ETV Bharat / state

পুরুলিয়ায় নতুন করে কোরোনায় আক্রান্ত 12 - covid-19

পুরুলিয়ায় আরও 12 জন কোরোনা আক্রান্ত । এর ফলে এই জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 74 জন । যদিও ইতিমধ্যে 54 জন সুস্থ হয়ে উঠেছেন ।

purulia corona case
পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত
author img

By

Published : Jun 8, 2020, 10:16 PM IST

পুরুলিয়া, 6 জুন : আবার নতুন করে পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত হল 12 জন l এই নিয়ে পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্ত সংখ্যা হল 74 l দিন দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । এর ফলে আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে l তবে খুশির খবর, কোরোনা আক্রান্তদের মধ্যে 54 জন সুস্থ হয়ে উঠেছেন ইতিমধ্যে l

আজ আবার নতুন করে পুরুলিয়া জেলার আরও 13 জনের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় l জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় মোট 9239 জনের লালারসের নামুনা পাঠানো হয়েছে কোরোনা পরীক্ষার জন্য l যার মধ্যে 8139 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে, 74 জনের পজ়িটিভ রিপোর্ট এসেছে l

বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন 19 জন l পাশাপাশি সরকারি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 6720 জন এবং হোম কোয়ারানটিনে রয়েছেন 18,729 জন । এদিকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোরোনা মোকাবিলায় নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ l সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে বারে বারে l জেলার সাধারণ মানুষও বিশেষ কাজে রাস্তায় বেরোলেই মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই দৈনন্দিন কাজকর্ম করছেন l

পুরুলিয়া, 6 জুন : আবার নতুন করে পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত হল 12 জন l এই নিয়ে পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্ত সংখ্যা হল 74 l দিন দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । এর ফলে আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে l তবে খুশির খবর, কোরোনা আক্রান্তদের মধ্যে 54 জন সুস্থ হয়ে উঠেছেন ইতিমধ্যে l

আজ আবার নতুন করে পুরুলিয়া জেলার আরও 13 জনের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় l জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় মোট 9239 জনের লালারসের নামুনা পাঠানো হয়েছে কোরোনা পরীক্ষার জন্য l যার মধ্যে 8139 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে, 74 জনের পজ়িটিভ রিপোর্ট এসেছে l

বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন 19 জন l পাশাপাশি সরকারি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 6720 জন এবং হোম কোয়ারানটিনে রয়েছেন 18,729 জন । এদিকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোরোনা মোকাবিলায় নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ l সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে বারে বারে l জেলার সাধারণ মানুষও বিশেষ কাজে রাস্তায় বেরোলেই মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই দৈনন্দিন কাজকর্ম করছেন l

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.