পটাশপুর, 2 জুন : জনসভা থেকে পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের যোগসাজশে অসামাজিক কাজকর্মের খতিয়ান তুলে ধরলেন তৃণমূলের দাপুটে নেতা। আর তা করতেই দলের মধ্যে অস্বস্তি বাড়ল (TMC Leader on WB Election in party meeting at Patashpur) ।
বুধবার সন্ধ্যায় পটাশপুর বিধানসভা এলাকায় তৃণমূল-কংগ্রেসের দলীয় পার্টি অফিস উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, তৃণমূলের ব্লক সভাপতি-সহ অন্যান্য তৃণমূল কর্মী-সমর্থকরা। সেখানে ছিলেন পটাশপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পীযূষ কান্তি পন্ডা। তাঁর এই বক্তব্যকে ঘিরে অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব ৷
তৃণমূল নেতা বলেন, "পঞ্চায়েতের ভোট পুলিশ দিয়ে হয়েছিল, তাই আমরা জিতেছিলাম। গত 2019 ও 2021 সালের নির্বাচন সেন্ট্রালবাহিনী দিয়ে ভোট হল, আর আমরা হারালাম। আমরা হারলাম কতিপয় ব্যক্তির ব্যবহারের জন্য।" শুধু এখানেই থেমে থাকেননি তিনি ৷ এছাড়াও স্থানীয় তৃণমূল নেতা ও পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, "কিছুদিন ধরে এখানে তেল চুরি ও বেআইনি মদের কারবার চলছে। বেআইনি মদ বিক্রিতে আমাদের কিছু লোক জড়িয়ে রয়েছেন। পুলিশ পয়সা খাচ্ছে। পুলিশ রয়েছে, তাঁর সামনেই বলছি। এই কাজ চললে এলাকায় কোনও মতে ভাল হবে না। আমরা সকলেই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ভাল। আমার, আপনার মতন যাঁরা দল পরিচালনা করি, তাঁরাই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছি। আমার, আপনার ব্যবহারের জন্য ভোট কমছে।"
আরও পড়ুন : Sujan On KK Death : কেকে'র মৃত্যু নিয়ে রাজ্য সরকারকে খোঁচা সুজন চক্রবর্তীর
তিনি আরও বলেন, "মন্দিরে যে রকম কোনও অপকর্ম করা যায় না। ঠিক পার্টি অফিসেও মদ্যপ পান করা ও অন্যান্য খারাপ কাজ করা যাবে না। এর আগে তৃণমূল নেতাদের আমি লক্ষ করেছি, পার্টি অফিসে বসে মদ্যপান করতে ও আরও অনেক কিছু করতে। যদি মন্দিরে আমি খারাপ কাজ করি, সেই মন্দিরে কি ভগবান থাকবেন ? ভগবান সেই মন্দির থেকে চলে যাবেন। আমাদের নবনির্মিত দলীয় পার্টি অফিস উদ্বোধন হল ৷ দয়া করে এখানে কেউ খারাপ কাজ করবেন না৷"
তৃণমূল নেতার এই বক্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি গেরুয়াশিবির । কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত বলেন, "ধীরে ধীরে ঝুড়ি থেকে বিড়াল বেড়াচ্ছে। পাপ বাপকেও ছাড়ে না। তার ফলে প্রকাশের মঞ্চ থেকে তৃণমূল নেতারা এমন মন্তব্য করছেন। তৃণমূল মানেই কাটমানি আর কাটমানি "।এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার মাইতি তৃণমূল নেতা পীযূষ কান্তি পন্ডার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, "নেতা ঠিক কথাই বলেছেন।"