ETV Bharat / state

NASA যাচ্ছে পুরুলিয়ার ছাত্রী - Purulia

অভিনন্দা আগামীদিনে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় ৷ এছাড়া দেশের জন্য কিছু করার স্বপ্নও রয়েছে তার ৷ প্রিয় বিষয় পদার্থবিদ্যা ৷

NASA যাচ্ছে পুরুলিয়ার ছাত্রী
author img

By

Published : Aug 17, 2019, 10:17 PM IST

Updated : Aug 20, 2019, 2:17 PM IST

পুরুলিয়া, 17 অগাস্ট : 18 লাখ পড়ুয়াকে পিছনে ফেলে দেশের একমাত্র ছাত্রী হিসেবে NASA যাওয়ার সুযোগ পেলেন পুরুলিয়ার অভিনন্দা ঘোষ ৷ এছাড়া রাজস্থানের কোটার এক ছাত্রও এই ডাক পেয়েছে ৷ ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডের একটি প্রতিযোগিতায় বিজয়ী হয় পুরুলিয়ার অভিনন্দা ৷ সেই সুবাদেই ওই সংস্থা NASA নিয়ে যাচ্ছে অভিনন্দা ৷

purulia student
পরিবারের সঙ্গে অভনন্দা

অভিনন্দা একটি ইংরাজি মাধ্যম স্কুলের ক্লাস নাইনের ছাত্রী ৷ বাবা-মা দু'জনেই শিক্ষক ৷ ক্লাস ফোর থেকে সে ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডের প্রতিযোগিতায় সাফল্য পেয়ে আসছে ৷ ফি বছর এই সংস্থার তৃতীয় স্তরের প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পায় অভিনন্দা ৷ 15 অগাস্ট এই প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয় ৷ অভিনন্দা আগামীদিনে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় ৷ এছাড়া দেশের জন্য কিছু করার স্বপ্নও রয়েছে তার ৷ প্রিয় বিষয় পদার্থবিদ্যা ৷ নৃত্যের তালিমও নেয় সে ৷ তার এই সাফল্যের পিছনে বাবা-মা ও দিদা ছাড়াও স্কুল শিক্ষক সন্দীপচন্দ্র দাসের অবদানের কথা জানিয়েছে অভিনন্দা ৷

দেখুন ভিডিয়োয়

অভিনন্দার মা সুস্মিতা রায়চৌধুরি বলেন, "মেয়ের সাফল্যে আমরা গর্বিত৷ ছোটো থেকেই অভিনন্দা খুবই পরিশ্রমী ৷ ভবিষ্যতে সে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় ৷ আমরা তার স্বপ্নপূরণে সবরকম চেষ্টা চালিয়ে যাব ৷"

NASA
আগামীদিনে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় অভিনন্দা

পুরুলিয়া, 17 অগাস্ট : 18 লাখ পড়ুয়াকে পিছনে ফেলে দেশের একমাত্র ছাত্রী হিসেবে NASA যাওয়ার সুযোগ পেলেন পুরুলিয়ার অভিনন্দা ঘোষ ৷ এছাড়া রাজস্থানের কোটার এক ছাত্রও এই ডাক পেয়েছে ৷ ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডের একটি প্রতিযোগিতায় বিজয়ী হয় পুরুলিয়ার অভিনন্দা ৷ সেই সুবাদেই ওই সংস্থা NASA নিয়ে যাচ্ছে অভিনন্দা ৷

purulia student
পরিবারের সঙ্গে অভনন্দা

অভিনন্দা একটি ইংরাজি মাধ্যম স্কুলের ক্লাস নাইনের ছাত্রী ৷ বাবা-মা দু'জনেই শিক্ষক ৷ ক্লাস ফোর থেকে সে ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডের প্রতিযোগিতায় সাফল্য পেয়ে আসছে ৷ ফি বছর এই সংস্থার তৃতীয় স্তরের প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পায় অভিনন্দা ৷ 15 অগাস্ট এই প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয় ৷ অভিনন্দা আগামীদিনে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় ৷ এছাড়া দেশের জন্য কিছু করার স্বপ্নও রয়েছে তার ৷ প্রিয় বিষয় পদার্থবিদ্যা ৷ নৃত্যের তালিমও নেয় সে ৷ তার এই সাফল্যের পিছনে বাবা-মা ও দিদা ছাড়াও স্কুল শিক্ষক সন্দীপচন্দ্র দাসের অবদানের কথা জানিয়েছে অভিনন্দা ৷

দেখুন ভিডিয়োয়

অভিনন্দার মা সুস্মিতা রায়চৌধুরি বলেন, "মেয়ের সাফল্যে আমরা গর্বিত৷ ছোটো থেকেই অভিনন্দা খুবই পরিশ্রমী ৷ ভবিষ্যতে সে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় ৷ আমরা তার স্বপ্নপূরণে সবরকম চেষ্টা চালিয়ে যাব ৷"

NASA
আগামীদিনে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় অভিনন্দা
Intro:পুরুলিয়া : 18 লক্ষ পড়ুয়াকে পিছনে ফেলে দেশের এক মাত্র ছাত্রী হিসেবে নাসায় যাচ্ছে পুরুলিয়ার অভিনন্দা ঘোষ l মেধা অন্বেষণকারি একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে এই সুযোগ পেল অভিনন্দা। পুরুলিয়া শহরের বাসিন্দা এবং একটি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রীর এই সাফল্যে খুশির হাওয়া পুরুলিয়ায়। তার পরিবারের দাবি ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড এর তৃতীয় স্তরের প্রতিযোগিতায় সারা বিশ্বের ১৮ লক্ষ প্রতিযোগীর মধ্যে বিজয়ী হয় সে। এটা ঘোষণা হয় ১৫ আগষ্ট। সেই সুবাদে ওই সংস্থা নাসা নিয়ে যাচ্ছে। অভিনন্দন আর শুভেচ্ছায় ব্যস্ততা বাড়িয়ে তুলছে তার বাড়ির সদস্যদের। এছাড়াও রাজস্থানের কোটা থেকে ছাত্রও নাসায় যাওয়ার ডাক পেয়েছে বলে খবর l Body:চতুর্থ শ্রেণি থেকে অভিনন্দা এই মেধা পরীক্ষায় সাফল্য পেয়ে আসছে। এই বার তৃতীয় স্তর সাফল্যের সঙ্গে অতিক্রম করল সে। মহাকাশ বিজ্ঞান নিয়ে আগামী দিনে পড়তে চাই সে। এছাড়া দেশের জন্য কিছু করার স্বপ্ন রয়েছে তার। তার প্রিয় বিষয় পদার্থ বিদ্যা। ওড়িশী নৃত্যের তালিম নিতে ওড়িশায় যায় সে। মা সুস্মিতা রায়চৌধুরী, পেশায় স্কুল শিক্ষিকা l তিনি জানান, "মেয়ের সাফল্যে আমরা গর্বিত l ছোট থেকেই খুবই পরিশ্রমী সে l ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় সে l আমরা তাঁর স্বপ্ন পূরণে সবরকম চেষ্টা চালিয়ে যাবো l বাবা সজল ঘোষ, শিক্ষক। দিদা প্রাক্তন শিক্ষিকা। কাজেই শিক্ষার আঙিনায় বেড়ে উঠছে সোহা। তার এই সাফল্যের পিছনে বাড়ির আপন তিন জন ছাড়াও স্কুল শিক্ষক সন্দীপ চন্দ্র দাসের রয়েছে বলে জানাল চতুর্দ্বশীর সোহা।Conclusion:পুরুলিয়া l
Last Updated : Aug 20, 2019, 2:17 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.