাজারে কাটমানির প্রতিবাদ করায় বিজেপি নেতা-কর্মীদের মারধরে অভিযুক্ত তৃণমূল
মানবাজারে কাটমানির প্রতিবাদ করায় বিজেপি নেতা-কর্মীদের মারধরে অভিযুক্ত তৃণমূল
author img

By

Published : Apr 24, 2021, 7:45 PM IST

মানবাজার (পুরুলিয়া), 24 এপ্রিল : রাস্তা নির্মাণে কাটমানির প্রতিবাদ করায় বিজেপি নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এক মহিলা কর্মী-সহ 4 বিজেপি নেতা-কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজারের লাখরা গ্রামে ।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পুরুলিয়ার মানবাজার বিধানসভার পুঞ্চা গ্রাম পঞ্চায়েতের লাখরা গ্রাম । প্রথম দফায় নির্বাচন হয়ে গিয়েছে পুরুলিয়া জেলায় ৷ নির্বাচনের পরে গ্রামের রাস্তায় নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি । তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার ও স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে ৷

অভিযোগ, প্রতিবাদ করায় স্থানীয় তৃণমূল নেতা নবীন সিংয়ের নেতৃত্বে দলের কর্মীরা বিজেপি নেতা-কর্মীদের উপর চড়াও হয় । বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় । মাথা ফেটে গুরুতর জখম হন বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক উজ্বল প্রামাণিক, বুথ সভাপতি তারাপদ প্রামাণিক, জয়দেব প্রামাণিক ও সুচিত্রা প্রামাণিক । তাঁদের স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয় । এই ঘটনায় তৃণমূল নেতা-কর্মীদের নামে পুলিশে অভিযোগ করা হয়েছে ।

বিজেপি নেতা উজ্বল প্রামাণিক বলেন, "আমরা কাটমানির প্রতিবাদ করেছি বলে তৃণমূলের লোকজন আমাদের মেরেছে । 2 তারিখের পর সব হিসাব হবে । আমরা পুলিশে অভিযোগ করেছি ।"

যদিও অভিযোগ আস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা নবীন সিং বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । আমাদের কর্মীরা মারধর করেনি । ঠিকাদারের লোকজনের সঙ্গে অশান্তি হয় তো ।"

আরও পড়ুন : দুর্নীতির অভিযোগে আটক মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী

মানবাজার (পুরুলিয়া), 24 এপ্রিল : রাস্তা নির্মাণে কাটমানির প্রতিবাদ করায় বিজেপি নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এক মহিলা কর্মী-সহ 4 বিজেপি নেতা-কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজারের লাখরা গ্রামে ।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পুরুলিয়ার মানবাজার বিধানসভার পুঞ্চা গ্রাম পঞ্চায়েতের লাখরা গ্রাম । প্রথম দফায় নির্বাচন হয়ে গিয়েছে পুরুলিয়া জেলায় ৷ নির্বাচনের পরে গ্রামের রাস্তায় নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি । তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার ও স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে ৷

অভিযোগ, প্রতিবাদ করায় স্থানীয় তৃণমূল নেতা নবীন সিংয়ের নেতৃত্বে দলের কর্মীরা বিজেপি নেতা-কর্মীদের উপর চড়াও হয় । বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় । মাথা ফেটে গুরুতর জখম হন বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক উজ্বল প্রামাণিক, বুথ সভাপতি তারাপদ প্রামাণিক, জয়দেব প্রামাণিক ও সুচিত্রা প্রামাণিক । তাঁদের স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয় । এই ঘটনায় তৃণমূল নেতা-কর্মীদের নামে পুলিশে অভিযোগ করা হয়েছে ।

বিজেপি নেতা উজ্বল প্রামাণিক বলেন, "আমরা কাটমানির প্রতিবাদ করেছি বলে তৃণমূলের লোকজন আমাদের মেরেছে । 2 তারিখের পর সব হিসাব হবে । আমরা পুলিশে অভিযোগ করেছি ।"

যদিও অভিযোগ আস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা নবীন সিং বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । আমাদের কর্মীরা মারধর করেনি । ঠিকাদারের লোকজনের সঙ্গে অশান্তি হয় তো ।"

আরও পড়ুন : দুর্নীতির অভিযোগে আটক মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.