ETV Bharat / state

পুরুলিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 62 - পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত

কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে পুরুলিয়াতেও ৷ সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 62 ৷

corona
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 7, 2020, 2:16 AM IST

পুরুলিয়া, 6 জুন : পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হল আরও একজন l এনিয়ে পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 62 l শনিবার আরও 117 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে l ইতিমধ্যে 22 জন সুস্থ হয়ে উঠেছেন l

জেলায় মোট 9 হাজার 3 জনের সোয়াবের নামুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ যার মধ্যে 7 হাজার 820 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ 62 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছায়নি ৷ শনিবার আরও আট জনকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে ৷ বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছে 27 জন l সরকারি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছে 6 হাজার 872 জন ৷ হোম কোয়ারানটিনে রয়েছে 20 হাজার 622 জন ৷

এদিকে জেলা পুলিশ-প্রশাসনের তরফে কোরোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷

পুরুলিয়া, 6 জুন : পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হল আরও একজন l এনিয়ে পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 62 l শনিবার আরও 117 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে l ইতিমধ্যে 22 জন সুস্থ হয়ে উঠেছেন l

জেলায় মোট 9 হাজার 3 জনের সোয়াবের নামুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ যার মধ্যে 7 হাজার 820 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ 62 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছায়নি ৷ শনিবার আরও আট জনকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে ৷ বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছে 27 জন l সরকারি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছে 6 হাজার 872 জন ৷ হোম কোয়ারানটিনে রয়েছে 20 হাজার 622 জন ৷

এদিকে জেলা পুলিশ-প্রশাসনের তরফে কোরোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.