ETV Bharat / state

এবার ভাঙন নন্দীগ্রামেও, শাসকদলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান BJP-তে - পূর্ব মেদিনীপুরের খবর

"মূলত রাজ্যটা যেভাবে জেহাদিদের হাতে চলে যাচ্ছে তাতে আমরা রীতিমতো চিন্তিত । আর যে কারণেই বাংলাকে ফের ভাগ হওয়ার হাত থেকে বাঁচাতে নৈতিকভাবে আমরা BJP-কে সমর্থন করতে দলে যোগদান করেছি ।" দলবদলের পর বললেন নন্দীগ্রামের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর ।

নন্দীগ্রামে তৃণমূলে ভাঙন
নন্দীগ্রামে তৃণমূলে ভাঙন
author img

By

Published : Nov 20, 2020, 7:55 PM IST

নন্দীগ্রাম, 20 নভেম্বর : তৃণমূলের শক্ত ঘাঁটি জমি আন্দোলনের আঁতুড়ঘরেই এবার হানা দিল BJP । তৃণমূল পরিচালিত নন্দীগ্রামের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, দু'জনেই যোগ দিলেন BJP-তে । আজ কলকাতার হেস্টিংসে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে পতাকা তুলে দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

নন্দীগ্রামের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত গঠিত 10জন সদস্য দ্বারা । স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দল ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ইশুতে চলা দোলাচলে নিচুতলার কর্মীরা কি করে উঠবেন তা বুঝে উঠতে পারছিলেন না । এমন পরিস্থিতিতে BJP-ও তলে তলে তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল । ইতিমধ্যেই একাধিক কর্মসূচিতে বিভিন্ন দল থেকে নন্দীগ্রামে BJP-তে যোগদান করেছে প্রায় হাজারখানেক নেতা ও কর্মী । এবার নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর ও উপপ্রধান বিশ্বজিৎ ভূঁইয়ার BJP-তে যোগ দেওয়ায় তৃণমূলের জমি আন্দোলনের ভিত আরও কিছুটা দুর্বল হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।

শুধু প্রধান ও উপপ্রধান নয়, নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক নেতৃত্ব ও বুথ কমিটি স্তরের 30 জন যোগ দেন গেরুয়া শিবিরে । ভবিষ্যতে আর কিছুদিনের মধ্যেই বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল থেকে BJP-র দখলে যাবে বলে দাবি করছেন পঞ্চায়েত প্রধান পবিত্র কর ।

নন্দীগ্রামে তৃণমূলে ভাঙন
নন্দীগ্রামে শাসক শিবিরে ভাঙন ধরাল BJP

কলকাতা থেকে ফেরার পথে আজ পবিত্রবাবু জানান, "মূলত রাজ্যটা যেভাবে জেহাদিদের হাতে চলে যাচ্ছে তাতে আমরা রীতিমতো চিন্তিত । আর যে কারণেই বাংলাকে ফের ভাগ হওয়ার হাত থেকে বাঁচাতে নৈতিকভাবে আমরা BJP-কে সমর্থন করতে দলে যোগদান করেছি । আগামী কয়েকদিনের মধ্যেই এই গ্রাম পঞ্চায়েত BJP-র দখলে আসবে । আমি নিশ্চিত আগামী বিধানসভা নির্বাচনে প্রায় 80 শতাংশ মানুষ আমাদের সমর্থন করবেন ।"

যদিও দলের প্রধান ও উপপ্রধান BJP-তে যোগদান করায় দু'জনকেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী । বলেন, "তাঁরা অন্য দলে গেছেন কি না তা আমাদের এখনও জানা নেই । যদি গিয়ে থাকেন তবে যেহেতু তিনি সরকারি পদে রয়েছেন, আমাদের লিখিতভাবে জানাতে হবে । কারণ তিনি দলীয় চিহ্নে জিতেছিলেন। তারপরই জেলা কমিটি বসে দ্রুত তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে । যদি সত্যিই এরকম কোনও ঘটনা ঘটে, তাহলে দলের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তাঁদের ।"

নন্দীগ্রাম, 20 নভেম্বর : তৃণমূলের শক্ত ঘাঁটি জমি আন্দোলনের আঁতুড়ঘরেই এবার হানা দিল BJP । তৃণমূল পরিচালিত নন্দীগ্রামের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, দু'জনেই যোগ দিলেন BJP-তে । আজ কলকাতার হেস্টিংসে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে পতাকা তুলে দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

নন্দীগ্রামের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত গঠিত 10জন সদস্য দ্বারা । স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দল ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ইশুতে চলা দোলাচলে নিচুতলার কর্মীরা কি করে উঠবেন তা বুঝে উঠতে পারছিলেন না । এমন পরিস্থিতিতে BJP-ও তলে তলে তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল । ইতিমধ্যেই একাধিক কর্মসূচিতে বিভিন্ন দল থেকে নন্দীগ্রামে BJP-তে যোগদান করেছে প্রায় হাজারখানেক নেতা ও কর্মী । এবার নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর ও উপপ্রধান বিশ্বজিৎ ভূঁইয়ার BJP-তে যোগ দেওয়ায় তৃণমূলের জমি আন্দোলনের ভিত আরও কিছুটা দুর্বল হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।

শুধু প্রধান ও উপপ্রধান নয়, নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক নেতৃত্ব ও বুথ কমিটি স্তরের 30 জন যোগ দেন গেরুয়া শিবিরে । ভবিষ্যতে আর কিছুদিনের মধ্যেই বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল থেকে BJP-র দখলে যাবে বলে দাবি করছেন পঞ্চায়েত প্রধান পবিত্র কর ।

নন্দীগ্রামে তৃণমূলে ভাঙন
নন্দীগ্রামে শাসক শিবিরে ভাঙন ধরাল BJP

কলকাতা থেকে ফেরার পথে আজ পবিত্রবাবু জানান, "মূলত রাজ্যটা যেভাবে জেহাদিদের হাতে চলে যাচ্ছে তাতে আমরা রীতিমতো চিন্তিত । আর যে কারণেই বাংলাকে ফের ভাগ হওয়ার হাত থেকে বাঁচাতে নৈতিকভাবে আমরা BJP-কে সমর্থন করতে দলে যোগদান করেছি । আগামী কয়েকদিনের মধ্যেই এই গ্রাম পঞ্চায়েত BJP-র দখলে আসবে । আমি নিশ্চিত আগামী বিধানসভা নির্বাচনে প্রায় 80 শতাংশ মানুষ আমাদের সমর্থন করবেন ।"

যদিও দলের প্রধান ও উপপ্রধান BJP-তে যোগদান করায় দু'জনকেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী । বলেন, "তাঁরা অন্য দলে গেছেন কি না তা আমাদের এখনও জানা নেই । যদি গিয়ে থাকেন তবে যেহেতু তিনি সরকারি পদে রয়েছেন, আমাদের লিখিতভাবে জানাতে হবে । কারণ তিনি দলীয় চিহ্নে জিতেছিলেন। তারপরই জেলা কমিটি বসে দ্রুত তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে । যদি সত্যিই এরকম কোনও ঘটনা ঘটে, তাহলে দলের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তাঁদের ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.