রঘুনাথপুর, 27 মে : গ্রিন জ়োন পুরুলিয়াতে প্রথম কোরোনা সংক্রমিত এক পরিযায়ী শ্রমিক ৷ রঘুনাথপুর 1 ব্লক প্রশাসন সূত্রে খবর, 19 মে ওই শ্রমিক মহারাষ্ট্র থেকে ফিরেছেন ৷ তাঁর সোয়াব টেস্টে COVID-19 ধরা পড়ে ৷
পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর স্বাস্থ্য পরিকাঠামোর বিষয়ে চিন্তিত রাজ্য সরকার ৷ গতকাল নবান্ন থেকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ সেই উদ্বেগ বাড়িয়ে গ্রিন জ়োনে থাকা পুরুলিয়ায় রঘুনাথপুর 1 ব্লকের এক পরিযায়ী শ্রমিক কোরোনা আক্রান্ত ৷ 19মে মহারাষ্ট্র থেকে ওই শ্রমিক রাজ্যে ফেরেন ৷ তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ গতকাল রাতে সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ ব্লক প্রশাসন সূত্রে খবর, কোরোনা সংক্রমিত শ্রমিককে দুর্গাপুরের সনকা COVID-19 হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে কোয়ারানটিনে রাখা হয়েছে ৷
জেলা প্রশাসন সূত্রে খবর, লকডাউনের মধ্যে 35 হাজারের বেশি পরিযায়ী শ্রমিক পুরুলিয়ায় ফিরেছেন ৷ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন 29 জন ৷ কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 369 জন এবং হোম কোয়ারানটিনে রয়েছেন 29,209 জন ৷ গতকাল পর্যন্ত 37,111 জনের 14 দিন হোম কোয়ারানটিন শেষ হয়েছে ৷ ইতিমধ্যে জেলা থেকে 8,735 জনের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেলে ৷