ETV Bharat / state

তৃণমূলে যোগ ৩০টি BJP পরিবারের - purulia

নির্বাচনের আগে দলবদল অব্যাহত। BJP ছেড়ে তৃণমূলে যোগদান ৩০টি BJP পরিবারের। অন্যদিকে BJP-তে যোগদান ৪৯টি বামপন্থী পরিবারের।

BJP-তে যোগদান করছেন
author img

By

Published : Mar 18, 2019, 11:35 PM IST

পুরুলিয়া, ১৮ মার্চ: পুরুলিয়ায় BJP ছেড়ে তৃণমূলে যোগ দিল ৩০টি BJP পরিবার। রাঁচি রোডে অবস্থিত তৃণমূল কার্যালয়ে আজ তারা যোগ দেয়। তারা প্রত্যেকেই পুরুলিয়া-১ ব্লকের ডুড়কু গ্রাম পঞ্চায়েতের সাত-শিমুলিয়া গ্রামের সক্রিয় BJP কর্মী হিসেবে পরিচিত। আজ তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাত।

অন্যদিকে, আজ মানবাজারে বামফ্রন্টের জেলা কমিটির সদস্য রূপনাথ মুর্মু সহ ৪৯টি বামপন্থী পরিবার BJP-তে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।

জেলা সভাপতি শান্তিরাম মাহাত জানান, "বিগত পঞ্চায়েত নির্বাচনে সক্রিয়ভাবে BJP-র হয়ে কাজ করা ৩০টি পরিবার আজ তৃণমূলের উন্নয়নের কাজে উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে যোগদান করে। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে অন্যান্য দলের কর্মী সমর্থকরা নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগদান করছেন।"

অন্যদিকে BJP জেলা সভাপতি বলেন, "বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দলে যোগদান করাচ্ছে তৃণমূল কর্মীরা। কিন্তু BJP-র ক্ষেত্রে তেমনটা নয়। BJP মানুষের উপর ভরসা করে। তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে BJP একমাত্র অপশন। তাই প্রতিদিন বহু মানুষ দলে দলে BJP-তে যোগদান করছে। গতকাল বিভিন্ন দল থেকে ৫৮টি পরিবার BJP-তে যোগদান করেছে।"

পুরুলিয়া, ১৮ মার্চ: পুরুলিয়ায় BJP ছেড়ে তৃণমূলে যোগ দিল ৩০টি BJP পরিবার। রাঁচি রোডে অবস্থিত তৃণমূল কার্যালয়ে আজ তারা যোগ দেয়। তারা প্রত্যেকেই পুরুলিয়া-১ ব্লকের ডুড়কু গ্রাম পঞ্চায়েতের সাত-শিমুলিয়া গ্রামের সক্রিয় BJP কর্মী হিসেবে পরিচিত। আজ তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাত।

অন্যদিকে, আজ মানবাজারে বামফ্রন্টের জেলা কমিটির সদস্য রূপনাথ মুর্মু সহ ৪৯টি বামপন্থী পরিবার BJP-তে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।

জেলা সভাপতি শান্তিরাম মাহাত জানান, "বিগত পঞ্চায়েত নির্বাচনে সক্রিয়ভাবে BJP-র হয়ে কাজ করা ৩০টি পরিবার আজ তৃণমূলের উন্নয়নের কাজে উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে যোগদান করে। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে অন্যান্য দলের কর্মী সমর্থকরা নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগদান করছেন।"

অন্যদিকে BJP জেলা সভাপতি বলেন, "বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দলে যোগদান করাচ্ছে তৃণমূল কর্মীরা। কিন্তু BJP-র ক্ষেত্রে তেমনটা নয়। BJP মানুষের উপর ভরসা করে। তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে BJP একমাত্র অপশন। তাই প্রতিদিন বহু মানুষ দলে দলে BJP-তে যোগদান করছে। গতকাল বিভিন্ন দল থেকে ৫৮টি পরিবার BJP-তে যোগদান করেছে।"


New Delhi, Mar 11 (ANI): Bollywood actor Rishi Kapoor, who is undergoing medical treatment in New York, has opened up about the rising tensions between India and Pakistan. Kapoor, who is known for voicing his opinions quite strongly, took to his Twitter and said that Pakistan should join hands with India to "root out terrorism." Rishi's children Ranbir Kapoor and Riddhima Kapoor Sahni visit him time to time. Over the past few months, several celebrities including Alia Bhatt, Aamir Khan, Anupam Kher, Priyanka Chopra, Sonali Bendre, Javed Akhtar among others went to see the veteran actor. On the work front, Rishi was last seen in 'Mulk' and 'Rajma Chawal'.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.