পুরুলিয়া, 15 এপ্রিল : লকডাউনের মধ্যে আবারও বুনো হাতির তাণ্ডব । আতঙ্কে ঘুম ছুটেছে বাঘমুণ্ডি এলাকার মানুষের । বিগত বেশ কয়েকদিন ধরে 7-8টি হাতির একটি দল বাঘমুণ্ডির লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে । বন বিভাগ ও হুলা পার্টিও নাজেহাল হয়ে পড়ে হাতির দলের তাণ্ডব রুখতে ।
আজ ভোর রাতে বুনো হাতির একটি দল বাঘমুণ্ডির লোকালয়ে ঢুকে পড়ে । গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে ছুটোছুটি করতে থাকেন । খবর দেওয়া হয় বন বিভাগে । সকাল হতেই জঙ্গলে গা ঢাকা দেয় হাতির দলটি । বন বিভাগ সূত্রে খবর, বুনো হাতির ওই দলটি খাবারের সন্ধানেই লোকালয়ে এসেছিল । তবে গ্রামবাসীরা সজাগ থাকায় ক্ষয়ক্ষতি হয়নি । এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে । গ্রামে হাতি ঢুকলেই বন বিভাগে খবর দিতে বলা হয়েছে । বন কর্মী ও হুলাপার্টিও নজরদারি চালাচ্ছে এলাকায় ।
এর আগে শনিবার (11 এপ্রিল) ভোর রাতে হাতির একটি দল বাঘমুণ্ডি এলাকার পাহাড় সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়ে । গুঁড়িয়ে দেয় বেশ কয়েকটি কাঁচা বাড়ি । বাড়িতে মজুত থাকা ধান খেয়ে নেয় । নষ্ট করে কয়েক বিঘা সবজি । বন বিভাগের কর্মীরা হুলা পার্টিকে সঙ্গে নিয়ে দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালায় ।
পরের দিন ( 12 এপ্রিল) অর্থাৎ রবিবার ঝালদা বনাচঞ্চলের কুটিডি গ্রামে দলছুট হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে । ফলে একদিকে কোরোনার আতঙ্ক, লকডাউন । অন্যদিকে হাতির হানায় ঘুম ছুটেছে বাঘমুণ্ডি ও ঝালদা এলাকার বাসিন্দাদের ।