ETV Bharat / state

সম্পর্কে 'না' যুবতির, সোশাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট প্রেমিকের - images of intimate moment

প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি প্রেমিকা ৷ সেই রোষ থেকে প্রেমিকার সঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে যুবক৷ অভিযোগ পেয়ে যুবককে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ ৷

অভিযুক্ত যুবক
author img

By

Published : Aug 10, 2019, 12:05 PM IST

Updated : Aug 10, 2019, 2:15 PM IST

তমলুক, 10 অগাস্ট :‌ ফেসবুকে পরিচয় । গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক । বছর তিনেক সম্পর্ক টিকে থাকার পর ভেঙে যায় ৷ এরপর প্রেমিকার সঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় প্রেমিক । অভিযোগ পাওয়ার পর গ্রেপ্তার করা হয় পটাশপুরের যুবককে ৷ গতকাল তাঁকে তমলুক আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

তমলুকের বছর আঠারোর এক নার্সিং কলেজ ছাত্রীর সঙ্গে প্রায় বছর তিনেক ধরে প্রেমের সম্পর্ক ছিল ওইযুবকের ৷ বেঙ্গালুরুতে হোটেল ম্যানেজম্যান্ট নিয়ে পড়াশোনা করত সে ।

সম্প্রতি ওই যুগলের প্রেমের সম্পর্কে চিড় ধরে । সম্পর্কের ইতি টানতে চেয়েছিল তমলুকের ওই নার্সিং কলেজের ছাত্রী । কিন্তু তা মানতে চায়নি যুবক । অভিযোগ, এই ছাত্রীকে প্রায়ই ফোন করে বিরক্ত করত সে । শুধু তাই নয়, এই প্রেমের সম্পর্ক না ভাঙার জন্য হুমকিও দিচ্ছিল । কিন্তু কোনওভাবেই আর সম্পর্ক রাখতে রাজি হয়নি ওই যুবতি ।

সব চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যুবক । গত 9 জুলাই তমলুক থানায় লিখিত অভিযোগ জানায় ওই ছাত্রী । এদিকে দিন কয়েক আগেই বেঙ্গালুরু থেকে পড়াশোনা শেষ করে গ্রামের বাড়িতে ফিরে আসে ওই যুবক । বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ ৷

তমলুক, 10 অগাস্ট :‌ ফেসবুকে পরিচয় । গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক । বছর তিনেক সম্পর্ক টিকে থাকার পর ভেঙে যায় ৷ এরপর প্রেমিকার সঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় প্রেমিক । অভিযোগ পাওয়ার পর গ্রেপ্তার করা হয় পটাশপুরের যুবককে ৷ গতকাল তাঁকে তমলুক আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

তমলুকের বছর আঠারোর এক নার্সিং কলেজ ছাত্রীর সঙ্গে প্রায় বছর তিনেক ধরে প্রেমের সম্পর্ক ছিল ওইযুবকের ৷ বেঙ্গালুরুতে হোটেল ম্যানেজম্যান্ট নিয়ে পড়াশোনা করত সে ।

সম্প্রতি ওই যুগলের প্রেমের সম্পর্কে চিড় ধরে । সম্পর্কের ইতি টানতে চেয়েছিল তমলুকের ওই নার্সিং কলেজের ছাত্রী । কিন্তু তা মানতে চায়নি যুবক । অভিযোগ, এই ছাত্রীকে প্রায়ই ফোন করে বিরক্ত করত সে । শুধু তাই নয়, এই প্রেমের সম্পর্ক না ভাঙার জন্য হুমকিও দিচ্ছিল । কিন্তু কোনওভাবেই আর সম্পর্ক রাখতে রাজি হয়নি ওই যুবতি ।

সব চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যুবক । গত 9 জুলাই তমলুক থানায় লিখিত অভিযোগ জানায় ওই ছাত্রী । এদিকে দিন কয়েক আগেই বেঙ্গালুরু থেকে পড়াশোনা শেষ করে গ্রামের বাড়িতে ফিরে আসে ওই যুবক । বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ ৷

Intro:তমলুক,৯ আগস্ট:‌ ফেসবুকে মাধ্যমে পরিচয়। চলতে থাকে আলাপচারিতা। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক । বছর কয়েক সম্পর্ক টিকে থাকলেও তা দীর্ঘমেয়াদি হয়নি আর সম্পর্ক ভেঙে যেতেই প্রেমিকার অশ্লীল ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় যুবক। এমনই অভিযোগে গ্রেফতার হলেন ব্যাঙ্গালোরের এক হোটেল ম্যানেজম্যান্ট পড়ুয়া। শুক্রবার ধৃতকে তমলুক আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। Body:আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তমলুকের বছর আঠেরোর এক নার্সিং কলেজ ছাত্রীর সঙ্গে প্রায় বছর তিনেক ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অরুন কুমার গিরি নামে পটাশপুরের এক কলেজ ছাত্রের। ব্যাঙ্গালোরে থেকেই হোটেল ম্যানেজম্যান্ট নিয়ে পড়াশুনো করত অরুন। কিন্তু সম্প্রতি এই প্রমিক যুগলের মিষ্টি প্রেমের সম্পর্কে চিড় ধরে। যে কারণে সম্পর্কের ইতি টানতে চেয়েছিল তমলুকের এই নার্সিং কলেজ ছাত্রীটি। কিন্তু বাধ সেধে ছিল অরুণ। অভিযোগ, প্রেমিকা গররাজি হওয়া সত্বেও মোবাইল ফোনে প্রায়শই উত্তক্ত করত সে। শুধু তাই নয়, এই প্রেমের সম্পর্ক ছিন্ন করলে প্রতি নিয়তই নানা ভাবেই হুমকি দিচ্ছিল। কিন্তু কোন ভাবেই দমবার পাত্র ছিল না ছাত্রীটিও। এমন অবস্থায় নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের অশ্লীল ছবি সোস্যাল মিডিয়ায় পোষ্ট করে দেয় অরুণ। মুহুর্তেই এই ছবি গুলি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যে কারণে ক্ষোভে ফেটে পড়েন কলেজ ছাত্রী ও তার পরিবারের লোকজন। বিষয়টি নিয়ে গত ৯ জুলাই তমলুক থানায় লিখিত অভিযোগ জানায় প্রেমিকা। এদিকে দিন কয়েক আগেই ব্যঙ্গালোর থেকে পড়াশুনো শেষ করে গ্রামের বাড়িতে ফিরে আসে পাগল প্রেমিক। আর বাড়ি ফিরতেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয় সে। ধৃতকে আজ তমলুক আদালতে তোলা হয়।Conclusion:এবিষয়ে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতিস বিশ্বাস বলেন, প্রেমিকার অশ্লীল ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এদিন ধৃতকে তমলুক আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। ‌
Last Updated : Aug 10, 2019, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.