ETV Bharat / state

বাঘমুন্ডিতে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার - মৃতদেহ

বাঘমুন্ডিতে পিসির বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয়ে যায় বছর আটেকের অম্বুজ ৷ পরে গ্রামের কাছে একটি নির্মীয়মান মোবাইল টাওয়ারের গর্তে তার মৃতদেহ পাওয়া যায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ ৷

অম্বুজ সিং মুড়া
অম্বুজ সিং মুড়া
author img

By

Published : Dec 3, 2019, 11:06 AM IST

পুরুলিয়া, 3 ডিসেম্বর : তিনদিন স্কুল ছুটি ৷ বায়না পিসির বাড়ি নিয়ে যেতে হবে ৷ তাই শনিবার এক আত্মীয়র সঙ্গে বছর আটেকের অম্বুজকে পিসির বাড়ি পাঠিয়ে দেন তার বাবা-মা ৷ রবিবার বিকেলে একাই খেলতে বেরিয়েছিল সে ৷ তারপর থেকে নিখোঁজ ৷ সারা রাত খোঁজার পরও না পেয়ে বাধ্য হয়ে গতকাল সকালে থানায় নিখোঁজ ডায়েরি করে অম্বুজের পিসির বাড়ির লোকজন ৷ গতকাল বিকেলে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার রেলা গ্রামের কাছে এক বিপজ্জনক নির্মীয়মান মোবাইল টাওয়ারের গর্তে তার মৃতদেহ পাওয়া যায় ৷

অম্বুজ সিং মুড়া (8)-র বাড়ি ঝাড়খণ্ডের আন্ডা গ্রামে ৷ একটি আদিবাসী আবাসিক স্কুলে পড়তো সে ৷ স্কুল ছুটি থাকায় পিসির বাড়ি বেড়াতে আসা ৷ রবিবার বিকেল থেকে নিখোঁজ অম্বুজের খোঁজ শুরু করে বাঘমুন্ডি থানার পুলিশ ৷
তদন্তের পরই জানা যায়, অম্বুজের দেহটি গ্রামের কাছে নির্মীয়মান মোবাইল টাওয়ারের গর্তের মধ্যে পড়ে রয়েছে ৷ দেহটি উদ্ধার করে প্রথমে বাঘমুন্ডি থানায় নিয়ে আসা হয় ৷ পরে পুরুলিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ৷ খুন না কি অন্য কোনওভাবে মারা গেছে অম্বুজ, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুরুলিয়া, 3 ডিসেম্বর : তিনদিন স্কুল ছুটি ৷ বায়না পিসির বাড়ি নিয়ে যেতে হবে ৷ তাই শনিবার এক আত্মীয়র সঙ্গে বছর আটেকের অম্বুজকে পিসির বাড়ি পাঠিয়ে দেন তার বাবা-মা ৷ রবিবার বিকেলে একাই খেলতে বেরিয়েছিল সে ৷ তারপর থেকে নিখোঁজ ৷ সারা রাত খোঁজার পরও না পেয়ে বাধ্য হয়ে গতকাল সকালে থানায় নিখোঁজ ডায়েরি করে অম্বুজের পিসির বাড়ির লোকজন ৷ গতকাল বিকেলে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার রেলা গ্রামের কাছে এক বিপজ্জনক নির্মীয়মান মোবাইল টাওয়ারের গর্তে তার মৃতদেহ পাওয়া যায় ৷

অম্বুজ সিং মুড়া (8)-র বাড়ি ঝাড়খণ্ডের আন্ডা গ্রামে ৷ একটি আদিবাসী আবাসিক স্কুলে পড়তো সে ৷ স্কুল ছুটি থাকায় পিসির বাড়ি বেড়াতে আসা ৷ রবিবার বিকেল থেকে নিখোঁজ অম্বুজের খোঁজ শুরু করে বাঘমুন্ডি থানার পুলিশ ৷
তদন্তের পরই জানা যায়, অম্বুজের দেহটি গ্রামের কাছে নির্মীয়মান মোবাইল টাওয়ারের গর্তের মধ্যে পড়ে রয়েছে ৷ দেহটি উদ্ধার করে প্রথমে বাঘমুন্ডি থানায় নিয়ে আসা হয় ৷ পরে পুরুলিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ৷ খুন না কি অন্য কোনওভাবে মারা গেছে অম্বুজ, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:পুরুলিয়া : পিসির বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া নাবালক শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় l আজ বিকেলে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার রেলা গ্রামের অদূরে এক বিপজ্জনক নির্মীয়মান মোবাইল টাওয়ারের গর্তে তার মৃতদেহ উদ্ধার হয় l শিশুটির নাম অম্বুজ সিং মুড়া (8) l তার বাড়িতে ঝাড়খন্ডের আন্ডা গ্রামে l খুন নাকি অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে ঘটনার পেছনে তার তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ lBody:জানা যায়, এক আদিবাসী আবাসিক স্কুলে পড়তো অম্বুজ l তিনদিন স্কুল ছুটি থাকায় সে তার এক আত্মীয়ের সাথে শনিবার বাঘমুন্ডির রেলা গ্রামে পিসির বাড়ি বেড়াতে আসে সে l পরের দিন অর্থাৎ গতকাল সন্ধ্যায় হঠাৎ সে নিখোঁজ হয়ে যায় l আত্মীয় স্বজনেরা সারারাত এদিকে সেদিক খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পাননি l ফলে আজ সকালে স্থানীয় বাঘমুন্ডি থানায় নিখোঁজ ডায়ারি করে তার পিসির বাড়ির লোকজন l এরপরই নিখোঁজ নাবালকের সন্ধানে তদন্ত শুরু করলে আজ বিকেলে রেলা গ্রামেরই অদূরে নির্মীয়মান মোবাইল টাওয়ারের গর্তের মধ্যে তার দেহ উদ্ধার করে পুলিশ l ঘটনায় শোকের ছায়া নেমে পড়ে মৃতের পরিবারে l এরপরই তার দেহটি উদ্ধার করে প্রথমে থানায় ও পরে পুরুলিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বাঘমুন্ডি থানার পুলিশ l ঘটনার তদন্ত শুরু হয়েছে lConclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.