ETV Bharat / state

কাটমানি নেওয়ার অভিযোগ, তৃণমূল বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর - Tmcp

কাটমানি নেওয়ার অভিযোগে তমলুক থানার সোয়াদিঘি গ্রামের তৃণমূল কংগ্রেসের 107 নম্বর বুথ সভাপতি শেখ সইদুলের বাড়িতে ভাঙচুর গ্রামবাসীদের ৷

ছবি
author img

By

Published : Sep 30, 2019, 10:18 PM IST

তমলুক , 30 সেপ্টেম্বর : কাটমানি নেওয়ার অভিযোগে স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালাল গ্রামবাসীরা ৷ ঘটনাটি তমলুক থানার সয়াদিঘি এলাকার ৷

গতকাল রাতে তমলুক থানার সোয়াদিঘি গ্রামের তৃণমূল কংগ্রেসের 107 নম্বর বুথ সভাপতি শেখ সইদুলের বাড়িতে হামলা চালায় স্থানীয়রা ৷ অভিযোগ , অনেকদিন ধরেই তিনি ইন্দিরা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা তুলেছিলেন । কিন্তু বাড়ি তৈরির তালিকায় নাম না থাকায় স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় । দুটি বাইক, AC, জানালার কাচ ও বাড়িতে লাগানো CCTV সব কিছুই ভেঙে দেয় ।

স্থানীয় বাসিন্দারা বলে, এর আগেও একাধিকবার টাকা ফেরতের দাবিতে সইদুলের কাছে তারা গেছিল । কিন্তু গতকাল রাতে একই দাবি নিয়ে সইদুলের বাড়িতে পৌঁছালে তাঁর পরিবারের লোকেরা তাদের মারতে উদ্ধত হয় । তখনই উত্তেজিত গ্রামবাসী ভাঙচুর চালায় সইদুলের বাড়িতে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে তমলুক থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে শেখ সহিদুল অভিযোগ করে বলেন , "আমি দীর্ঘদিন ধরেই তৃণমূলের বুথ সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছি । কাখরদা গ্রাম পঞ্চায়েতের CPI(M) সদস্য দল ছেড়ে কিছুদিন আগেই দিলীপ ঘোষের হাত ধরে BJP-তে যোগদান করে । তারপর থেকেই আমাকে BJP-তে যোগদান করানোর জন্য বারবার চাপ সৃষ্টি করতে থাকে । গতকাল বাড়িতে এসে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে । সেটা না বলায় বাড়িতে ভাঙচুর চালায় । আমি পুলিশকে অভিযোগ জানিয়েছি ৷ আমি চাই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক । "

অপরদিকে CPI(M) ছেড়ে সদ্য BJP-তে যোগদান করা সোয়াদিঘি এলাকার পঞ্চায়েত সদস্য মানোয়ারা বিবি অভিযোগ অস্বীকার করে বলেন, " এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সহিদুল কাটমানি তুলেছিল ৷ তাই গ্রামবাসীরা ওর বাড়িতে ভাঙচুর চালিয়েছে । এই ঘটনার সঙ্গে আমি কোনও ভাবেই জড়িত নই । "

তমলুক , 30 সেপ্টেম্বর : কাটমানি নেওয়ার অভিযোগে স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালাল গ্রামবাসীরা ৷ ঘটনাটি তমলুক থানার সয়াদিঘি এলাকার ৷

গতকাল রাতে তমলুক থানার সোয়াদিঘি গ্রামের তৃণমূল কংগ্রেসের 107 নম্বর বুথ সভাপতি শেখ সইদুলের বাড়িতে হামলা চালায় স্থানীয়রা ৷ অভিযোগ , অনেকদিন ধরেই তিনি ইন্দিরা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা তুলেছিলেন । কিন্তু বাড়ি তৈরির তালিকায় নাম না থাকায় স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় । দুটি বাইক, AC, জানালার কাচ ও বাড়িতে লাগানো CCTV সব কিছুই ভেঙে দেয় ।

