ETV Bharat / state

চড় খেয়ে কেমন লেগেছিল ! অভিষেককে ছয় বছর আগের কথা মনে করালেন কনিষ্ক

author img

By

Published : Feb 4, 2021, 4:18 PM IST

চার বছর আগের স্মৃতি উসকে দিয়ে কী তৃণমূল যুব সভাপতিতে কি চাপে ফেলতে চাইছেন শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা ?

কনিষ্ক পণ্ডা
কনিষ্ক পণ্ডা

কাঁথি, 4 ফেব্রুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আসছেন পূর্ব মেদিনীপুরে । প্রায় বছর চারেক পর পূর্ব মেদিনীপুরের মাটিতে পা রাখতে চলেছেন তিনি । 6 ফেব্রুয়ারি কাঁথির দইসাইতে জনসভা রয়েছে অভিষেকের । আর তাঁর আগে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন সদ্য জার্সি বদলানো কনিষ্ক পণ্ডা ।

রাজনৈতিক মহলে শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত কনিষ্ক পণ্ডা । শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর তিনিও ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন । শুভেন্দু তৃণমূলের একাংশের বিরুদ্ধে যখন থেকে মুখ খুলতে শুরু করেছিলেন তখন থেকেই শুভেন্দুর পাশে দাঁড়িয়ে, তাঁকে সমর্থন করে মন্তব্য করতে দেখা গিয়েছে কনিষ্ককে । কিছুদিন আগে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । আর সেই ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর ।

ভিডিয়োটি বেশ কয়েকবছর আগের । 2015 সাল । 4 জানুয়ারি । পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর বিনয় স্মৃতি ফুটবল ময়দানে সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সভায় বক্তব্য রাখছিলেন অভিষেক । হঠাৎ অভিষেকের দিকে তেড়ে এসেছিল এক যুবক । মঞ্চে উঠে এসে সপাটে চড় বসিয়েছিল মুখ্যমন্ত্রীর ভাইপোর গালে । বিভিন্ন সংবাদমাধ্যমে সেই চড় হজম করার ভিডিয়ো সম্প্রচারিতও হয়েছিল । 2 ফেব্রুয়ারি সেই অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে চড় মারার সেই ভিডিয়ো নিজের ফেসবুকে শেয়ার করেন কনিষ্ক । শুধু এই নয় । একটি সংবাদমাধ্যমের পুরানো ভিডিয়োর শেষে নিজের একটি ভিডিয়োর যুক্ত করেন কনিষ্ক পণ্ডা । সেখানে অভিষেককে চড় মারার ঘটনায় যুক্ত দেবাশিস আচার্যকে পাশে বসিয়ে ভিডিয়ো বার্তা দিলেন শুভেন্দু-ঘনিষ্ঠা নেতা । স্মরণ করিয়ে দেন 2015 সালে চন্ডিপুরের মাঠে চড় মারার বিষয়টি ।

অভিষেকের সভার আগে কণিষ্ক পণ্ডার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

আরও পড়ুন : মমতাকে নিয়ে মন্তব্যের পরই দল থেকে বহিষ্কৃত শুভেন্দু-ঘনিষ্ঠ কণিষ্ক

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো সম্বোধন করে দেবাশিসকে দেখিয়ে রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, " চিনতে পারছ ? চার বছর পরে আসছ । এই সেই আমার ভাই । সেদিন তোমার গালে থাপ্পড় মেরেছিল । এবারে কিন্তু তোমায় মারবে না । তবে মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছে, সেটি আর একবার বললে... এরকম কয়েকশো ভাই ও তৈরি করে নিয়েছে । সাবধান ভাইপো !"

ঘটনায় তৃণমূলের তরফ থেকে কনিষ্ক পণ্ডার বিরুদ্ধে কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । যদিও কনিষ্ক পণ্ডা বলেন , কাঁথি থানায় আমার বিরুদ্ধে অভিযোগের কথা আমি জানি না ।"

আরও পড়ুন : আগামীদিনে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই: কণিষ্ক

তবে বিষয়টি নিয়ে তৃণমূল যুবর জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, 6 ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে । আর এই সভার আগে কনিষ্ক পণ্ডা উস্কানিমূলক মন্তব্য করার জন্য আমরা দলের তরফ থেকে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছি ।" কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কনিষ্ককে গ্রেপ্তার করারও দাবি করেছেন তিনি । তাঁর কথায়, সে দিন কে চড় মেরেছিল সেটা সকলেই জানেন । তবে ওই ঘটনায় কারা ইন্ধন দিয়েছিলেন তা, এতদিন অজানা ছিল । অর্থাৎ, ওই ঘটনার সঙ্গে যে শুভেন্দু-অনুগামীদেরই ইন্ধন ছিল, সেই কথাও প্রকারান্তরে ব্যক্ত করে দিলেন জেলার তৃণমূল যুব সভাপতি ।

