ETV Bharat / state

মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শনে অযোধ্যা পাহাড়ে জেলাশাসক - মাটির সৃষ্টি প্রকল্পে পুরুলিয়া

পুরুলিয়ায় মাটির সৃষ্টি প্রকল্পে 100দিনের কাজ চলছে । আজ সেই কাজ পরিদর্শনে গেলেন পুরুলিয়া জেলাশাসক রাহুল মজুমদার ।

ayodhya
ayodhya
author img

By

Published : Jul 1, 2020, 7:30 PM IST

পুরুলিয়া, 1জুলাই : মাটির সৃষ্টি প্রকল্পের কাজচলছে অযোধ্যা পাহাড়ে । আজ খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার l আজ সকালে পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকেরঅযোধ্যা পাহাড়ের উপরে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ দেখতে পৌঁছান l সেখানে শ্রমিকদের সঙ্গে কথাও বলেনতিনি l টাকাপয়সা ঠিক সময়ে পাচ্ছেন কি না খোঁজ নেন l

আজপরিদর্শনের সময়ে পাহাড়ে ফল চাষের পরিকল্পনা করেন রাহুল মজুমদার । পাশাপাশি পাহাড়কেটে পুকুর তৈরি করে মাছ চাষ করা নিয়েও পরিকল্পনা করেন জেলাশাসক ও তাঁর বিশেষ দল l জমিকে আরও কার্যকরীভাবে ব্যবহার করাএবং বর্ষার জলকে তৎক্ষণাৎ কাজে লাগানোর বিষয়ে ব্লু-প্রিন্ট তৈরি করে পরিকল্পনাগ্রহণ করা হয় l

বন্ধ্যাজমিকে উর্বর করে তুলতে এবং সাধারণ মানুষকে 100 দিনের কাজ দিতে রাজ্য সরকারের উদ্যোগেশুরু হয় মাটির সৃষ্টি প্রকল্পের কাজ l পুরুলিয়াতেও কোরোনা পরিস্থিতির মধ্যেইজেলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে 100 দিনের কাজ l এই 100 দিনেরকাজ কেমন চলছে, পরিযায়ীশ্রমিকরা কাজ পাচ্ছেন কি না তা জানতে মাঝেমধ্যেই এলাকা পরিদর্শন করছেন জেলাশাসক ।

আজবাঘমুণ্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের উপরে পরিদর্শনে যান রাহুল মজুমদার l সাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়েওখোঁজ নেন l আজঅযোধ্যা পাহাড়ের উপর কুচড়িরেখা, হাতিনাদা, ভুইন্ধরা গ্রামে 100 দিনের কাজের বাস্তব রূপ খতিয়ে দেখেনজেলাশাসক রাহুল মজুমদার l

জেলাশাসকজানান, অযোধ্যাপাহাড়ের উপরে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ খুব ভালোভাবেই চলছে l বর্তমান কোরোনা পরিস্থিতিতেও নিজেদেরএলাকায় 100 দিনেরকাজ পেয়ে খুশি শ্রমিকরা l আগামীদিনে পাহাড়ে ফলের চাষ করার পাশাপাশি মাছ চাষ করার চিন্তাভাবনা রয়েছে l পাশাপাশি ছোটো ছোটো পুকুর খনন করেটমেটো চাষ ও অন্যান্য সবজি বাজার জাত করার পরিকল্পনা করা হয়েছে l পাহাড়ের মাটি আরও উর্বর করে তোলা এবংবর্ষার জল ধরে রাখার জন্য পাহাড় কেটে পুকুর খনন করারও পরিকল্পনা রয়েছে l

পুরুলিয়া, 1জুলাই : মাটির সৃষ্টি প্রকল্পের কাজচলছে অযোধ্যা পাহাড়ে । আজ খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার l আজ সকালে পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকেরঅযোধ্যা পাহাড়ের উপরে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ দেখতে পৌঁছান l সেখানে শ্রমিকদের সঙ্গে কথাও বলেনতিনি l টাকাপয়সা ঠিক সময়ে পাচ্ছেন কি না খোঁজ নেন l

আজপরিদর্শনের সময়ে পাহাড়ে ফল চাষের পরিকল্পনা করেন রাহুল মজুমদার । পাশাপাশি পাহাড়কেটে পুকুর তৈরি করে মাছ চাষ করা নিয়েও পরিকল্পনা করেন জেলাশাসক ও তাঁর বিশেষ দল l জমিকে আরও কার্যকরীভাবে ব্যবহার করাএবং বর্ষার জলকে তৎক্ষণাৎ কাজে লাগানোর বিষয়ে ব্লু-প্রিন্ট তৈরি করে পরিকল্পনাগ্রহণ করা হয় l

বন্ধ্যাজমিকে উর্বর করে তুলতে এবং সাধারণ মানুষকে 100 দিনের কাজ দিতে রাজ্য সরকারের উদ্যোগেশুরু হয় মাটির সৃষ্টি প্রকল্পের কাজ l পুরুলিয়াতেও কোরোনা পরিস্থিতির মধ্যেইজেলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে 100 দিনের কাজ l এই 100 দিনেরকাজ কেমন চলছে, পরিযায়ীশ্রমিকরা কাজ পাচ্ছেন কি না তা জানতে মাঝেমধ্যেই এলাকা পরিদর্শন করছেন জেলাশাসক ।

আজবাঘমুণ্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের উপরে পরিদর্শনে যান রাহুল মজুমদার l সাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়েওখোঁজ নেন l আজঅযোধ্যা পাহাড়ের উপর কুচড়িরেখা, হাতিনাদা, ভুইন্ধরা গ্রামে 100 দিনের কাজের বাস্তব রূপ খতিয়ে দেখেনজেলাশাসক রাহুল মজুমদার l

জেলাশাসকজানান, অযোধ্যাপাহাড়ের উপরে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ খুব ভালোভাবেই চলছে l বর্তমান কোরোনা পরিস্থিতিতেও নিজেদেরএলাকায় 100 দিনেরকাজ পেয়ে খুশি শ্রমিকরা l আগামীদিনে পাহাড়ে ফলের চাষ করার পাশাপাশি মাছ চাষ করার চিন্তাভাবনা রয়েছে l পাশাপাশি ছোটো ছোটো পুকুর খনন করেটমেটো চাষ ও অন্যান্য সবজি বাজার জাত করার পরিকল্পনা করা হয়েছে l পাহাড়ের মাটি আরও উর্বর করে তোলা এবংবর্ষার জল ধরে রাখার জন্য পাহাড় কেটে পুকুর খনন করারও পরিকল্পনা রয়েছে l

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.