ETV Bharat / state

Student Died By Suicide : গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী স্কুলছাত্রী - student died by suicide in purulia

পুরুলিয়ায় গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী ৷ এলাকায় শোকের ছায়া ৷ পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা (Student Died By Suicide) ৷

Student Died By Suicide
গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী স্কুলছাত্রী
author img

By

Published : May 25, 2022, 8:43 PM IST

পুরুলিয়া, 25 মে: গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী ৷ মৃতের নাম সন্তোষী বাউরি (14) ৷ বুধবার সকালে পরিবারের সকলের অলক্ষ্যে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয় ওই নবালিকা ৷ পুরুলিয়া থানা এলাকার রঘুনাথপুরের মৌতড় গ্রাম এলাকার ঘটনা (Student Died By Suicide) ৷

মৃত নাবালিকার বাবা ছোটন বাউরি জানান, এদিন সকাল 10.30 মিনিট নাগাদ বাড়িতে কেউ ছিল না ৷ সেই সময়েই ওই ছাত্রী বাড়ির মধ্যেই গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে ৷ বাড়িতে এসে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চেলিয়ামাতের বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ হঠাৎ করে কেন আত্মহত্যা করল ওই পড়ুয়া, তার কারণ স্পষ্ট নয় পরিবারের লোকজনদের কাছে ৷ মৃতদেহটি পুরুলিয়ার হাতুয়াড়ায় গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ রিপোর্ট এলেই তদন্ত শুরু হবে ৷

পুরুলিয়া, 25 মে: গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী ৷ মৃতের নাম সন্তোষী বাউরি (14) ৷ বুধবার সকালে পরিবারের সকলের অলক্ষ্যে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয় ওই নবালিকা ৷ পুরুলিয়া থানা এলাকার রঘুনাথপুরের মৌতড় গ্রাম এলাকার ঘটনা (Student Died By Suicide) ৷

মৃত নাবালিকার বাবা ছোটন বাউরি জানান, এদিন সকাল 10.30 মিনিট নাগাদ বাড়িতে কেউ ছিল না ৷ সেই সময়েই ওই ছাত্রী বাড়ির মধ্যেই গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে ৷ বাড়িতে এসে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চেলিয়ামাতের বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ হঠাৎ করে কেন আত্মহত্যা করল ওই পড়ুয়া, তার কারণ স্পষ্ট নয় পরিবারের লোকজনদের কাছে ৷ মৃতদেহটি পুরুলিয়ার হাতুয়াড়ায় গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ রিপোর্ট এলেই তদন্ত শুরু হবে ৷

আরও পড়ুন : Asansol News : 'অনলাইনে পরীক্ষা না হলে আত্মহত্যা করব', বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপানোর চেষ্টা ছাত্রের !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.