ETV Bharat / state

ফের সক্রিয় মাওবাদীরা ? বান্দোয়ানে উদ্ধার 115 পোস্টার - 2 Maoist leader photo and 115 maoist posters rescue in Banduan

গতকাল সন্ধ্যায় CRPF-এর 169 নম্বর ব্যাটেলিয়ন পুরুলিয়ার বান্দোয়ান ও ঝাড়খণ্ড সীমান্তের দুয়ারসিনি জঙ্গলে টহলদারি চালাচ্ছিল ৷ সেই সময় তারা 115টি মাওবাদী পোস্টার ও দুই শীর্ষ মাওবাদী নেতার ছবি উদ্ধার করে ৷

মাওবাদী প্রতিষ্ঠা দিবস সপ্তাহে পুরুলিয়া থেকে উদ্ধার 115টি মাওবাদী পোস্টার
author img

By

Published : Sep 25, 2019, 10:29 AM IST

পুরুলিয়া, 25 সেপ্টেম্বর : মাওবাদী প্রতিষ্ঠা দিবস সপ্তাহে পুরুলিয়া থেকে উদ্ধার 115টি মাওবাদী পোস্টার ৷ পাশাপাশি পোস্টার লেখার সরঞ্জাম সহ দুই শীর্ষ মাওবাদী নেতার ছবিও উদ্ধার হয়েছে ৷

গতকাল সন্ধ্যায় CRPF-এর 169 নম্বর ব্যাটেলিয়ন পুরুলিয়ার বান্দোয়ান ও ঝাড়খণ্ড সীমান্তের দুয়ারসিনি জঙ্গলে টহলদারি চালাচ্ছিল ৷ সেই সময় তারা 115টি মাওবাদী পোস্টার ও দুই শীর্ষ মাওবাদী নেতার ছবি উদ্ধার করে ৷ তাদের নাম মদন মাহাত ও সাগর সিংহ ওরফে বীরেন ৷ পাশাপাশি ওই জায়গা থেকে খালি টিফিন বক্স, ছুরি, সিম কার্ড, ব্যান্ডেজসহ লাল কালি ও মার্কার পেন উদ্ধার করেন জওয়ানরা ৷ এরপর থেকেই জঙ্গলে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে CRPF ৷

Banduan
উদ্ধার হওয়া টিফিন বক্স

প্রসঙ্গত, মাওবাদী সপ্তাহ (21-27 সেপ্টেম্বর)-র মধ্যে ওই বিপুল সংখ্যায় মাওবাদী পোস্টার ও সরঞ্জাম উদ্ধার উদ্বেগ বাড়িয়েছে পুলিশ প্রশাসনের ৷ পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, "মাওবাদী পোস্টার ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় কাদের হাত রয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ এলাকায় টহলদারি চালানো হচ্ছে ৷"

পুরুলিয়া, 25 সেপ্টেম্বর : মাওবাদী প্রতিষ্ঠা দিবস সপ্তাহে পুরুলিয়া থেকে উদ্ধার 115টি মাওবাদী পোস্টার ৷ পাশাপাশি পোস্টার লেখার সরঞ্জাম সহ দুই শীর্ষ মাওবাদী নেতার ছবিও উদ্ধার হয়েছে ৷

গতকাল সন্ধ্যায় CRPF-এর 169 নম্বর ব্যাটেলিয়ন পুরুলিয়ার বান্দোয়ান ও ঝাড়খণ্ড সীমান্তের দুয়ারসিনি জঙ্গলে টহলদারি চালাচ্ছিল ৷ সেই সময় তারা 115টি মাওবাদী পোস্টার ও দুই শীর্ষ মাওবাদী নেতার ছবি উদ্ধার করে ৷ তাদের নাম মদন মাহাত ও সাগর সিংহ ওরফে বীরেন ৷ পাশাপাশি ওই জায়গা থেকে খালি টিফিন বক্স, ছুরি, সিম কার্ড, ব্যান্ডেজসহ লাল কালি ও মার্কার পেন উদ্ধার করেন জওয়ানরা ৷ এরপর থেকেই জঙ্গলে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে CRPF ৷

Banduan
উদ্ধার হওয়া টিফিন বক্স

প্রসঙ্গত, মাওবাদী সপ্তাহ (21-27 সেপ্টেম্বর)-র মধ্যে ওই বিপুল সংখ্যায় মাওবাদী পোস্টার ও সরঞ্জাম উদ্ধার উদ্বেগ বাড়িয়েছে পুলিশ প্রশাসনের ৷ পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, "মাওবাদী পোস্টার ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় কাদের হাত রয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ এলাকায় টহলদারি চালানো হচ্ছে ৷"

Intro:পুরুলিয়া : মাওবাদী প্রতিষ্ঠা দিবস সপ্তাহে 115 টি মাও পোস্টার, পোস্টার লেখার সরঞ্জাম সহ দুই শীর্ষ মাও নেতার ছবি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় l মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফ-এর 169 নম্বর ব্যাটেলিয়ন পুরুলিয়ার বান্দোয়ান ও ঝাড়খন্ড সীমান্তের দুয়ারসিনি জঙ্গলে টহলদারি চালানোর সময়ই মাওবাদী পোস্টা ও দুই শীর্ষ মাও নেতা মদন মাহাতো ও সাগর সিংহ ওরফে বীরেনের ছবি উদ্ধার করে l একইসঙ্গে উদ্ধার হয়েছে একটি খালি টিফিন বক্স, ছুরি, একটি বিএসএনএল সিম কার্ড, একটি ব্যান্ডেজ সহ লাল কালি ও মার্কার পেন l ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় l এরপরই জঙ্গলে দফায় দফায় তল্লাশি চালিয়ে যাচ্ছে সিআরপিএফ বাহিনী lBody:প্রসঙ্গত, মাওবাদী সপ্তাহ (21-27 সেপ্টেম্বর)-র মধ্যে ওই বিপুল সংখ্যায় মাওবাদী পোস্টার ও সরঞ্জাম উদ্ধারে উদ্বেগ বাড়িয়েছে পুলিশ প্রশাসনের l কারণ এই ঘটনায় প্রমান করছে যে মাও কার্যকলাপ বৃদ্ধি পেতে চলেছে সীমান্ত লাগোয়া এলাকায় l ঘটনা প্রসঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া জানান, "মাও পোস্টার ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় কাদের হাতে রয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে l এলাকায় টহলদারি চালানো হচ্ছে l"Conclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.