ETV Bharat / state

অধিকারী পরিবারের মানবিকতা নিয়ে প্রশ্ন অখিলের - Contai

নাম না করে কাঁথির অধিকারী পরিবারকে একহাত নিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ৷ বুধবার কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় উদ্বোধন করেন তিনি ৷ সেখানেই তাদের বিষয়ে আরও তথ্য তুলে ধরেন মৎস্যমন্ত্রী ৷

contai
অধিকারী পরিবারকে পরোক্ষে একহাত নিলেন মৎসমন্ত্রী অখিল গিরি
author img

By

Published : Jul 21, 2021, 11:50 AM IST

কাঁথি, 21 জুলাই : কাঁথি শহর চৌরঙ্গী মোড়ে বুধবার তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় উদ্বোধন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ও পূর্ব মেদিনীপুর জেলার বিধায়করা । কার্যালয় উদ্বোধন করতে এসে অখিল গিরি অধিকারী পরিবারের মানবিকতার বিষয়ে প্রশ্ন তোলেন । যদিও সরাসরি নাম নেননি অধিকারীদের ৷ অধিকারী পরিবারের নাম না করেই অখিল গিরি বলেন, "লজ্জা করে না তৃণমূলের সাংসদ হয়ে বিজেপির পক্ষে কথাবার্তা বলতে। অনাথ শিশুদের সেখানে একটা ওয়েলফেয়ার হোম ছিল ৷ সেটাকে তুলে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য কাজে লাগিয়েছেন । আজ সেই অনাথ শিশুদের দীর্ঘ পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হচ্ছে । কয়েক কিলোমিটার দূরে গিমাগেড়িয়ার একটি গ্রামে অনাথ আশ্রম তুলে দেওয়া হয়েছে। পুরোনো সেই জায়গাটা কারা কিনেছে ? আমরা সেটা জানতে চাই ? যারা তৃণমূলে থেকে অনেক পয়সা রোজগার করেছেন, দুর্নীতি করেছেন।"

যেখানে রাজ্য সরকার অনাথ ছেলে-মেয়েদের রেখে তাদের থাকা-খাওয়ার দায়িত্ব পালন করছে, আর তাদের তুলে দিয়েই আজকে দিব্যি সেখানে অট্টালিকা পার্ক তৈরি করা হচ্ছে । এটা কোন মানবিকতা ? উল্লেখ্য, অধিকারী পরিবারের কাঁথির বাড়ি শান্তিকুঞ্জের একেবারে বিপরীত দিকে ছিল কন্টাই ওয়েলফেয়ার হোম । সেই হোমে অনাথ ছেলে-মেয়েরা আবাসিক হিসেবে দীর্ঘদিন ধরে থাকত । সেখানে প্রায় শতাধিক আবাসিক রয়েছে। সেই ওয়েলফেয়ার হোমকে কেন অধিকারী পরিবারের সামনে থেকে উঠে যেতে হল? সে বিষয়েই সরব হয়েছেন মৎস্যমন্ত্রী অখিল গিরি ।

অধিকারী পরিবারের মানবিকতা নিয়ে প্রশ্ন অখিলের

আরও পড়ুন: জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য দৈনিক টিকিটের ব্যবস্থা শিয়ালদা ডিভিশনে

মৎস্যমন্ত্রী আরও বলেন, "শুভেন্দু অধিকারীর দেহরক্ষী কেন আত্মহত্যা করলেন ৷ এটা আত্মহত্যা নাকি গুপ্তহত্যা সেটা প্রমাণ হবে । আমি চাই তদন্ত ঠিকমত হোক । তদন্তের বিষয়ে সঠিকভাবে মানুষ জানুক। তাঁর নিরাপত্তারক্ষী কেন আত্মহত্যা করলেন ৷ যদিও বা আত্মহত্যা করেন কেন তিনি ব্যারাকে মারা গেলেন, সেটা আমরা জানতে চাই ৷ একজন বিধায়ক-মন্ত্রীর রক্ষী কীভাবে মারা গেলেন জানতে চায় মানুষও। কাঁথি পৌরসভা নির্বাচনে একটি আসনেও বিজেপি প্রার্থী দিতে পারবে না । এমনকি বিজেপি প্রার্থী খুঁজে পাবে না। বাংলার মানুষ আপনার মিথ্যাটা বুঝেছে । "

