ETV Bharat / state

ধর্ষণের প্রতিবাদে রাস্তায় সিধো-কানহো-বিরসার পড়ুয়ারা - Protest rally of University students

হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে পথে নামল সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা ৷ প্রায় 6 কিলোমিটার হেঁটে পুরুলিয়া শহর পর্যন্ত এই মিছিল করেন তাঁরা ৷

প্রতিবাদ মিছিল
প্রতিবাদ মিছিল
author img

By

Published : Dec 3, 2019, 11:10 AM IST

পুরুলিয়া, 3 ডিসেম্বর : হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পোস্টার হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মিছিল শুরু করেন ৷ প্রায় 6 কিলোমিটার হেঁটে পুরুলিয়া শহরে পৌঁছান তাঁরা ৷

শহরের বেশ কিছু জায়গায় মিছিল করে পোস্ট অফিস মোড় অবরোধ করে প্রতিবাদ জানান তাঁরা ৷ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী আঁখি রক্ষিত বলেন, "নির্ভয়া থেকে শুরু করে হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেই চলেছে ৷ অথচ দোষীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে ৷ কোনও শাস্তি পাচ্ছে না ৷ প্রতিদিন মেয়েদের উপর অত্যাচার বেড়ে চলেছে ৷"

হায়দরাবাদের ধর্ষণ ঘটনার প্রতিবাদে মিছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

তিনি আরও বলেন, "আমরা চাই, হায়দরাবাদে পশু চিকিৎসকের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের ফাঁসির সাজা শোনানো হোক ৷ ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, তার জন্য ব্যবস্থা নিক সরকার ৷"

পুরুলিয়া, 3 ডিসেম্বর : হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পোস্টার হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মিছিল শুরু করেন ৷ প্রায় 6 কিলোমিটার হেঁটে পুরুলিয়া শহরে পৌঁছান তাঁরা ৷

শহরের বেশ কিছু জায়গায় মিছিল করে পোস্ট অফিস মোড় অবরোধ করে প্রতিবাদ জানান তাঁরা ৷ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী আঁখি রক্ষিত বলেন, "নির্ভয়া থেকে শুরু করে হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেই চলেছে ৷ অথচ দোষীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে ৷ কোনও শাস্তি পাচ্ছে না ৷ প্রতিদিন মেয়েদের উপর অত্যাচার বেড়ে চলেছে ৷"

হায়দরাবাদের ধর্ষণ ঘটনার প্রতিবাদে মিছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

তিনি আরও বলেন, "আমরা চাই, হায়দরাবাদে পশু চিকিৎসকের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের ফাঁসির সাজা শোনানো হোক ৷ ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, তার জন্য ব্যবস্থা নিক সরকার ৷"

Intro:পুরুলিয়া : হায়দ্রাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল সিধো-কানহো-বীরসা পড়ুয়ারা l এদিন হাজার হাজার ছাত্র-ছাত্রী ব্যানার পোস্টার হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মিছিল শুরু করে l প্রায় 6 কিলোমিটার পায়ে হেঁটে পুরুলিয়া শহরে পৌঁছায় ছাত্র ছাত্রীরা l সেখানে শহরের একাংশ পরিক্রমা করে পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড় অবরোধ করে প্রতিবাদ জানান তারা l



Body:ছাত্রী আঁখি রক্ষিত জানায়, "নির্ভয়া থেকে প্রিয়াঙ্কা বারে বারে ধর্ষন করে খুনের ঘটনা ঘটে চলেছে অথচ দোষীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে l দিনে দিনে মেয়েদের উপর অত্যাচার বেড়ে চলেছে, ধর্ষণের ঘটনা ঘটে চলেছে অথচ সরকার নিরুপায় l আমরা চাই প্রিয়াঙ্কা রেড্ডির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের ফাঁসির সাজা শোনানো হোক l আর ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নিক সরকার l"


Conclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.