ETV Bharat / state

কোরোনা আতঙ্ক : পুরুলিয়ার শতাব্দী প্রাচীন লহরিয়া মন্দিরে বাতিল রামনবমী ও চৈত্র মেলা

অযোধ্যা পাহাড়তলির শতাব্দী প্রাচীন মন্দির লহরিয়া ৷ প্রতি বছরই এখানে রামনবমী ও চৈত্র মেলা উপলক্ষে প্রচুর মানুষ ভিড় করে ৷ তাই কোরোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারে লকডাউনের সিদ্ধান্ত মেনে মন্দিরের রামনবমী ও চৈত্র মেলা এবার বাতিল করল মন্দির কর্তৃপক্ষ ৷

Temple
লহরিয়া মন্দির
author img

By

Published : Apr 2, 2020, 7:59 PM IST

পুরুলিয়া , 2 এপ্রিল : কোরোনা আতঙ্কে এবার বন্ধ হয়ে গেল বাঘমুণ্ডির অযোধ্যা পাহাড়তলির শতাব্দী প্রাচীন লহরিয়া মন্দিরের রামনবমী ও চৈত্র মেলা l প্রতি বছর সাড়ম্বরে পালিত হত চৈত্র মেলা ও রামনবমী উৎসব l এই মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটত l ঝাড়খন্ড থেকে পুণ্যার্থীরা ভিড় জমাতেন এই মন্দিরে l কিন্তু এবার কোরোনা সংক্রমণ রুখতে কেন্দ্র সরকারের লকডাউনের নির্দেশিকাকে সম্মান জানাতে বাতিল করা হল লহরিয়া মন্দিরের রামনবমী উৎসব ও চৈত্র মেলা l

জানা যায় , প্রতি বছর মেলা উপলক্ষে এই সময়ে লহরিয়া মন্দির ভক্তদের ভিড়ে ঠাসা থাকে l বাইরের রাজ্য থেকে এবং বাইরের জেলা থেকে অযোধ্যা পাহাড়ে আসা প্রচুর পর্যটকও ভিড় জমান এই মন্দিরে l এই উপলক্ষে গাজন উৎসবসহ নানা অনুষ্ঠানের আয়োজন হত l কিন্তু এবার কোরোনা আতঙ্কে বাতিল করা হয় পূজার্চনা ও সমস্ত অনুষ্ঠান l মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদেরও মন্দিরে আসা নিষিদ্ধ করে দেওয়া হয় ৷

লহরিয়া মন্দির কমিটির সদস্যরা বলেন , "এ বছর কোরোনার আতঙ্কে মন্দিরে রামনবমী উৎসব ও চৈত্র পরব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে l ভক্তরাও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন l"

পুরুলিয়া , 2 এপ্রিল : কোরোনা আতঙ্কে এবার বন্ধ হয়ে গেল বাঘমুণ্ডির অযোধ্যা পাহাড়তলির শতাব্দী প্রাচীন লহরিয়া মন্দিরের রামনবমী ও চৈত্র মেলা l প্রতি বছর সাড়ম্বরে পালিত হত চৈত্র মেলা ও রামনবমী উৎসব l এই মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটত l ঝাড়খন্ড থেকে পুণ্যার্থীরা ভিড় জমাতেন এই মন্দিরে l কিন্তু এবার কোরোনা সংক্রমণ রুখতে কেন্দ্র সরকারের লকডাউনের নির্দেশিকাকে সম্মান জানাতে বাতিল করা হল লহরিয়া মন্দিরের রামনবমী উৎসব ও চৈত্র মেলা l

জানা যায় , প্রতি বছর মেলা উপলক্ষে এই সময়ে লহরিয়া মন্দির ভক্তদের ভিড়ে ঠাসা থাকে l বাইরের রাজ্য থেকে এবং বাইরের জেলা থেকে অযোধ্যা পাহাড়ে আসা প্রচুর পর্যটকও ভিড় জমান এই মন্দিরে l এই উপলক্ষে গাজন উৎসবসহ নানা অনুষ্ঠানের আয়োজন হত l কিন্তু এবার কোরোনা আতঙ্কে বাতিল করা হয় পূজার্চনা ও সমস্ত অনুষ্ঠান l মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদেরও মন্দিরে আসা নিষিদ্ধ করে দেওয়া হয় ৷

লহরিয়া মন্দির কমিটির সদস্যরা বলেন , "এ বছর কোরোনার আতঙ্কে মন্দিরে রামনবমী উৎসব ও চৈত্র পরব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে l ভক্তরাও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন l"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.