ETV Bharat / state

Primary School Running under Tree: নেই বিদ্যালয় ভবন, 67 জন পড়ুয়ার পঠনপাঠন চলছে গাছতলায় - প্রাথমিক বিদ্যালয়

Poor School Condition in Purulia: ন'বছরেও পড়ুয়ারা পায়নি বিদ্যালয় ভবন ৷ 67 জন শিক্ষার্থীর মাথার উপর ছাদ বলতে খোলা আকাশ ৷ বৃষ্টি বাদলে পঠনপাঠন চলছে গাছতলাতেই ৷ এই ছবি পুরুলিয়ার এক স্কুলের ৷

Purulia Poor School Condition
নেই বিদ্যালয় ভবন
author img

By

Published : Aug 20, 2023, 4:54 PM IST

67 জন পড়ুয়ার পঠনপাঠন চলছে গাছতলায়

পুরুলিয়া, 20 অগস্ট: নেই বিদ্যালয় ভবন, শৌচালয় কিংবা রান্নার ঘর । খোলা আকাশের নীচে চলছে স্কুলের পঠনপাঠন । বৃষ্টি হলেই চারিদিকে জল কাঁদা ও পোকামাকড়ের উপদ্রব ৷ এর জেরে বিদ্যালয়ের পঠনপাঠন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের । তবুও হেলদোল নেই প্রশাসনের ৷ বছরের পর বছর ধরে পুরুলিয়ার মানবাজার-1 ব্লকে এভাবেই চলছে বনমহড়া প্রাথমিক বিদ্যালয় । বর্তমানে এই বিদ্যালয়ে রয়েছে 67 জন পড়ুয়া ও 2 জন শিক্ষক শিক্ষিকা ।

Purulia Poor School Condition
ভরা বর্ষায় এখন মাটির উপর বস্তাই ভরসা ছোট পড়ুয়াদের

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিংকু সিং বলেন, "ঘর থেকে শৌচালয় কোনও কিছু নেই ৷ তবুও আমি 2014 থেকে স্কুল চালিয়ে যাচ্ছি ৷ আমি চাই ছোট ছোট পড়ুয়াদের স্বার্থে এলাকাবাসীদের সহযোগিতায় স্কুল ভবনটি তৈরি হোক ৷"

জানা গিয়েছে, 2014 সালে এলাকার মানুষের স্বার্থে এই গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদন পায় । 2017 শিক্ষাবর্ষে বিদ্যালয় ভবন তৈরির জন্য 15 লক্ষ টাকা ও রান্নাঘরের চালের জন্য 1 লক্ষ 20 হাজার টাকা বরাদ্দ হয় রাজ্য সরকারের তরফে । কিন্তু জমি জটিলতার কারণে স্কুল ভবন নির্মাণের কাজ শুরু হয়নি । সেই সময় বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক প্রণব মণ্ডল বিদ্যালয় ভবন ও রান্নাঘরের চাল তৈরির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ ওঠে । এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন ওই প্রধান শিক্ষক । বিষয়টি এখন বিচারাধীন । কিন্তু তারপর থেকে বিদ্যালয় ভবন তৈরির বিষয়টি অথৈ জলে । ভরা বর্ষায় রয়েছে জীবনে ঝুঁকি ৷ বিষাক্ত পোকামাকড়ের ভয়কে সঙ্গী করেই গাছের নীচে চলছে পঠনপাঠন । রান্না হয় ত্রিপল খাটিয়ে ।

Purulia Poor School Condition
গাছের তলায় চলছে প্রাথমিক বিদ্যালয়

শিক্ষক তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের কোনও উপায় নেই তাই এভাবেই ক্লাস করাতে হচ্ছে ৷ ত্রিপলের নীচে চলছে রান্না ৷ বাচ্চাদের খাবারে যাতে কিছু না পরে যায় তাই ত্রিপলের ব্যবস্থা অন্তত করা গিয়েছে ৷ সব ঋতুতেই ক্লাস করাতে খুব অসুবিধা পোহাতে হয় ৷ বর্ষাকালে বর্জ্যপাত ও পোকামাকড়ের ভয় থাকে ৷ এত প্রতিকূলতা সত্ত্বেও কোনরকমে আমরা স্কুলটাকে চালিয়ে যাচ্ছি ৷"

Purulia Poor School Condition
মাঠে দাঁড়িয়েই পড়ুয়ারা সারছে প্রার্থনা

আরও পড়ুন: স্কুলে মাত্র একজন শিক্ষক, নেই পাঁচিল; দুর্দশার ছবি বাঁকুড়ার ইন্দাসে

শিক্ষক থেকে গ্রামবাসীদের দাবি, বিদ্যালয়ের ভালো পরিকাঠামো গড়ে উঠুক । এই কাজে এগিয়ে আসুক শিক্ষা দফতর । যদিও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীবলোচন সরেন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন । তবে প্রশ্ন উঠছে, এভাবে আর কতদিন ?