স্থানীয় বাসিন্দারা বলে, এর আগেও একাধিকবার টাকা ফেরতের দাবিতে সইদুলের কাছে তারা গেছিল । কিন্তু গতকাল রাতে একই দাবি নিয়ে সইদুলের বাড়িতে পৌঁছালে তাঁর পরিবারের লোকেরা তাদের মারতে উদ্ধত হয় । তখনই উত্তেজিত গ্রামবাসী ভাঙচুর চালায় সইদুলের বাড়িতে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে তমলুক থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে শেখ সহিদুল অভিযোগ করে বলেন , "আমি দীর্ঘদিন ধরেই তৃণমূলের বুথ সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছি । কাখরদা গ্রাম পঞ্চায়েতের CPI(M) সদস্য দল ছেড়ে কিছুদিন আগেই দিলীপ ঘোষের হাত ধরে BJP-তে যোগদান করে । তারপর থেকেই আমাকে BJP-তে যোগদান করানোর জন্য বারবার চাপ সৃষ্টি করতে থাকে । গতকাল বাড়িতে এসে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে । সেটা না বলায় বাড়িতে ভাঙচুর চালায় । আমি পুলিশকে অভিযোগ জানিয়েছি ৷ আমি চাই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক । "

অপরদিকে CPI(M) ছেড়ে সদ্য BJP-তে যোগদান করা সোয়াদিঘি এলাকার পঞ্চায়েত সদস্য মানোয়ারা বিবি অভিযোগ অস্বীকার করে বলেন, " এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সহিদুল কাটমানি তুলেছিল ৷ তাই গ্রামবাসীরা ওর বাড়িতে ভাঙচুর চালিয়েছে । এই ঘটনার সঙ্গে আমি কোনও ভাবেই জড়িত নই । "

Intro:তমলুক,৩০ সেপ্টেম্বর: ইন্দিরা আবাস যোজনার সরকারি বাড়ি তৈরীর জন্য গরিব মানুষদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগে তৃণমূল নেতার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালালো গ্রামবাসীরা । গতরাতে ঘটনাটি ঘটেছে তমলুক থানার সয়াদিঘি এলাকায় । যদিও ওই তৃণমূল নেতার দাবি বিজেপির কর্মীরা তাকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করেছিল তা না বলাতেই ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিজেপির লোকজন । স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।
Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতরাতে তমলুক থানার সোয়াদিঘি গ্রামের তৃণমূল কংগ্রেসের ১০৭ নং বুথ সভাপতি শেখ শইদুলের বাড়িতে হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। অভিযোগ দীর্ঘদিন ধরেই তিনি ইন্দিরা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে দরিদ্র মানুষদের কাছ থেকে টাকা তুলেছিলেন। বাড়ি তৈরি তালিকায় নাম না থাকায় স্থানীয় বাসিন্দারা এদিন তার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। দুটি বাইক, এসি, জানলার কাঁচ ও বাড়িতে লাগানো সিসিটিভি সব কিছুই ভেঙে দেয় উত্তেজিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও একাধিকবার টাকা ফেরতের দাবিতে শইদুলের কাছে এলাকাবাসীরা গিয়েছিলেন । কিন্তু গতকাল রাতে একই দাবি নিয়ে শইদুলের বাড়িতে গ্রামবাসীরা পৌঁছলে তার পরিবারের লোকেরা গ্রামবাসীদের মারতে উদ্ধত হয় । তখনই উত্তেজিত গ্রামবাসীরা ভাঙচুর চালায় তার বাড়িতে। ঘটনার খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।Conclusion:এ বিষয়ে তৃণমূল নেতা শেখ শহিদুল অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন ধরেই তৃণমূল দলে বুথ সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছি।কাখরদা গ্ৰমপঞ্চায়েতের সিপিএম সদস্যা দল ছেড়ে কিছুদিন আগেই দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করে। তারপর থেকেই আমাকে বিজেপিতে যোগদান করানোর জন্য বারবার চাপ সৃষ্টি করতে থাকে। গতকাল বাড়িতে এসে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে। তা না বলাতেই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশে অভিযোগ জানিয়েছি আমরা চাই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক।

অপরদিকে সিপিএম ছেড়ে সদ্য বিজেপিতে যোগদান করা সোয়াদিঘী এলাকার পঞ্চায়েত সদস্যা মানোয়ারা বেবি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে শহিদুল কাটমানি তুলেছিল তাই গ্রামবাসীরা ওর বাড়ি ভাঙচুর চালিয়েছে। এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নয়। আমি বিজেপির একটিমাত্র মিটিংয়ে গিয়েছিলাম তাই ওরা আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করছে।

তমলুক থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.