ETV Bharat / state

পুরুলিয়ায় মৃত শ্রমিকদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক প্রশাসনের

author img

By

Published : May 17, 2020, 3:46 PM IST

রাজ্য সরকারের ঘোষণা মতো মৃত শ্রমিকদের পরিবারের হাতে 2 লাখ টাকার করে চেক তুলে দেওয়া হল । তাদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রীও ।

ছবি
ছবি

পুরুলিয়া, 17 মে : উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় গতকাল মৃত্যু হয়েছে পুরুলিয়ার ছয় শ্রমিকের । ঘটনার পরই গতকাল দুপুরে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছিল মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা করে দেওয়া হবে । সেই মতোই আজ তাঁদের পরিবারের হাতে 2 লাখ টাকার চেক তুলে দিল পুরুলিয়া জেলা প্রশাসন । শেষকৃত্যের জন্য দেওয়া হয়েছে বাড়তি 2 হাজার টাকা ।

পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাত ও জেলা পরিষদের সভাধিপতি আজ মৃত শ্রমিকদের বাড়িতে যান । রাজ্য সরকারের ঘোষণা মতো পরিবারের সদস্যদের হাতে 2 লাখ টাকার চেক তুলে দেন । খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয় পরিবারগুলির হাতে ।

গতকাল ভোররাতে রাজস্থান থেকে ফেরার পথে উত্তরপ্রদেশের অউরাইয়া জেলায় দুর্ঘটনায় মৃত্যু হয় 24 জন পরিযায়ী শ্রমিকের । যাঁদের মধ্যে প্রাণ হারান পুরুলিয়ার ছ'জন শ্রমিক । আহত দু'জন । মৃতদের মধ্যে মিলন বাদ্যকর (19), চন্দন রাজোয়াড় (27)-এর বাড়ি পুরুলিয়া 2 নম্বর ব্লকের দুমদুমি গ্রামে । পুরুলিয়ার জয়পুর ব্লক এলাকার ঝালমামড়ো গ্রামে গণেশ রাজোয়াড় এবং কোটশিলা থানার উপরবাটরি গ্রামের অজিত মাহাত, স্বপন রাজোয়াড়, ধীরেন ধরের বাড়ি । আগামীকাল তাঁদের মৃতদেহ জেলায় ফিরবে । তার আগেই আজ সকালে আর্থিক সাহায্যের জন্য পুরুলিয়া জেলার প্রশাসনিক আধিকারিকরা তাঁদের বাড়ি যান ও চেক তুলে দেন ।

এবিষয়ে জেলা শাসক রাহুল মজুমদার বলেন, "রাজ্য সরকারের নির্দেশ মতো আজ মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে 2 লাখ টাকার করে চেক তুলে দেওয়া হল । একইসঙ্গে শেষকৃত্যের জন্য বাড়তি 2 হাজার টাকা দেওয়া হয় । দেওয়া হয় কিছু খাদ্যসামগ্রীও । আগামী দিনেও রাজ্য সরকার ও জেলা প্রশাসন তাঁদের পরিবারের পাশে থাকবে । গতরাতে পুরুলিয়া জেলা থেকে একটি কনভয় উত্তরপ্রদেশে পাঠানো হয়েছে । আজ সন্ধের মধ্যে মৃতদেহ নিয়ে সেখান থেকে রওনা দেবে কনভয়টি । আগামীকাল মৃতদেহ জেলায় ফিরলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।"

পুরুলিয়া, 17 মে : উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় গতকাল মৃত্যু হয়েছে পুরুলিয়ার ছয় শ্রমিকের । ঘটনার পরই গতকাল দুপুরে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছিল মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা করে দেওয়া হবে । সেই মতোই আজ তাঁদের পরিবারের হাতে 2 লাখ টাকার চেক তুলে দিল পুরুলিয়া জেলা প্রশাসন । শেষকৃত্যের জন্য দেওয়া হয়েছে বাড়তি 2 হাজার টাকা ।

পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাত ও জেলা পরিষদের সভাধিপতি আজ মৃত শ্রমিকদের বাড়িতে যান । রাজ্য সরকারের ঘোষণা মতো পরিবারের সদস্যদের হাতে 2 লাখ টাকার চেক তুলে দেন । খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয় পরিবারগুলির হাতে ।

গতকাল ভোররাতে রাজস্থান থেকে ফেরার পথে উত্তরপ্রদেশের অউরাইয়া জেলায় দুর্ঘটনায় মৃত্যু হয় 24 জন পরিযায়ী শ্রমিকের । যাঁদের মধ্যে প্রাণ হারান পুরুলিয়ার ছ'জন শ্রমিক । আহত দু'জন । মৃতদের মধ্যে মিলন বাদ্যকর (19), চন্দন রাজোয়াড় (27)-এর বাড়ি পুরুলিয়া 2 নম্বর ব্লকের দুমদুমি গ্রামে । পুরুলিয়ার জয়পুর ব্লক এলাকার ঝালমামড়ো গ্রামে গণেশ রাজোয়াড় এবং কোটশিলা থানার উপরবাটরি গ্রামের অজিত মাহাত, স্বপন রাজোয়াড়, ধীরেন ধরের বাড়ি । আগামীকাল তাঁদের মৃতদেহ জেলায় ফিরবে । তার আগেই আজ সকালে আর্থিক সাহায্যের জন্য পুরুলিয়া জেলার প্রশাসনিক আধিকারিকরা তাঁদের বাড়ি যান ও চেক তুলে দেন ।

এবিষয়ে জেলা শাসক রাহুল মজুমদার বলেন, "রাজ্য সরকারের নির্দেশ মতো আজ মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে 2 লাখ টাকার করে চেক তুলে দেওয়া হল । একইসঙ্গে শেষকৃত্যের জন্য বাড়তি 2 হাজার টাকা দেওয়া হয় । দেওয়া হয় কিছু খাদ্যসামগ্রীও । আগামী দিনেও রাজ্য সরকার ও জেলা প্রশাসন তাঁদের পরিবারের পাশে থাকবে । গতরাতে পুরুলিয়া জেলা থেকে একটি কনভয় উত্তরপ্রদেশে পাঠানো হয়েছে । আজ সন্ধের মধ্যে মৃতদেহ নিয়ে সেখান থেকে রওনা দেবে কনভয়টি । আগামীকাল মৃতদেহ জেলায় ফিরলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.