ETV Bharat / state

কাঁথিতে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার

গতকাল সংগীতার মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা । প্রতিবেশীদের একাংশের তরফে জানা গেছে, মেয়ে হওয়ার পর থেকে যুবতির উপর অত্যাচার শুরু করেছিল তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 27, 2020, 7:32 PM IST

Updated : Apr 27, 2020, 7:38 PM IST

কাঁথি, 27 এপ্রিল : কাঁথির ভূপতিনগরে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতের নাম সংগীতা রং । অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালাত সংগীতার উপর । গতকাল তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা । ঘটনার তদন্তে নেমে মৃতের শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ । মৃতের স্বামী ও পরিবারের অন্যরা পলাতক ।

বছর তিনেক আগে পূর্ব মেদিনীপুরের খেজুরি আমজাত নগর গ্রামের সংগীতার সঙ্গে ভূপতিনগরের ধাইপুকুরিয়ার বাসিন্দা তাপসের বিয়ে হয়। পরে দম্পতির এক কন্যাসন্তান নয় । স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, এরপর থেকেই প্রায় সংগীতার উপর অত্যাচার করত তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন । গতকাল সংগীতার ঝুলন্ত দেহ দেখতে পায় প্রতিবেশীরা । তড়িঘড়ি খবর দেওয়া হয় ভূপতিনগর থানায়। ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পরে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তদন্তে নেমে যুবতির শ্বশুর ব্যোমকেশ রংকে গ্রেপ্তার করা হয়েছে । তবে, যুবতির স্বামী তাপস ও অন্যরা পলাতক । ঘটনায় সংগীতার বাবার বাড়ির তরফে সংগীতার স্বামী তাপস ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সংগীতার বাপের বাড়ির দাবি, দীর্ঘদিন ধরে অশান্তির জেরেই এই ঘটনা ।

এবিষয়ে ভূপতিনগর থানার OC দেবব্রত বেরা বলেন, "ময়নাতদন্তের জন্য দেহ কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে । ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত মৃতের শ্বশুর ব্যোমকেশ রং । তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাকিরা পলাতক, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । পাশাপাশি এটা খুন না আত্মহত্য়া তার তদন্ত শুরু করা হয়েছে ।"

কাঁথি, 27 এপ্রিল : কাঁথির ভূপতিনগরে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার । মৃতের নাম সংগীতা রং । অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালাত সংগীতার উপর । গতকাল তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা । ঘটনার তদন্তে নেমে মৃতের শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ । মৃতের স্বামী ও পরিবারের অন্যরা পলাতক ।

বছর তিনেক আগে পূর্ব মেদিনীপুরের খেজুরি আমজাত নগর গ্রামের সংগীতার সঙ্গে ভূপতিনগরের ধাইপুকুরিয়ার বাসিন্দা তাপসের বিয়ে হয়। পরে দম্পতির এক কন্যাসন্তান নয় । স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, এরপর থেকেই প্রায় সংগীতার উপর অত্যাচার করত তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন । গতকাল সংগীতার ঝুলন্ত দেহ দেখতে পায় প্রতিবেশীরা । তড়িঘড়ি খবর দেওয়া হয় ভূপতিনগর থানায়। ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পরে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তদন্তে নেমে যুবতির শ্বশুর ব্যোমকেশ রংকে গ্রেপ্তার করা হয়েছে । তবে, যুবতির স্বামী তাপস ও অন্যরা পলাতক । ঘটনায় সংগীতার বাবার বাড়ির তরফে সংগীতার স্বামী তাপস ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সংগীতার বাপের বাড়ির দাবি, দীর্ঘদিন ধরে অশান্তির জেরেই এই ঘটনা ।

এবিষয়ে ভূপতিনগর থানার OC দেবব্রত বেরা বলেন, "ময়নাতদন্তের জন্য দেহ কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে । ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত মৃতের শ্বশুর ব্যোমকেশ রং । তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাকিরা পলাতক, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । পাশাপাশি এটা খুন না আত্মহত্য়া তার তদন্ত শুরু করা হয়েছে ।"

Last Updated : Apr 27, 2020, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.