পুরুলিয়া, 30 নভেম্বর : 1 টাকার বিনিময়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা থেকে বাস পেল পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় ৷ এই বাস চলবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ৷ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে পৌঁছেও গেছে বাস ৷ কিছুদিনের মধ্যে রাস্তাতেও চালু হয়ে যাবে এই বাস ৷ তবে, বাস চলাচলের রুট এখনও ঠিক হয়নি ৷ ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনার পরই রুট নির্ধারণ করে শহরের রাস্তায় নামানো হবে বাস ৷
2010 সালে পুরুলিয়া শহর থেকে 6 কিলোমিটার দূরে পুরুলিয়া 1 নম্বর ব্লকের সৈনিক স্কুল মোড়ে শুরু হয় এই বিশ্ববিদ্যালয় ৷ চালু হওয়ার পর শহর থেকে বিশ্ববিদ্যালয় পৌঁছাতে অনেককেই সমস্যার মুখে পড়তে হয় ৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বা জেলার বাইরে থেকে ছাত্রছাত্রীরা স্টেশনে এসে প্রথমে চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বাসস্ট্যান্ডে পৌঁছায় ৷ সেখান থেকে টোটো, বাস কিংবা অন্যান্য গাড়ি করে আবার ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বিশ্ববিদ্যালয় পৌঁছাতে হয় ৷ ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ৷ তাই ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব বাস চালু হোক ৷
সেই মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের পক্ষে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানানো হয় ৷ সেই আবেদনকে সম্মান জানিয়ে শুভেন্দুর নির্দেশে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস মাত্র এক টাকার বিনিময়ে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়কে প্রদান করা হয় ৷
বিশ্ববিদ্যালয়ের VC দীপক কুমার কর বলেন, "শহর থেকে ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে হত ৷ তাই তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল ৷ তবে, আর কয়েকদিনের মধ্যেই সেই বাস নামানো হবে রাস্তায় ৷" তৃণমূল ছাত্র ইউনিয়নের সভাপতি স্বপন সিং বলেন, "বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হল ৷ বাসটি চালু হলেই পুরুলিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাতে সুবিধা হবে ছাত্রছাত্রীদের ৷"