পুরুলিয়া, 28 জুলাই: "50 হাজার থেকে 4 লক্ষ টাকা নেওয়া হয়েছে শিক্ষক ট্রান্সফারের জন্য । যারা যারা ছলনা করে মেডিক্যাল সার্টিফিকেট দেখিয়ে ট্রান্সফার হয়েছেন তারা সার্টিফিকেট ফিরিয়ে দিয়ে পুনরায় নিজের জায়গায় ফিরে যান নাহলে চাকরির ক্ষতি হতে পারে ।" হুশিয়ারি দিলেন পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো (Teacher Transferred in Exchange for Money) ।
বুধবার পুরুলিয়া জেলা কংগ্রেস ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেপাল মাহাতো বলেন, "পুরুলিয়াতে শিক্ষক ট্রান্সফারের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে । কারণ বেশিরভাগ শিক্ষক বদলি হয়েছে মেডিক্যাল সার্টিফিকেট দেখিয়ে । একসঙ্গে এতজন শিক্ষকের একসঙ্গে শরীর খারাপ হয়েছে অবিশ্বাস্য ঘটনা । পুরুলিয়াতে শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে । প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের অভাব দেখা দিয়েছে । আমরা এই ঘটনায় আদলতে যাচ্ছি । উৎসশ্রী প্রকল্পে মেডিক্যাল সার্টিফিকেটে অনেক দু'নম্বরি আছে । 50 হাজার থেকে 4 লক্ষ টাকা নেওয়া হয়েছে শিক্ষক ট্রান্সফারের জন্য । তাই সঠিক তদন্তের জন্য আমরা আদলতের আশ্রয় নিচ্ছি । যারা শিক্ষিত মানুষ রয়েছেন তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, যারা মেডিক্যাল সার্টিফিকেটের আশ্রয় নিয়ে ছলনা করে বদলি হয়েছেন, সেক্ষেত্রে সেইসব সার্টিফিকেট ফেরত করে নিজের নিজের জায়গায় ফিরে এসে কাজে যোগদান করুন । নাহলে কোর্ট থেকে তদন্ত হলে কিছু ভুলত্রুটি বেরোলে তাদের চাকরির ক্ষতি হতে পারে ।"
আরও পড়ুন : 20 কোটি টাকা, 1 কোটির সোনার বাট ! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও 'কুবেরের ধন'
পালটা পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যােপাধ্যায় বলেন, "এখন অনেকেই বাজার গরম করতে রাস্তায় নেমেছেন । যদি টাকার বিনিময়ে কোনও শিক্ষক বদলি হয়ে থাকে তাহলে আমরাও চাই শাস্তি পাক । কারণ বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতায় বিশ্বাসী ।