কাঁথি, 21 জুলাই : কাঁথি শহর চৌরঙ্গী মোড়ে বুধবার তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় উদ্বোধন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ও পূর্ব মেদিনীপুর জেলার বিধায়করা । কার্যালয় উদ্বোধন করতে এসে অখিল গিরি অধিকারী পরিবারের মানবিকতার বিষয়ে প্রশ্ন তোলেন । যদিও সরাসরি নাম নেননি অধিকারীদের ৷ অধিকারী পরিবারের নাম না করেই অখিল গিরি বলেন, "লজ্জা করে না তৃণমূলের সাংসদ হয়ে বিজেপির পক্ষে কথাবার্তা বলতে। অনাথ শিশুদের সেখানে একটা ওয়েলফেয়ার হোম ছিল ৷ সেটাকে তুলে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য কাজে লাগিয়েছেন । আজ সেই অনাথ শিশুদের দীর্ঘ পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হচ্ছে । কয়েক কিলোমিটার দূরে গিমাগেড়িয়ার একটি গ্রামে অনাথ আশ্রম তুলে দেওয়া হয়েছে। পুরোনো সেই জায়গাটা কারা কিনেছে ? আমরা সেটা জানতে চাই ? যারা তৃণমূলে থেকে অনেক পয়সা রোজগার করেছেন, দুর্নীতি করেছেন।"

যেখানে রাজ্য সরকার অনাথ ছেলে-মেয়েদের রেখে তাদের থাকা-খাওয়ার দায়িত্ব পালন করছে, আর তাদের তুলে দিয়েই আজকে দিব্যি সেখানে অট্টালিকা পার্ক তৈরি করা হচ্ছে । এটা কোন মানবিকতা ? উল্লেখ্য, অধিকারী পরিবারের কাঁথির বাড়ি শান্তিকুঞ্জের একেবারে বিপরীত দিকে ছিল কন্টাই ওয়েলফেয়ার হোম । সেই হোমে অনাথ ছেলে-মেয়েরা আবাসিক হিসেবে দীর্ঘদিন ধরে থাকত । সেখানে প্রায় শতাধিক আবাসিক রয়েছে। সেই ওয়েলফেয়ার হোমকে কেন অধিকারী পরিবারের সামনে থেকে উঠে যেতে হল? সে বিষয়েই সরব হয়েছেন মৎস্যমন্ত্রী অখিল গিরি ।

অধিকারী পরিবারের মানবিকতা নিয়ে প্রশ্ন অখিলের

আরও পড়ুন: জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য দৈনিক টিকিটের ব্যবস্থা শিয়ালদা ডিভিশনে

মৎস্যমন্ত্রী আরও বলেন, "শুভেন্দু অধিকারীর দেহরক্ষী কেন আত্মহত্যা করলেন ৷ এটা আত্মহত্যা নাকি গুপ্তহত্যা সেটা প্রমাণ হবে । আমি চাই তদন্ত ঠিকমত হোক । তদন্তের বিষয়ে সঠিকভাবে মানুষ জানুক। তাঁর নিরাপত্তারক্ষী কেন আত্মহত্যা করলেন ৷ যদিও বা আত্মহত্যা করেন কেন তিনি ব্যারাকে মারা গেলেন, সেটা আমরা জানতে চাই ৷ একজন বিধায়ক-মন্ত্রীর রক্ষী কীভাবে মারা গেলেন জানতে চায় মানুষও। কাঁথি পৌরসভা নির্বাচনে একটি আসনেও বিজেপি প্রার্থী দিতে পারবে না । এমনকি বিজেপি প্রার্থী খুঁজে পাবে না। বাংলার মানুষ আপনার মিথ্যাটা বুঝেছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.