পুলিশের অবশ্য বক্তব্য, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে ।

কাঁথি, 4 ফেব্রুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আসছেন পূর্ব মেদিনীপুরে । প্রায় বছর চারেক পর পূর্ব মেদিনীপুরের মাটিতে পা রাখতে চলেছেন তিনি । 6 ফেব্রুয়ারি কাঁথির দইসাইতে জনসভা রয়েছে অভিষেকের । আর তাঁর আগে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন সদ্য জার্সি বদলানো কনিষ্ক পণ্ডা ।

রাজনৈতিক মহলে শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত কনিষ্ক পণ্ডা । শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর তিনিও ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন । শুভেন্দু তৃণমূলের একাংশের বিরুদ্ধে যখন থেকে মুখ খুলতে শুরু করেছিলেন তখন থেকেই শুভেন্দুর পাশে দাঁড়িয়ে, তাঁকে সমর্থন করে মন্তব্য করতে দেখা গিয়েছে কনিষ্ককে । কিছুদিন আগে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন । আর সেই ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর ।

ভিডিয়োটি বেশ কয়েকবছর আগের । 2015 সাল । 4 জানুয়ারি । পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর বিনয় স্মৃতি ফুটবল ময়দানে সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সভায় বক্তব্য রাখছিলেন অভিষেক । হঠাৎ অভিষেকের দিকে তেড়ে এসেছিল এক যুবক । মঞ্চে উঠে এসে সপাটে চড় বসিয়েছিল মুখ্যমন্ত্রীর ভাইপোর গালে । বিভিন্ন সংবাদমাধ্যমে সেই চড় হজম করার ভিডিয়ো সম্প্রচারিতও হয়েছিল । 2 ফেব্রুয়ারি সেই অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে চড় মারার সেই ভিডিয়ো নিজের ফেসবুকে শেয়ার করেন কনিষ্ক । শুধু এই নয় । একটি সংবাদমাধ্যমের পুরানো ভিডিয়োর শেষে নিজের একটি ভিডিয়োর যুক্ত করেন কনিষ্ক পণ্ডা । সেখানে অভিষেককে চড় মারার ঘটনায় যুক্ত দেবাশিস আচার্যকে পাশে বসিয়ে ভিডিয়ো বার্তা দিলেন শুভেন্দু-ঘনিষ্ঠা নেতা । স্মরণ করিয়ে দেন 2015 সালে চন্ডিপুরের মাঠে চড় মারার বিষয়টি ।

অভিষেকের সভার আগে কণিষ্ক পণ্ডার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

আরও পড়ুন : মমতাকে নিয়ে মন্তব্যের পরই দল থেকে বহিষ্কৃত শুভেন্দু-ঘনিষ্ঠ কণিষ্ক

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো সম্বোধন করে দেবাশিসকে দেখিয়ে রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, " চিনতে পারছ ? চার বছর পরে আসছ । এই সেই আমার ভাই । সেদিন তোমার গালে থাপ্পড় মেরেছিল । এবারে কিন্তু তোমায় মারবে না । তবে মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছে, সেটি আর একবার বললে... এরকম কয়েকশো ভাই ও তৈরি করে নিয়েছে । সাবধান ভাইপো !"

ঘটনায় তৃণমূলের তরফ থেকে কনিষ্ক পণ্ডার বিরুদ্ধে কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । যদিও কনিষ্ক পণ্ডা বলেন , কাঁথি থানায় আমার বিরুদ্ধে অভিযোগের কথা আমি জানি না ।"

আরও পড়ুন : আগামীদিনে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই: কণিষ্ক

তবে বিষয়টি নিয়ে তৃণমূল যুবর জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, 6 ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে । আর এই সভার আগে কনিষ্ক পণ্ডা উস্কানিমূলক মন্তব্য করার জন্য আমরা দলের তরফ থেকে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছি ।" কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কনিষ্ককে গ্রেপ্তার করারও দাবি করেছেন তিনি । তাঁর কথায়, সে দিন কে চড় মেরেছিল সেটা সকলেই জানেন । তবে ওই ঘটনায় কারা ইন্ধন দিয়েছিলেন তা, এতদিন অজানা ছিল । অর্থাৎ, ওই ঘটনার সঙ্গে যে শুভেন্দু-অনুগামীদেরই ইন্ধন ছিল, সেই কথাও প্রকারান্তরে ব্যক্ত করে দিলেন জেলার তৃণমূল যুব সভাপতি ।

পুলিশের অবশ্য বক্তব্য, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.