কাঁথি, 5 ফেব্রুয়ারি : পৌরভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূলের অন্দরে শুরু মুসল পর্ব ৷ কাঁথিতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দলের নির্বাচনী কমিটির আহ্বায়ক পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা তথা রাজ্যের মৎসমন্ত্রী অখিল গিরি (Akhil Giri is unhappy with the party candidate list) ৷
শুক্রবারই রাজ্যের 107টি পৌরসভার আসন্ন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস ৷ সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূল শীর্ষ নেতৃত্বার উপস্থিতিতে এই তালিকা ঘোষণা করা হয় ৷ কিন্তু তালিকা প্রকাশ হতেই দলের অন্দরে ক্ষোভের কিছু ঘটনা সামনে এসেছে ৷ যার অন্যতম কাঁথি পৌরসভার প্রার্থী তালিকা ৷ এদিন ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা । কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল নির্বাচনী কমিটির আহ্বায়ক পদে আছেন অখিল ।
আরও পড়ুন : তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রাট ! দল বলছে, পার্থ-সুব্রতর প্রকাশিত তালিকাই চূড়ান্ত
তৃণমূল সমর্থকদের অভিযোগ, তালিকায় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের নাম রয়েছে ৷ বিজেপি সমর্থক দু-একজনের নামও নাকি তালিকায় রয়েছে ৷ এই অভিযোগ তুলে শুক্রবার রাতে প্রবল বিক্ষোভ হয় অখিল গিরির বাড়ির সামনে ৷ গোটা ঘটনায় ক্ষুব্ধ অখিল নিজেও ৷ তিনি জানিয়েছেন, তিনি যে প্রার্থী তালিকা দলীয় নেতৃত্বকে পাঠিয়ে ছিলেন তা অনুমোদিত হয়নি ৷ তিনি নিজেই তালিকা দেখে মর্মাহত ৷ তাঁর কথায়, "এখনও এই তালিকার মধ্যে দু-একজন বিজেপি রয়েছে, তাঁরা দাদার অনুগামী ৷ এই তালিকা কীভাবে হল জানি না ৷ আমি নিজেই এই তালিকা দেখে মর্মাহত ৷" দলীয় পদ ছাড়ার কথাও এদিন শোনা গিয়েছে অখিল গিরির গলায় ৷ বলেছেন, "আমি আহ্বায়ক পদ ছেড়ে দেব ৷ দলের রাজ্য সভাপতিকে জানিয়ে দিয়েছি ৷ "