ETV Bharat / state

বিজ্ঞান কেন্দ্র-সহ শহরের পর্যটনস্থান স্যানিটাইজ়েশন, পুরুলিয়ায় পাশে দমকল বিভাগ

author img

By

Published : May 9, 2020, 7:54 PM IST

পুরুলিয়া শহরে স্থিত জেলা বিজ্ঞান কেন্দ্র , সুভাষ উদ্যান , শিকারা পয়েন্ট , শহর লাগোয়া সুরুলিয়া মিনি জ়ু প্রভৃতি পর্যটন স্থানগুলিতে সারা বছরই বহু মানুষ ভিড় জমান ৷ আপাতত লকডাউনের কারণে এই সমস্ত পর্যটন স্থানগুলি বন্ধ রয়েছে ৷ লকডাউনে শেষ হলেই আবার এই স্থানগুলিতে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরা ভিড় করবেন ৷ সুরক্ষার কথা ভেবেই এই স্থানগুলি স্যানিটাইজ় করা শুরু করল দমকল বিভাগ ৷

Purulia
পুরুলিয়া

পুরুলিয়া , 9 মে : পুরুলিয়া শহরের পর্যটনস্থানগুলি স্যানিটাইজ়েশন করার কাজ শুরু করল দমকল বিভাগ ৷ আজ জেলা বিজ্ঞান কেন্দ্র, সুভাষ উদ্যান, শিকারা পয়েন্ট সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান স্যানিটাইজ়েশন করার কাজ শুরু হল ৷ আগামী দিনে জেলার সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিও স্যানিটাইজ়েশন করা হবে বলে জানালেন দমকল বিভাগের কর্মীরা ৷

পুরুলিয়া শহরে স্থিত জেলা বিজ্ঞান কেন্দ্র , সুভাষ উদ্যান , শিকারা পয়েন্ট , শহর লাগোয়া সুরুলিয়া মিনি জ়ু প্রভৃতি পর্যটন স্থানগুলিতে সারা বছরই বহু মানুষ ভিড় জমান ৷ আপাতত লকডাউনের কারণে এই সমস্ত পর্যটন স্থানগুলি বন্ধ রয়েছে ৷ লকডাউনে শেষ হলেই আবার এই সমস্ত দর্শনীয় স্থান ও পর্যটন স্থানগুলিতে সাধারণ মানুষেরা ভিড় করবেন ৷ তেমনি লকডাউনের কারণে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ তাই ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান কেন্দ্রে আসতে পারছে না ৷

লকডাউন ওঠার সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে গেলেই তাঁরা আবার ভিড় করবে এই বিজ্ঞান কেন্দ্রে ৷ তাই তার আগে সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে দমকল বিভাগের উদ্যোগে এই সমস্ত স্থানগুলি স্যানিটাইজ়েশন করার কাজ শুরু হল ৷

জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান , "বর্তমানে লকডাউনের কারণে বন্ধ রয়েছে জেলা বিজ্ঞান কেন্দ্র ৷ তবে সারা বছরই এই স্থানে ছাত্র-ছাত্রী ও পর্যটকেরা এখানে এসে থাকেন ৷ তাই সকলের সুরক্ষার কথা ভেবে দমকল বিভাগের উদ্যোগে বিজ্ঞান কেন্দ্র আজ স্যানিটাইজ়েশন করা হল ৷ একইসঙ্গে ইনোভেশন হাব ও এই স্থানে মজুত সমস্ত জিনিসপত্রও স্যানিটাইজ়ড করা হয় ৷"

পুরুলিয়া , 9 মে : পুরুলিয়া শহরের পর্যটনস্থানগুলি স্যানিটাইজ়েশন করার কাজ শুরু করল দমকল বিভাগ ৷ আজ জেলা বিজ্ঞান কেন্দ্র, সুভাষ উদ্যান, শিকারা পয়েন্ট সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান স্যানিটাইজ়েশন করার কাজ শুরু হল ৷ আগামী দিনে জেলার সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিও স্যানিটাইজ়েশন করা হবে বলে জানালেন দমকল বিভাগের কর্মীরা ৷

পুরুলিয়া শহরে স্থিত জেলা বিজ্ঞান কেন্দ্র , সুভাষ উদ্যান , শিকারা পয়েন্ট , শহর লাগোয়া সুরুলিয়া মিনি জ়ু প্রভৃতি পর্যটন স্থানগুলিতে সারা বছরই বহু মানুষ ভিড় জমান ৷ আপাতত লকডাউনের কারণে এই সমস্ত পর্যটন স্থানগুলি বন্ধ রয়েছে ৷ লকডাউনে শেষ হলেই আবার এই সমস্ত দর্শনীয় স্থান ও পর্যটন স্থানগুলিতে সাধারণ মানুষেরা ভিড় করবেন ৷ তেমনি লকডাউনের কারণে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ তাই ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান কেন্দ্রে আসতে পারছে না ৷

লকডাউন ওঠার সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে গেলেই তাঁরা আবার ভিড় করবে এই বিজ্ঞান কেন্দ্রে ৷ তাই তার আগে সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে দমকল বিভাগের উদ্যোগে এই সমস্ত স্থানগুলি স্যানিটাইজ়েশন করার কাজ শুরু হল ৷

জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান , "বর্তমানে লকডাউনের কারণে বন্ধ রয়েছে জেলা বিজ্ঞান কেন্দ্র ৷ তবে সারা বছরই এই স্থানে ছাত্র-ছাত্রী ও পর্যটকেরা এখানে এসে থাকেন ৷ তাই সকলের সুরক্ষার কথা ভেবে দমকল বিভাগের উদ্যোগে বিজ্ঞান কেন্দ্র আজ স্যানিটাইজ়েশন করা হল ৷ একইসঙ্গে ইনোভেশন হাব ও এই স্থানে মজুত সমস্ত জিনিসপত্রও স্যানিটাইজ়ড করা হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.