মেদিনীপুর, 1 মে : জেলায় বছরের প্রথম কালবৈশাখীতেই মৃত্যু হল তিনজনের ৷ শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে বাজ পড়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত দেবীপুর গ্রামের বাসিন্দা এক মা ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে জেলার আরেক প্রান্তে গাছের ডাল ভেঙে পড়ে একটি 11 বছরের বালকের মৃত্যু হয়েছে (Three died in Purba Medinipur due to Kalbaishakhi) ৷
নন্দীগ্রাম থানার অন্তর্গত দেবীপুর গ্রামের মা ও ছেলে বজ্রপাতে ঝলসে যান । এলাকার বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের রেয়াপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত মায়ের নাম ইন্দিরা দুয়ারী (50) ও ছেলে মিলাল দুয়ারী (30) ৷
জেলার অপরদিকে আরও এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ৷ ময়না থানার শ্রীকণ্ঠা অঞ্চলের উত্তমপুর গ্রামে মায়ের সঙ্গে তাঁর বাচ্চা ছেলেটি খেজুরতলা বাজারে বাজার করতে গিয়েছিল ৷ সেখানেই বাচ্চা ছেলেটির উপর গাছের কালবৈশাখীর দাপটে ডাল ভেঙে পড়ে ৷ তারপর তার মায়ের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং গাছের ডাল কেটে স্থানীয় মানুষজন গড়ময়না গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক । মৃত বাচ্চাটির নাম অমিত সামন্ত ৷
আরও পড়ুন : ঝড়ের বলি আরও 1, কৃষ্ণনগরে গাছ ভেঙে পড়ে মৃত প্রৌঢ়
উল্লেখ্য, গতকাল রাতে জেলাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হয় । তারপর বাড়তে থাকে ঝড়ের দাপট ৷ এদিক সেদিক ভেঙে পড়তে থাকে গাছের ডালপালা ৷ বেশ কিছু জায়গায় রাস্তার উপর গাছ পড়ে থাকে । কালবৈশাখী ঝড়ের পর বিস্তীর্ণ এলাকায় নেমে আসে ঘন অন্ধকার । গাছের ডাল পড়ে বেশ কিছু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় । অন্যান্য জেলা মিলিয়ে এই নিয়ে কালবৈশাখীর বলি হল পাঁচজন ৷ এই পূর্ব মেদিনীপুর ছাড়া অন্য দু'টি জেলা হল নদিয়া ও পূর্ব বর্ধমান ৷