ETV Bharat / state

Trinamool Congress: বিধানসভায় মমতাকে লিড দেওয়া কেন্দামারি পঞ্চায়েতে হার তৃণমূলের - মমতা বন্দ্যোপাধ্যায়

2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে 10 হাজার লিড পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই পঞ্চায়েতে হেরে গেল তৃণমূল কংগ্রেস ৷ 22 আসনের মধ্যে তৃণমূল পেয়েছে মাত্র 3টি ৷ বাকি 19টিতে জয়ী বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী ৷

Trinamool Congress
Trinamool Congress
author img

By

Published : Jul 11, 2023, 5:53 PM IST

Updated : Jul 11, 2023, 8:08 PM IST

নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর), 11 জুলাই: দু’বছরের ব্যবধান ৷ আর তাতেই বদলে গেল পরিস্থিতি ৷ যে গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে 2021 সালের বিধানসভা নির্বাচনে 10 হাজার ভোটের লিড পেয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়, সেই পঞ্চায়েতেই এবার হারতে হল তৃণমূল কংগ্রেসকে ৷

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ওই গ্রাম পঞ্চায়েতের নাম কেন্দামারি ৷ সেখানে মোট আসন সংখ্যা 22 ৷ এবারের পঞ্চায়েত নির্বাচনে ওই 22টি আসনের মধ্যে 3টি আসনে জিতেছে তৃণমূল ৷ আর বাকি 19টি আসন পেয়েছেন নির্দল প্রার্থীরা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় সেখানে প্রার্থী দেয়নি বিজেপি ৷ কিন্তু নির্দল প্রার্থীদের সমর্থন জানিয়েছিল গেরুয়া শিবির ৷

এছাড়া নন্দীগ্রাম-1 ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত গিয়েছে বিজেপির দখলে ৷ সেখানে মোট আসন 25টি । তার মধ্যে তৃণমূল 9টি আসনে জিতেছে । বিজেপি পেয়েছে 15টি আসন । একটি আসনে ফলাফল অমীমাংসিত রয়েছে ৷ ওই ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের এবার তৃণমূল কোনও আসন পায়নি । এখানে বিজেপি পেয়েছে 14টি আসন । বাকি একটি আসন পেয়েছেন নির্দল প্রার্থী । ফলে 15 আসনের এই পঞ্চায়েতেও বিজেপিই ক্ষমতায় বসতে চলেছে ৷

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে অনেকটাই এগিয়ে তৃণমূল, জেলায় জেলায় শুরু বিজয়োল্লাস; দ্বিতীয় স্থানে বিজেপি

অন্যদিকে খেজুরি-1 ব্লকের লাকি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 17 । তৃণমূল 11টি আসন পেয়েছে । বাকি সাতটি আসন বিজেপি পেয়েছে । হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 24 । তৃণমূল পেয়েছে 15টি আসন । বিজেপি পেয়েছে 9টি আসন । এবারও হেঁড়িয়া ও লাকি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখল তৃণমূল ।

হলদিয়া ব্লকের বাড় উত্তরহিংলী গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 27 । তৃণমূল ছ’টি ও বিজেপি 19টি আসনে জিতেছে । নির্দল দু’টি আসন পেয়েছে । পঞ্চায়েত গিয়েছে বিজেপির দখলে ৷ তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক-1 ব্লকের আসন সংখ্যা 9 । বিজেপি তিনটি, তৃণমূল একটি, এসইউসিআই তিনটি, নির্দল দু’টি আসনে জয়ী হয়েছে । এই গ্রাম পঞ্চায়েতটি এবারে ত্রিশঙ্কু হয়েছে ।

কোলাঘাট ব্লকের বৈষ্ণবচক গ্রামপঞ্চায়েতর মোট আসন 22টি । তৃণমূল পেয়েছে আটটি আসন । বিজেপি পেয়েছে 4টি আসন ৷ সিপিএম পেয়েছে 5টি আসন । কংগ্রেস ও আইএসএফ একটি করে আসন পেয়েছে ৷ নির্দল হিসেবে জিতেছেন তিনজন ৷ এই পঞ্চায়েতও ত্রিশঙ্কু হয়েছে ৷

আরও পড়ুন: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয়ী বিজেপি

তবে খন্যাডিহি, পুলিশিটা ও কোলাঘাট-1 গ্রাম পঞ্চায়েতের ফল ত্রিশঙ্কু হয়নি ৷ বরং এই তিনটি পঞ্চায়েতেই জিতেছে তৃণমূল ৷ খন্যাডিহি পঞ্চায়েতে মোট আসন 25 ৷ তৃণমূল 19টি, বিজেপি 3টি, সিপিআই, সিপিএম ও নির্দল একটি করে আসন পেয়েছে ৷ পুলিশিটা গ্রাম পঞ্চায়েতে মোট আসন 21 ৷ তৃণমূল 13টি আসনে জিতেছে ৷ বিজেপি জিতেছে আটটি আসনে ৷ কোলাঘাট-1 গ্রাম পঞ্চায়েতে মোট আসন 16 ৷ তৃণমূল 10টি, বিজেপি 4টি ও সিপিএম 2টি আসনে জিতেছে ৷

পূর্ব মেদিনীপুর জেলার এগরা-1 নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন 17টি । তার মধ্যে 12টি আসনে বিজয়ী বিজেপি । তৃণমূল 5টি আসন পেয়েছে । বিগত দিন এই পঞ্চায়েতের প্রধান ছিল তৃণমূলের শান্তিলতা দাস । তারপর তৃণমূল ও নির্দলের সদস্যরা মিলে তৃণমূলের শান্তিলতা দাসের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে । নির্দলের প্রধান হয় । এবার বিজেপির দখলে গেল এই পঞ্চায়েত সদস্য । এমনকি সাহাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শান্তিলতা দাস 52টি ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন ।

নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর), 11 জুলাই: দু’বছরের ব্যবধান ৷ আর তাতেই বদলে গেল পরিস্থিতি ৷ যে গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে 2021 সালের বিধানসভা নির্বাচনে 10 হাজার ভোটের লিড পেয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়, সেই পঞ্চায়েতেই এবার হারতে হল তৃণমূল কংগ্রেসকে ৷

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ওই গ্রাম পঞ্চায়েতের নাম কেন্দামারি ৷ সেখানে মোট আসন সংখ্যা 22 ৷ এবারের পঞ্চায়েত নির্বাচনে ওই 22টি আসনের মধ্যে 3টি আসনে জিতেছে তৃণমূল ৷ আর বাকি 19টি আসন পেয়েছেন নির্দল প্রার্থীরা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় সেখানে প্রার্থী দেয়নি বিজেপি ৷ কিন্তু নির্দল প্রার্থীদের সমর্থন জানিয়েছিল গেরুয়া শিবির ৷

এছাড়া নন্দীগ্রাম-1 ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত গিয়েছে বিজেপির দখলে ৷ সেখানে মোট আসন 25টি । তার মধ্যে তৃণমূল 9টি আসনে জিতেছে । বিজেপি পেয়েছে 15টি আসন । একটি আসনে ফলাফল অমীমাংসিত রয়েছে ৷ ওই ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের এবার তৃণমূল কোনও আসন পায়নি । এখানে বিজেপি পেয়েছে 14টি আসন । বাকি একটি আসন পেয়েছেন নির্দল প্রার্থী । ফলে 15 আসনের এই পঞ্চায়েতেও বিজেপিই ক্ষমতায় বসতে চলেছে ৷

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে অনেকটাই এগিয়ে তৃণমূল, জেলায় জেলায় শুরু বিজয়োল্লাস; দ্বিতীয় স্থানে বিজেপি

অন্যদিকে খেজুরি-1 ব্লকের লাকি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 17 । তৃণমূল 11টি আসন পেয়েছে । বাকি সাতটি আসন বিজেপি পেয়েছে । হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 24 । তৃণমূল পেয়েছে 15টি আসন । বিজেপি পেয়েছে 9টি আসন । এবারও হেঁড়িয়া ও লাকি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখল তৃণমূল ।

হলদিয়া ব্লকের বাড় উত্তরহিংলী গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 27 । তৃণমূল ছ’টি ও বিজেপি 19টি আসনে জিতেছে । নির্দল দু’টি আসন পেয়েছে । পঞ্চায়েত গিয়েছে বিজেপির দখলে ৷ তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক-1 ব্লকের আসন সংখ্যা 9 । বিজেপি তিনটি, তৃণমূল একটি, এসইউসিআই তিনটি, নির্দল দু’টি আসনে জয়ী হয়েছে । এই গ্রাম পঞ্চায়েতটি এবারে ত্রিশঙ্কু হয়েছে ।

কোলাঘাট ব্লকের বৈষ্ণবচক গ্রামপঞ্চায়েতর মোট আসন 22টি । তৃণমূল পেয়েছে আটটি আসন । বিজেপি পেয়েছে 4টি আসন ৷ সিপিএম পেয়েছে 5টি আসন । কংগ্রেস ও আইএসএফ একটি করে আসন পেয়েছে ৷ নির্দল হিসেবে জিতেছেন তিনজন ৷ এই পঞ্চায়েতও ত্রিশঙ্কু হয়েছে ৷

আরও পড়ুন: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে জয়ী বিজেপি

তবে খন্যাডিহি, পুলিশিটা ও কোলাঘাট-1 গ্রাম পঞ্চায়েতের ফল ত্রিশঙ্কু হয়নি ৷ বরং এই তিনটি পঞ্চায়েতেই জিতেছে তৃণমূল ৷ খন্যাডিহি পঞ্চায়েতে মোট আসন 25 ৷ তৃণমূল 19টি, বিজেপি 3টি, সিপিআই, সিপিএম ও নির্দল একটি করে আসন পেয়েছে ৷ পুলিশিটা গ্রাম পঞ্চায়েতে মোট আসন 21 ৷ তৃণমূল 13টি আসনে জিতেছে ৷ বিজেপি জিতেছে আটটি আসনে ৷ কোলাঘাট-1 গ্রাম পঞ্চায়েতে মোট আসন 16 ৷ তৃণমূল 10টি, বিজেপি 4টি ও সিপিএম 2টি আসনে জিতেছে ৷

পূর্ব মেদিনীপুর জেলার এগরা-1 নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন 17টি । তার মধ্যে 12টি আসনে বিজয়ী বিজেপি । তৃণমূল 5টি আসন পেয়েছে । বিগত দিন এই পঞ্চায়েতের প্রধান ছিল তৃণমূলের শান্তিলতা দাস । তারপর তৃণমূল ও নির্দলের সদস্যরা মিলে তৃণমূলের শান্তিলতা দাসের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে । নির্দলের প্রধান হয় । এবার বিজেপির দখলে গেল এই পঞ্চায়েত সদস্য । এমনকি সাহাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শান্তিলতা দাস 52টি ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন ।

Last Updated : Jul 11, 2023, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.