ETV Bharat / state

আবার পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত 9 পরিযায়ী শ্রমিক, রিপোর্ট নিয়ে রহস্য

মহারাষ্ট্র থেকে আসা 9 জন পরিযায়ী শ্রমিককের কোরোনা পজিটিভ ধরা পড়েছে l সম্প্রতি মহারাষ্ট্র থেকে পুরুলিয়ায় ফিরেছিলেন তাঁরা l এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিযায়ী শ্রমিকদের লালরসের নমুনা সংগ্রহ করে প্রথমে দুর্গাপুর সনকা কোরোনা হাসপাতালে পাঠানো হয় l রিপোর্ট আসতে দেরি হওয়ায় ওই ব্যক্তিদের নমুনা আবার সংগ্রহ করে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে l মেদিনীপুর থেকে রিপোর্ট নেগেটিভ আসলেও দুর্গাপুর সনকা কোরোনা হাসপাতালের রিপোর্টে কোরোনা সংক্রমণ ধরা পড়ে ।

corona in purulia
পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত
author img

By

Published : Jun 3, 2020, 12:12 AM IST

পুরুলিয়া, 2 জুন : সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল দু'জায়গায় ।দু'জায়গা থেকে দু রকম রিপোর্ট এলো । এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়ায় । দুর্গাপুর সনকা কোরোনা হাসপাতাল থেকে পাঠানো পরীক্ষার রিপোর্টে পুরুলিয়ায় 9 জন পরিযায়ী শ্রমিককের কোরোনা পজিটিভ ধরা পড়েছে । মহারাষ্ট্র থেকে আসা 9 জন পরিযায়ী শ্রমিককের কোরোনা পজিটিভ ধরা পড়েছে l সম্প্রতি মহারাষ্ট্র থেকে পুরুলিয়ায় ফিরেছিলেন তাঁরা l এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিযায়ী শ্রমিকদের লালরসের নমুনা সংগ্রহ করে প্রথমে দুর্গাপুর সনকা কোরোনা হাসপাতালে পাঠানো হয় l রিপোর্ট আসতে দেরি হওয়ায় ওই ব্যক্তিদের নমুনা আবার সংগ্রহ করে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে l মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই 9 জন পরিযায়ী শ্রমিকের কোরোনা নেগেটিভ রিপোর্ট দেয় কয়েকদিন আগে l এরপরই আজ দুর্গাপুর সনকা কোরোনা হাসপাতাল থেকে ওই 9 জন শ্রমিকের কোরোনা পজিটিভ রিপোর্ট আসে l এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশাসনিক মহলে l ঘটনাকে ঘিরে দেখা দিয়েছে রহস্য l জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি l


জানা যায়, এর আগে 26 মে রঘুনাথপুর ও বলরামপুর ব্লক এলাকায় 2 জন ব্যক্তির মধ্যে কোরোনা সংক্রমণ দেখা দেয় l এরপর 30 মে পুরুলিয়া 2 নম্বর ব্লক এলাকার বাসিন্দা মহারাষ্ট্র ফেরত 6 জন ব্যক্তি কোরোনায় আক্রান্ত হন l আজ আবার পুরুলিয়া 1 নম্বর ব্লক এলাকার 2 জন মহারাষ্ট্র ফেরত ব্যক্তির মধ্যে কোরোনা সংক্রমণ দেখা দেয় l এরপরই আজ সন্ধ্যায় জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরুলিয়া জেলার আরও 9 জন বাসিন্দা কোরোনা আক্রান্ত l আক্রান্তরা সকলেই সম্প্রতি মহারাষ্ট্র থেকে জেলায় ফিরেছেন বলে খবর l

