পুরুলিয়া, 3 ডিসেম্বর : হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পোস্টার হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মিছিল শুরু করেন ৷ প্রায় 6 কিলোমিটার হেঁটে পুরুলিয়া শহরে পৌঁছান তাঁরা ৷
শহরের বেশ কিছু জায়গায় মিছিল করে পোস্ট অফিস মোড় অবরোধ করে প্রতিবাদ জানান তাঁরা ৷ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী আঁখি রক্ষিত বলেন, "নির্ভয়া থেকে শুরু করে হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেই চলেছে ৷ অথচ দোষীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে ৷ কোনও শাস্তি পাচ্ছে না ৷ প্রতিদিন মেয়েদের উপর অত্যাচার বেড়ে চলেছে ৷"
তিনি আরও বলেন, "আমরা চাই, হায়দরাবাদে পশু চিকিৎসকের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের ফাঁসির সাজা শোনানো হোক ৷ ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, তার জন্য ব্যবস্থা নিক সরকার ৷"