67 জন পড়ুয়ার পঠনপাঠন চলছে গাছতলায়

পুরুলিয়া, 20 অগস্ট: নেই বিদ্যালয় ভবন, শৌচালয় কিংবা রান্নার ঘর । খোলা আকাশের নীচে চলছে স্কুলের পঠনপাঠন । বৃষ্টি হলেই চারিদিকে জল কাঁদা ও পোকামাকড়ের উপদ্রব ৷ এর জেরে বিদ্যালয়ের পঠনপাঠন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের । তবুও হেলদোল নেই প্রশাসনের ৷ বছরের পর বছর ধরে পুরুলিয়ার মানবাজার-1 ব্লকে এভাবেই চলছে বনমহড়া প্রাথমিক বিদ্যালয় । বর্তমানে এই বিদ্যালয়ে রয়েছে 67 জন পড়ুয়া ও 2 জন শিক্ষক শিক্ষিকা ।

Purulia Poor School Condition
ভরা বর্ষায় এখন মাটির উপর বস্তাই ভরসা ছোট পড়ুয়াদের

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিংকু সিং বলেন, "ঘর থেকে শৌচালয় কোনও কিছু নেই ৷ তবুও আমি 2014 থেকে স্কুল চালিয়ে যাচ্ছি ৷ আমি চাই ছোট ছোট পড়ুয়াদের স্বার্থে এলাকাবাসীদের সহযোগিতায় স্কুল ভবনটি তৈরি হোক ৷"

জানা গিয়েছে, 2014 সালে এলাকার মানুষের স্বার্থে এই গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদন পায় । 2017 শিক্ষাবর্ষে বিদ্যালয় ভবন তৈরির জন্য 15 লক্ষ টাকা ও রান্নাঘরের চালের জন্য 1 লক্ষ 20 হাজার টাকা বরাদ্দ হয় রাজ্য সরকারের তরফে । কিন্তু জমি জটিলতার কারণে স্কুল ভবন নির্মাণের কাজ শুরু হয়নি । সেই সময় বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক প্রণব মণ্ডল বিদ্যালয় ভবন ও রান্নাঘরের চাল তৈরির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ ওঠে । এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন ওই প্রধান শিক্ষক । বিষয়টি এখন বিচারাধীন । কিন্তু তারপর থেকে বিদ্যালয় ভবন তৈরির বিষয়টি অথৈ জলে । ভরা বর্ষায় রয়েছে জীবনে ঝুঁকি ৷ বিষাক্ত পোকামাকড়ের ভয়কে সঙ্গী করেই গাছের নীচে চলছে পঠনপাঠন । রান্না হয় ত্রিপল খাটিয়ে ।

Purulia Poor School Condition
গাছের তলায় চলছে প্রাথমিক বিদ্যালয়

শিক্ষক তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের কোনও উপায় নেই তাই এভাবেই ক্লাস করাতে হচ্ছে ৷ ত্রিপলের নীচে চলছে রান্না ৷ বাচ্চাদের খাবারে যাতে কিছু না পরে যায় তাই ত্রিপলের ব্যবস্থা অন্তত করা গিয়েছে ৷ সব ঋতুতেই ক্লাস করাতে খুব অসুবিধা পোহাতে হয় ৷ বর্ষাকালে বর্জ্যপাত ও পোকামাকড়ের ভয় থাকে ৷ এত প্রতিকূলতা সত্ত্বেও কোনরকমে আমরা স্কুলটাকে চালিয়ে যাচ্ছি ৷"

Purulia Poor School Condition
মাঠে দাঁড়িয়েই পড়ুয়ারা সারছে প্রার্থনা

আরও পড়ুন: স্কুলে মাত্র একজন শিক্ষক, নেই পাঁচিল; দুর্দশার ছবি বাঁকুড়ার ইন্দাসে

শিক্ষক থেকে গ্রামবাসীদের দাবি, বিদ্যালয়ের ভালো পরিকাঠামো গড়ে উঠুক । এই কাজে এগিয়ে আসুক শিক্ষা দফতর । যদিও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীবলোচন সরেন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন । তবে প্রশ্ন উঠছে, এভাবে আর কতদিন ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.