পুরুলিয়া, 30 মার্চ: ভেলোরে চিকিৎসা করাতে গিয়ে লকডাউনে আটকে ভিডিয়ো বার্তা পুরুলিয়ার দম্পতির ৷ মুখ্যমন্ত্রী ও পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে বাড়ি ফেরার আর্জি জানান তাঁরা ৷ তাঁদের সঙ্গে রয়েছেন বৃদ্ধা ৷
পুরুলিয়া জেলার সাঁতুড়ি থানার মুরাডি অঞ্চলের দম্পতি বিগত 14 মার্চ ভেলোরে চিকিৎসা করাতে যান ৷ 24 মার্চ চিকিৎসা শেষ হয়৷ কিন্তু লকডাউনের জেরে গত 6 দিন ধরে আটকে তাঁরা৷
এদিন ভিডিয়ো বার্তায় ওই গৃহবধূ পম্পা মুখার্জী জানান, "আপৎকালীন সময়ে ভেলোরে চিকিৎসা করাতে এসে লকডাউনে আটকে পড়ায় চরম সমস্যায় পড়েছি৷ 14 মার্চ থেকে 16 দিন ধরে ভেলোরে আছি ৷ 24 মার্চ চিকিৎসা শেষ হয়ে গেলেও বাড়ি ফেরার উপায় নেই৷ খাবারদাবারের পর্যাপ্ত টাকা-পয়সাও নেই ৷ গুনতে হচ্ছে লজ ভাড়াও ৷ শীঘ্র ব্যবস্থা না নেওয়া হলে রাস্তায় নামতে হবে ৷ এই চরম সমস্যার মুখে মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা৷"
ইতিমধ্যে ভিডিও বার্তাও পৌঁছে গিয়েছে সাঁতুড়ি ব্লকের BDO এবং পুলিশ আধিকারিকের কাছে ৷ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাঁতুড়ির BDO পীয়ূষ সোলাঙ্কি ৷