ETV Bharat / state

পুরুলিয়ায় মোট কোরোনা সংক্রমিত 88, সুস্থ 86

author img

By

Published : Jun 28, 2020, 3:55 AM IST

আজ নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছন একজন । জেলা স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরুলিয়ায় আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 88 ।

purulia
purulia

পুরুলিয়া, 27 জুন : পুরুলিয়ায় কোরোনা সংক্রমিত হলেন আরও এক ব্যক্তি । জেলা স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরুলিয়ায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 88 । আজ আক্রান্ত ব্যক্তি আড়ষার চাটুহাসা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা l

পুরুলিয়ায় মোট আক্রান্তের মধ্যে 86জন সুস্থ হয়ে উঠেছেন । বাকি দুইজনের হাসপাতালে চিকিৎসা চলছে ।

জেলা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে আটজন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন l আজ আবার নতুন করে 307 জনের সোয়াব নমুনা সংগ্রহ করে কোরোনা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে l ইতিমধ্যে মোট 13,134 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । তার মধ্যে 12,215 জন COVID-19 নেগেটিভ । 88 জন কোরোনা সংক্রমিত হয়েছেন । বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি l


বর্তমানে জেলার কোয়ারানটিন সেন্টারগুলিতে 607 জন পর্যবেক্ষণে রয়েছেন l হোম কোয়ারানটিনে রয়েছেন 6,418 জন l ইতিমধ্যে 85,113 জনের হোম কোয়ারানটিন সম্পূর্ণ হয়েছে l

পুরুলিয়ায় মোট কোরোনা সংক্রমিত 88, সুস্থ 86

পুরুলিয়া, 27 জুন : পুরুলিয়ায় কোরোনা সংক্রমিত হলেন আরও এক ব্যক্তি । জেলা স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরুলিয়ায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 88 । আজ আক্রান্ত ব্যক্তি আড়ষার চাটুহাসা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা l

পুরুলিয়ায় মোট আক্রান্তের মধ্যে 86জন সুস্থ হয়ে উঠেছেন । বাকি দুইজনের হাসপাতালে চিকিৎসা চলছে ।

জেলা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে আটজন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন l আজ আবার নতুন করে 307 জনের সোয়াব নমুনা সংগ্রহ করে কোরোনা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে l ইতিমধ্যে মোট 13,134 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । তার মধ্যে 12,215 জন COVID-19 নেগেটিভ । 88 জন কোরোনা সংক্রমিত হয়েছেন । বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি l


বর্তমানে জেলার কোয়ারানটিন সেন্টারগুলিতে 607 জন পর্যবেক্ষণে রয়েছেন l হোম কোয়ারানটিনে রয়েছেন 6,418 জন l ইতিমধ্যে 85,113 জনের হোম কোয়ারানটিন সম্পূর্ণ হয়েছে l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.