তবে নতুন এই 9 জন পরিযায়ী শ্রমিকের কোরোনা আক্রান্ত ঘিরে রহস্য দানা বেঁধেছে l জেলা প্রশাসন সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তিরা জেলায় ফিরতেই তাদের হোম কোয়ারানটিনে রাখা হয় l এরপরই তাদের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় দুর্গাপুরের সনকা কোরোনা হাসপাতালে l সেখানে রিপোর্ট দিতে দেরি করায় ওই 9 জন পরিযায়ী শ্রমিকের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে l সেখানে তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে l কিন্তু আজ আবার দুর্গাপুর কোরোনা হাসপাতাল থেকে ওই 9 জন পরিযায়ী শ্রমিকের কোরোনা আক্রান্তের পজিটিভ রিপোর্ট আসে l এই খবর জেলায় পৌঁছাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে l

পুরুলিয়া, 2 জুন : সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল দু'জায়গায় ।দু'জায়গা থেকে দু রকম রিপোর্ট এলো । এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়ায় । দুর্গাপুর সনকা কোরোনা হাসপাতাল থেকে পাঠানো পরীক্ষার রিপোর্টে পুরুলিয়ায় 9 জন পরিযায়ী শ্রমিককের কোরোনা পজিটিভ ধরা পড়েছে । মহারাষ্ট্র থেকে আসা 9 জন পরিযায়ী শ্রমিককের কোরোনা পজিটিভ ধরা পড়েছে l সম্প্রতি মহারাষ্ট্র থেকে পুরুলিয়ায় ফিরেছিলেন তাঁরা l এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিযায়ী শ্রমিকদের লালরসের নমুনা সংগ্রহ করে প্রথমে দুর্গাপুর সনকা কোরোনা হাসপাতালে পাঠানো হয় l রিপোর্ট আসতে দেরি হওয়ায় ওই ব্যক্তিদের নমুনা আবার সংগ্রহ করে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে l মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই 9 জন পরিযায়ী শ্রমিকের কোরোনা নেগেটিভ রিপোর্ট দেয় কয়েকদিন আগে l এরপরই আজ দুর্গাপুর সনকা কোরোনা হাসপাতাল থেকে ওই 9 জন শ্রমিকের কোরোনা পজিটিভ রিপোর্ট আসে l এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশাসনিক মহলে l ঘটনাকে ঘিরে দেখা দিয়েছে রহস্য l জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি l


জানা যায়, এর আগে 26 মে রঘুনাথপুর ও বলরামপুর ব্লক এলাকায় 2 জন ব্যক্তির মধ্যে কোরোনা সংক্রমণ দেখা দেয় l এরপর 30 মে পুরুলিয়া 2 নম্বর ব্লক এলাকার বাসিন্দা মহারাষ্ট্র ফেরত 6 জন ব্যক্তি কোরোনায় আক্রান্ত হন l আজ আবার পুরুলিয়া 1 নম্বর ব্লক এলাকার 2 জন মহারাষ্ট্র ফেরত ব্যক্তির মধ্যে কোরোনা সংক্রমণ দেখা দেয় l এরপরই আজ সন্ধ্যায় জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরুলিয়া জেলার আরও 9 জন বাসিন্দা কোরোনা আক্রান্ত l আক্রান্তরা সকলেই সম্প্রতি মহারাষ্ট্র থেকে জেলায় ফিরেছেন বলে খবর l

তবে নতুন এই 9 জন পরিযায়ী শ্রমিকের কোরোনা আক্রান্ত ঘিরে রহস্য দানা বেঁধেছে l জেলা প্রশাসন সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তিরা জেলায় ফিরতেই তাদের হোম কোয়ারানটিনে রাখা হয় l এরপরই তাদের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় দুর্গাপুরের সনকা কোরোনা হাসপাতালে l সেখানে রিপোর্ট দিতে দেরি করায় ওই 9 জন পরিযায়ী শ্রমিকের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে l সেখানে তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে l কিন্তু আজ আবার দুর্গাপুর কোরোনা হাসপাতাল থেকে ওই 9 জন পরিযায়ী শ্রমিকের কোরোনা আক্রান্তের পজিটিভ রিপোর্ট আসে l এই খবর জেলায় পৌঁছাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.