পুরুলিয়া, ১৮ মার্চ: পুরুলিয়ায় BJP ছেড়ে তৃণমূলে যোগ দিল ৩০টি BJP পরিবার। রাঁচি রোডে অবস্থিত তৃণমূল কার্যালয়ে আজ তারা যোগ দেয়। তারা প্রত্যেকেই পুরুলিয়া-১ ব্লকের ডুড়কু গ্রাম পঞ্চায়েতের সাত-শিমুলিয়া গ্রামের সক্রিয় BJP কর্মী হিসেবে পরিচিত। আজ তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাত।
অন্যদিকে, আজ মানবাজারে বামফ্রন্টের জেলা কমিটির সদস্য রূপনাথ মুর্মু সহ ৪৯টি বামপন্থী পরিবার BJP-তে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।
জেলা সভাপতি শান্তিরাম মাহাত জানান, "বিগত পঞ্চায়েত নির্বাচনে সক্রিয়ভাবে BJP-র হয়ে কাজ করা ৩০টি পরিবার আজ তৃণমূলের উন্নয়নের কাজে উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে যোগদান করে। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে অন্যান্য দলের কর্মী সমর্থকরা নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগদান করছেন।"
অন্যদিকে BJP জেলা সভাপতি বলেন, "বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দলে যোগদান করাচ্ছে তৃণমূল কর্মীরা। কিন্তু BJP-র ক্ষেত্রে তেমনটা নয়। BJP মানুষের উপর ভরসা করে। তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে BJP একমাত্র অপশন। তাই প্রতিদিন বহু মানুষ দলে দলে BJP-তে যোগদান করছে। গতকাল বিভিন্ন দল থেকে ৫৮টি পরিবার BJP-তে যোগদান করেছে।"