ETV Bharat / state

22 জোড়া যাত্রীবাহী ট্রেন বাতিল প্রস্তাবের নোটিশ ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায় - purulia drm nabib kumar

যাত্রীবাহী ট্রেন বাতিল প্রস্তাবের নোটিশ ঘিরে বিভ্রান্তি পুরুলিয়া । যদিও রেলের তরফে জানানো হয়েছে, এখনই এ বিষয়ে কোনও পদক্ষেপ করা হচ্ছে না ।

ছবি
ছবি
author img

By

Published : Feb 21, 2020, 1:20 PM IST

Updated : Feb 21, 2020, 1:25 PM IST

পুরুলিয়া, 21 ফেব্রুয়ারি : রেলের আয় বাড়ানোর লক্ষ্যে যাত্রীবাহী ট্রেন সাময়িকভাবে বাতিল করে পণ্যবাহী ট্রেন চলাচল বাড়াতে চাইছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন । এই মর্মে একটি নোটিশ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । এরপরই বিভ্রান্তি ছড়ায় স্থানীয়দের মধ্যে । কেউ কেউ স্টেশনে গিয়েও খোঁঝখবর নিতে শুরু করেন ।

নোটিশে প্রস্তাবিত বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে শালিমার-আদ্রা-ভজুডি আরণ্যক এক্সপ্রেস, শালিমার-বাঁকুড়া-আদ্রা রাজ্যরানী এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া লালমাটি এক্সপ্রেস, আসানসোল-রাঁচি মেমু প্যাসেঞ্জার, আসানসোল-বোকারো মেমুর মতো গুরুত্বপূর্ণ ট্রেন । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল এই নোটিশ । নোটিশের শিরোনামে লেখা রয়েছে, “মালগাড়ির যাতায়াত সুগম করতে বেশ কিছু যাত্রীবাহী ট্রেন বাতিল ।" পরে বিস্তারিতভাবে বলা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন রোজ 180-200 টি ট্রেনের বদলে এখন দৈনিক 260-280 টি ট্রেন চালাচ্ছে । ডিভিশনের চাণ্ডিল-পুরুলিয়া-আনাড়া-আসানসোল শাখাটি অত্যন্ত ব্যাস্ত এবং “কঞ্জেসটেড”। একই অবস্থা আদ্রা-মেদিনীপুর শাখার । আদ্রা-ভজুডি-গোমো শাখাটি সিঙ্গল লাইন এবং এখানে মাল বোঝাই করারও অনেকগুলি কেন্দ্র রয়েছে । অতিরিক্ত পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হওয়ায় এবং আর্থিক বর্ষের শেষের দিকে তা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় এখন থেকেই বেশ কিছু যাত্রীবাহী ট্রেন বাতিলের প্রস্তাব দেওয়া হচ্ছে । এই প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল হলে মালবাহী ট্রেন চলাচল অনেক সহজ হবে বলে জানানো হয় ওই নোটিশে । একই সঙ্গে আগামী 31 শে মে পর্যন্ত ট্রেন বাতিল রাখার কথাও জানানো হয় । নোটিশে আবার দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এক আধিকারিকেরও সই রয়েছে । এরপরই বিভ্রান্তি চরমে ওঠে ।

শুনুন DRM-র বক্তব্য

এই বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের DRM নবীন কুমার জানান, যতক্ষণ না রেল মুখ্য কার্যালয় থেকে এই প্রস্তাব অনুমোদিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এনিয়ে কিছু বলা যাবে না । তবে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে । এখনও এটি অনুমোদনের জন্য পাঠানো হয়নি ।"

পুরুলিয়া, 21 ফেব্রুয়ারি : রেলের আয় বাড়ানোর লক্ষ্যে যাত্রীবাহী ট্রেন সাময়িকভাবে বাতিল করে পণ্যবাহী ট্রেন চলাচল বাড়াতে চাইছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন । এই মর্মে একটি নোটিশ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । এরপরই বিভ্রান্তি ছড়ায় স্থানীয়দের মধ্যে । কেউ কেউ স্টেশনে গিয়েও খোঁঝখবর নিতে শুরু করেন ।

নোটিশে প্রস্তাবিত বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে শালিমার-আদ্রা-ভজুডি আরণ্যক এক্সপ্রেস, শালিমার-বাঁকুড়া-আদ্রা রাজ্যরানী এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া লালমাটি এক্সপ্রেস, আসানসোল-রাঁচি মেমু প্যাসেঞ্জার, আসানসোল-বোকারো মেমুর মতো গুরুত্বপূর্ণ ট্রেন । ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল এই নোটিশ । নোটিশের শিরোনামে লেখা রয়েছে, “মালগাড়ির যাতায়াত সুগম করতে বেশ কিছু যাত্রীবাহী ট্রেন বাতিল ।" পরে বিস্তারিতভাবে বলা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন রোজ 180-200 টি ট্রেনের বদলে এখন দৈনিক 260-280 টি ট্রেন চালাচ্ছে । ডিভিশনের চাণ্ডিল-পুরুলিয়া-আনাড়া-আসানসোল শাখাটি অত্যন্ত ব্যাস্ত এবং “কঞ্জেসটেড”। একই অবস্থা আদ্রা-মেদিনীপুর শাখার । আদ্রা-ভজুডি-গোমো শাখাটি সিঙ্গল লাইন এবং এখানে মাল বোঝাই করারও অনেকগুলি কেন্দ্র রয়েছে । অতিরিক্ত পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হওয়ায় এবং আর্থিক বর্ষের শেষের দিকে তা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় এখন থেকেই বেশ কিছু যাত্রীবাহী ট্রেন বাতিলের প্রস্তাব দেওয়া হচ্ছে । এই প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল হলে মালবাহী ট্রেন চলাচল অনেক সহজ হবে বলে জানানো হয় ওই নোটিশে । একই সঙ্গে আগামী 31 শে মে পর্যন্ত ট্রেন বাতিল রাখার কথাও জানানো হয় । নোটিশে আবার দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এক আধিকারিকেরও সই রয়েছে । এরপরই বিভ্রান্তি চরমে ওঠে ।

শুনুন DRM-র বক্তব্য

এই বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের DRM নবীন কুমার জানান, যতক্ষণ না রেল মুখ্য কার্যালয় থেকে এই প্রস্তাব অনুমোদিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এনিয়ে কিছু বলা যাবে না । তবে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে । এখনও এটি অনুমোদনের জন্য পাঠানো হয়নি ।"

Last Updated : Feb 21, 2020, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.