ETV Bharat / state

বাঘমুন্ডি ব্লক অফিসে নৈশ প্রহরীর ঝুলন্ত দেহ উদ্ধার - night guard died at Baghmundi

বাঘমুন্ডি ব্লক অফিসে নৈশ প্রহরীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ চাঞ্চল্য এলাকায় ৷

night-guard-hanging-body-recovered-at-baghmundi
বাঘমুন্ডি ব্লক অফিসে নৈশ প্রহরীর ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Oct 7, 2020, 4:47 PM IST

পুরুলিয়া, 7 অক্টোবর : ব্লক অফিসে নৈশ প্রহরীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ আজ সকালে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লক থেকে পুলিশ প্রহরীর দেহ উদ্ধার করে ৷ মৃতের নাম জগন্নাথ কুমার (55) ৷

জগন্নাথ ওই ব্লক অফিসে প্রহরীর কাজ করতেন ৷ তিনি বাঘমুন্ডির ছাতাট্যাঁড় গ্রামের বাসিন্দা ৷ প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার রাতে খাবার খেয়ে ব্লক অফিসে ডিউটি করতে যান ৷ তারপর আজ সকালে ব্লক অফিস খুলতেই তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায় ৷

খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে ঘটনাস্থান থেকে দেহ উদ্ধার করে বাঘমুন্ডি ব্লক হাসপাতালে পাঠায় ৷ তারপর দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় ৷ এর সঙ্গে খবর দেওয়া হয় তাঁর পরিবারের সদস্যদের ৷

পরিবারের সদস্যদের অভিযোগ, দেহ উদ্ধারের সময় পরিবারের কাউকে জানানো হয়নি ৷ দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে পুলিশ খবর দেয় ৷ তার জন্য পুলিশের সঙ্গে মৃতের পরিবারের সদস্যদের বচসা হয় ৷

তাঁর মৃত্যু আদৌ আত্মহত্যা না খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুরুলিয়া, 7 অক্টোবর : ব্লক অফিসে নৈশ প্রহরীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ আজ সকালে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লক থেকে পুলিশ প্রহরীর দেহ উদ্ধার করে ৷ মৃতের নাম জগন্নাথ কুমার (55) ৷

জগন্নাথ ওই ব্লক অফিসে প্রহরীর কাজ করতেন ৷ তিনি বাঘমুন্ডির ছাতাট্যাঁড় গ্রামের বাসিন্দা ৷ প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার রাতে খাবার খেয়ে ব্লক অফিসে ডিউটি করতে যান ৷ তারপর আজ সকালে ব্লক অফিস খুলতেই তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায় ৷

খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে ঘটনাস্থান থেকে দেহ উদ্ধার করে বাঘমুন্ডি ব্লক হাসপাতালে পাঠায় ৷ তারপর দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় ৷ এর সঙ্গে খবর দেওয়া হয় তাঁর পরিবারের সদস্যদের ৷

পরিবারের সদস্যদের অভিযোগ, দেহ উদ্ধারের সময় পরিবারের কাউকে জানানো হয়নি ৷ দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে পুলিশ খবর দেয় ৷ তার জন্য পুলিশের সঙ্গে মৃতের পরিবারের সদস্যদের বচসা হয় ৷

তাঁর মৃত্যু আদৌ আত্মহত্যা না খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.