ETV Bharat / state

Maoist Posters: বিডিও'কে হুমকি দিয়ে মাওবাদী পোস্টার পুরুলিয়ায় - পুরুলিয়া মাওবাদী পোস্টার

লাল কালিতে 'মাওবাদী' লিখে হুমকির পোস্টার পড়েছে মানবাজারে (Maoist Posters Threatened BDO) ৷ পোস্টারে সরাসরি মানবাজার 1 ব্লকের বিডিও-কে হুমকি দেওয়া হয়েছে ৷

Maoist Posters
বিডিও কে হুমকি দিয়ে মাওবাদী পোস্টার পড়ল পুরুলিয়ায়
author img

By

Published : Jul 29, 2022, 11:16 AM IST

Updated : Jul 29, 2022, 11:55 AM IST

পুরুলিয়া, 29 জুলাই: পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় শুক্রবার সকালে দুটি পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল । লাল কালিতে লেখা ওই পোস্টারে 'মাওবাদী' কথাটির উল্লেখ্য রয়েছে (Maoist Posters Threatened BDO) । পাশাপাশি এই পোস্টারগুলিতে পুরুলিয়ার মানবাজার 1 ব্লকের বিডিও-কে উদ্দেশ্য করে বেশ কিছু হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

একসময় পুরুলিয়ার মানবাজার, বরাবাজার, বান্দোয়ান এই এলাকাগুলি মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল । এদিন উদ্ধার হওয়া পোস্টারে উল্লেখ রয়েছে একটি লজের কথা । পোস্টার একটিতে লেখা রয়েছে, "বিডিও মানবাজার 1, তুমি আর টুলা যে লজটা খুলেছ সেই কারণে আমরা ব্লকটি বন্ধ রাখলাম ৷ সারাজীবন যে খুলবে সেই আগে মরবে ৷ ইতি মাওবাদী ।" মানবাজার কলেজ রোড ও বিডিও অফিস রোড থেকে এদিন সকালে পুলিশ এই পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায় ।

আরও পড়ুন: ভাঙা বন্দুক নিয়ে মাওবাদী সাজলেই চাকরি পাকা ! মমতাকে তুলোধনা শুভেন্দুর

পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগণ বলেন, "এগুলো ফালতু পোস্টার । এখানে কোনও মাওবাদী নেই । কেউ ব্যক্তিগত আক্রোশে এই কাজ করে থাকতে পারে, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।" যাঁকে উদ্দেশ্য করে এই পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই মানবাজার 1 ব্লকের বিডিও মোনাজ কুমার পাহাড়ি বলেন, "এই বিষয়ে আমি তো কিছু বলতে পারব না, কে বা কারা কী উদ্দেশ্যে এই পোস্টার দিয়েছে জানি না ৷ তবে বিষয়টি পুলিশকে জানিয়েছি, পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে ।"

পুরুলিয়া, 29 জুলাই: পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় শুক্রবার সকালে দুটি পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল । লাল কালিতে লেখা ওই পোস্টারে 'মাওবাদী' কথাটির উল্লেখ্য রয়েছে (Maoist Posters Threatened BDO) । পাশাপাশি এই পোস্টারগুলিতে পুরুলিয়ার মানবাজার 1 ব্লকের বিডিও-কে উদ্দেশ্য করে বেশ কিছু হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

একসময় পুরুলিয়ার মানবাজার, বরাবাজার, বান্দোয়ান এই এলাকাগুলি মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল । এদিন উদ্ধার হওয়া পোস্টারে উল্লেখ রয়েছে একটি লজের কথা । পোস্টার একটিতে লেখা রয়েছে, "বিডিও মানবাজার 1, তুমি আর টুলা যে লজটা খুলেছ সেই কারণে আমরা ব্লকটি বন্ধ রাখলাম ৷ সারাজীবন যে খুলবে সেই আগে মরবে ৷ ইতি মাওবাদী ।" মানবাজার কলেজ রোড ও বিডিও অফিস রোড থেকে এদিন সকালে পুলিশ এই পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায় ।

আরও পড়ুন: ভাঙা বন্দুক নিয়ে মাওবাদী সাজলেই চাকরি পাকা ! মমতাকে তুলোধনা শুভেন্দুর

পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগণ বলেন, "এগুলো ফালতু পোস্টার । এখানে কোনও মাওবাদী নেই । কেউ ব্যক্তিগত আক্রোশে এই কাজ করে থাকতে পারে, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।" যাঁকে উদ্দেশ্য করে এই পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই মানবাজার 1 ব্লকের বিডিও মোনাজ কুমার পাহাড়ি বলেন, "এই বিষয়ে আমি তো কিছু বলতে পারব না, কে বা কারা কী উদ্দেশ্যে এই পোস্টার দিয়েছে জানি না ৷ তবে বিষয়টি পুলিশকে জানিয়েছি, পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে ।"

Last Updated : Jul 29, 2022, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.