ETV Bharat / state

পুরুলিয়ায় তুষারপাত ? - পুরুলিয়ায় বরফ

অস্বাভাবিক দৃশ্য ! সকালে ঘুম থেকে উঠতেই দেখা গেল খড়ের গাদায় জমেছে বরফ ৷ তারপর গোটা গ্রামে ছড়িয়ে পরে সেই খবর ৷ কিন্তু বরফ পুরুলিয়ায় ?

Snowfall in puruliya
খড়ের গাদায় জমেছে বরফ
author img

By

Published : Dec 29, 2019, 1:26 PM IST

বাঘমুণ্ডি, 29 ডিসেম্বর : ঘুম থেকে উঠে খড়ের গাদায় দেখা গেল বরফ জমেছে ৷ কাশ্মীর বা দার্জিলিং নয় ৷ এবার বরফের দেখা মিলল রাজ্যের উষ্ণতম জেলা পুরুলিয়ায় ৷ পুরুলিয়ার বেগুনকোদর গ্রামের সেই দৃশ্য় দেখে স্তম্ভিত গ্রামবাসী ৷

গতকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম যে দৃশ্য চোখে পরল তা বিশ্বাস করতে অনেকটাই অসুবিধে হয়েছে সুকুমার কুইরির ৷ তিনি বেগুনকোদর গ্রামের বাসিন্দা ৷ ওই গ্রামেই তাঁর জন্ম ৷ কিন্তু 42 বছরে এই প্রথম বার এমন অস্বাভাবিক দৃশ্য দেখে প্রথমটা চমকই লেগেছে তাঁর ৷ কাজে যাওয়ার জন্য শনিবার সকালে ঘুম থেকে উঠতেই তিনি দেখতে পান খড়ের গাদায় জমেছে বরফের মতো স্তর ৷ তার পর গোটা গ্রামে ছড়িয়ে পরে সেই খবর ৷

দেখুন ভিডিয়ো

সুকুমারবাবু বলেন, "বেগুনকোদার গ্রামের প্রতিটি বাড়ির খড়ের গাদায় বরফ পড়তে শুরু করেছে ৷ আমার বয়স প্রায় 42 বছর ৷ আমার এতকালের জীবনে এই দুর্লভ দৃশ্য প্রথম দেখলাম ৷" প্রবল ঠান্ডায় শিশিরের স্তর জমে তুষারপাতের মতোই মনে হচ্ছে বলে নিশ্চিত করেন অপর এক গ্রামবাসী ৷

বাঘমুণ্ডি, 29 ডিসেম্বর : ঘুম থেকে উঠে খড়ের গাদায় দেখা গেল বরফ জমেছে ৷ কাশ্মীর বা দার্জিলিং নয় ৷ এবার বরফের দেখা মিলল রাজ্যের উষ্ণতম জেলা পুরুলিয়ায় ৷ পুরুলিয়ার বেগুনকোদর গ্রামের সেই দৃশ্য় দেখে স্তম্ভিত গ্রামবাসী ৷

গতকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম যে দৃশ্য চোখে পরল তা বিশ্বাস করতে অনেকটাই অসুবিধে হয়েছে সুকুমার কুইরির ৷ তিনি বেগুনকোদর গ্রামের বাসিন্দা ৷ ওই গ্রামেই তাঁর জন্ম ৷ কিন্তু 42 বছরে এই প্রথম বার এমন অস্বাভাবিক দৃশ্য দেখে প্রথমটা চমকই লেগেছে তাঁর ৷ কাজে যাওয়ার জন্য শনিবার সকালে ঘুম থেকে উঠতেই তিনি দেখতে পান খড়ের গাদায় জমেছে বরফের মতো স্তর ৷ তার পর গোটা গ্রামে ছড়িয়ে পরে সেই খবর ৷

দেখুন ভিডিয়ো

সুকুমারবাবু বলেন, "বেগুনকোদার গ্রামের প্রতিটি বাড়ির খড়ের গাদায় বরফ পড়তে শুরু করেছে ৷ আমার বয়স প্রায় 42 বছর ৷ আমার এতকালের জীবনে এই দুর্লভ দৃশ্য প্রথম দেখলাম ৷" প্রবল ঠান্ডায় শিশিরের স্তর জমে তুষারপাতের মতোই মনে হচ্ছে বলে নিশ্চিত করেন অপর এক গ্রামবাসী ৷

Intro:পুরুলিয়া: "'কাশ্মীর বা দার্জিলিং নয়।এবার রাজ্যের খরাকবলিত উষ্ণতম জেলা পুরুলিয়ার বুকে পাওয়া গেল বরফ।পুরুলিয়া জেলার বেগুনকদর গ্রামের বাড়ির পুয়োল গাদায় এই বরফ দেখতে পাওয়া যাচ্ছে।Body:এই ঘটনাকে ঘিরেই এখন ছড়িয়ে পড়েছে রহস্য।কেউ বলছে ভুয়ো আবার কেউ বলছে ভুতুড়ে। কারণ এই বেগুনকদর গ্রামের সংলগ্ন থাকা বেগুঙ্কদর স্টেশন ভুতুড়ে স্টেশন নামে পরিচিত।Conclusion:গ্রামের বাসিন্দা সুকুমার কুইরী জানান, 'বেগুনকোদর গ্রামে প্রতিটি বাড়ির খড়ের গাদায় ঠান্ডায় 'বরফ' পড়তে শুরু করে।তিনি আরোও জানান "আমার 64 বৎসর বয়সে আমার জীবনে, এই দুর্লভ দৃশ্য প্রথম দেখলাম|"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.