ETV Bharat / state

Witch Allegation: পুরুলিয়ায় ডাইনি অপবাদে প্রাণে মারার হুমকি, গ্রেফতার 1 - Witch Allegation

ডাইনি অপবাদ দিয়ে ঘরছাড়া করার অভিযোগ উঠল এক ব্য়ক্তির নামে (Threats witches in purulia) ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের খেজুরিডাঙায় ৷ এই ঘটনায় ফেরার রয়েছে আরও একজন। পুলিশ তার সন্ধান করছে ৷

Threats witches for slander
পুরুলিয়ায় ডাইনি অপবাদ
author img

By

Published : Mar 29, 2022, 3:51 PM IST

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: প্রায় 5 বছর আগে ডাইনি অপবাদে ঘরছাড়া হতে হয়েছিল একটি পরিবারকে। এমনকি ডাইনি অপবাদের জন্য গয়া গিয়ে করতে হয়েছিল মাথা মুণ্ডন। এরপর আবার তাঁদের উপর নির্যাতন করে বাড়িছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে বলে পুরুলিয়া সদর থানার পুলিশের দ্বারস্থ হলেন পুরুলিয়া শহরের খেজুরিডাঙার একটি পরিবার (Threats witches in purulia)।

পুরুলিয়া পৌরসভা এলাকার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রঞ্জিত মোদক। বছর পাঁচেক আগে তাঁর মাকে দেওয়া হয়েছিল ডাইনি অপবাদ। তখন বিষয়টি মিটে গেলেও এখন রঞ্জিত মোদকের স্ত্রীকে ডাইনি অপবাদ দিয়ে তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ ৷ এমনকি রঞ্জিত মোদকের স্ত্রীর গায়ে অ্যাসিড পর্যন্ত ছুড়ে মারা হয়েছে বলে অভিযোগ । এরপর নির্যাতনের অভিযোগে পুরুলিয়া সদর থানার পুলিশ গ্রেফতার করেছে বাণেশ্বর রাজোয়াড় নামে এক প্রতিবেশীকে। ফেরার রয়েছে বাণেশ্বরের দাদা প্রদীপ রাজোয়াড়। পুলিশ তার সন্ধান করছে ৷ কিন্তু তারপরেও ভয়ে রয়েছে নির্যাতিত পরিবারটি ৷

আরও পড়ুন : ডাইনি অপবাদ দিয়ে সালিশি সভায় মারধর, আতঙ্কে ঘরছাড়া ডেবরার পরিবার

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গিয়ে তাঁদের আশ্বস্ত করে এসেছেন পুরুলিয়া জেলার বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায়, পুরুলিয়া পৌরসভার পৌর প্রশাসক নবেন্দু মাহালি ও পুরুলিয়া সদর থানার পুলিশ। নির্যাতিত পরিবারটির সুরক্ষার জন্য চারজন সিভিক কর্মী মোতায়েন করা হয়েছে। সময়ে সময়ে যাচ্ছে পুলিশ ভ্যান। কিন্তু পুরুলিয়া শহরের বুকে এ ধরনের ঘটনা তুলে দিয়েছে অনেকগুলি প্রশ্ন। তাহলে কি সচেতনতার অভাব রয়ে গিয়েছে শহরেও।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে নয়ন মুখোপাধ্যায় জানান, "শিক্ষার অভাব রয়ে গিয়েছে, একই সঙ্গে সরকারি ভাবে প্রচারের ঘাটতি রয়েছে। সমাজকল্যাণ দফতর সেই অর্থে সচেষ্ট নয়।" এ বিষয়ে পুরুলিয়ার সদর মহকুমা শাসক বিমলেন্দু দাস বলেন, "হ্যাঁ ঘটনার কথা শুনেছি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে । আমরা জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের মাধ্যমে প্রচার অভিযান করব।"

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: প্রায় 5 বছর আগে ডাইনি অপবাদে ঘরছাড়া হতে হয়েছিল একটি পরিবারকে। এমনকি ডাইনি অপবাদের জন্য গয়া গিয়ে করতে হয়েছিল মাথা মুণ্ডন। এরপর আবার তাঁদের উপর নির্যাতন করে বাড়িছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে বলে পুরুলিয়া সদর থানার পুলিশের দ্বারস্থ হলেন পুরুলিয়া শহরের খেজুরিডাঙার একটি পরিবার (Threats witches in purulia)।

পুরুলিয়া পৌরসভা এলাকার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রঞ্জিত মোদক। বছর পাঁচেক আগে তাঁর মাকে দেওয়া হয়েছিল ডাইনি অপবাদ। তখন বিষয়টি মিটে গেলেও এখন রঞ্জিত মোদকের স্ত্রীকে ডাইনি অপবাদ দিয়ে তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ ৷ এমনকি রঞ্জিত মোদকের স্ত্রীর গায়ে অ্যাসিড পর্যন্ত ছুড়ে মারা হয়েছে বলে অভিযোগ । এরপর নির্যাতনের অভিযোগে পুরুলিয়া সদর থানার পুলিশ গ্রেফতার করেছে বাণেশ্বর রাজোয়াড় নামে এক প্রতিবেশীকে। ফেরার রয়েছে বাণেশ্বরের দাদা প্রদীপ রাজোয়াড়। পুলিশ তার সন্ধান করছে ৷ কিন্তু তারপরেও ভয়ে রয়েছে নির্যাতিত পরিবারটি ৷

আরও পড়ুন : ডাইনি অপবাদ দিয়ে সালিশি সভায় মারধর, আতঙ্কে ঘরছাড়া ডেবরার পরিবার

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গিয়ে তাঁদের আশ্বস্ত করে এসেছেন পুরুলিয়া জেলার বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায়, পুরুলিয়া পৌরসভার পৌর প্রশাসক নবেন্দু মাহালি ও পুরুলিয়া সদর থানার পুলিশ। নির্যাতিত পরিবারটির সুরক্ষার জন্য চারজন সিভিক কর্মী মোতায়েন করা হয়েছে। সময়ে সময়ে যাচ্ছে পুলিশ ভ্যান। কিন্তু পুরুলিয়া শহরের বুকে এ ধরনের ঘটনা তুলে দিয়েছে অনেকগুলি প্রশ্ন। তাহলে কি সচেতনতার অভাব রয়ে গিয়েছে শহরেও।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে নয়ন মুখোপাধ্যায় জানান, "শিক্ষার অভাব রয়ে গিয়েছে, একই সঙ্গে সরকারি ভাবে প্রচারের ঘাটতি রয়েছে। সমাজকল্যাণ দফতর সেই অর্থে সচেষ্ট নয়।" এ বিষয়ে পুরুলিয়ার সদর মহকুমা শাসক বিমলেন্দু দাস বলেন, "হ্যাঁ ঘটনার কথা শুনেছি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে । আমরা জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের মাধ্যমে প্রচার অভিযান করব।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.