কাঁথি, 12 নভেম্বর : এবার রাজ্যে জন্ম নিয়ন্ত্রণ করতে স্পেশাল সেন্সাস বা বিশেষ জনগণনার পক্ষে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে পেট্রোল-ডিজেলের উপর থেকে রাজ্যের কর কমানোর দাবিতে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে শুভেন্দু বলেন, "গরু চুরি করতে গিয়েছিল, মেরেছে বিএসএফ। এখন কান্নাকাটি, চিৎকার করছে। যত বর্ডার এলাকায় গরু পাচার, যত বেআইনি কাজ হয় সব টাকা ভাইপোর কাছে যায়। বিএসএফ এবার 50 কিলোমিটার এলাকা নিয়ে নিয়েছে। আরও অনেক কাজ বাকি আছে। আমার ব্যক্তিগত মত জন্ম নিয়ন্ত্রণ আনতে হবে। এর জন্য স্পেশাল সেন্সাস চাই পশ্চিমবঙ্গে। যেভাবে খড়দার ভোটে বাংলাদেশি ধরা পড়ে, মধ্যমগ্রামে জেএমবি জঙ্গির ধরা পড়ে এনআইএ'র হাতে৷ এই বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলাদেশের অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের যদি চুলের মুঠি ধরে ওপারে ফেলতে হয় তাহলে আরও কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আশা করি কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা করবে৷ কাশ্মীরকে আমরা সোজা করেছি, বাংলাকেও সোজা করব ৷"
আরও পড়ুন : Liquor Price reduce in WB : বিদেশি মদে আবগারি শুল্ক কমিয়ে রাজস্ব বাড়াতে চলেছে রাজ্য
এদিন বিএসএফ এর এক্তিয়ার বৃদ্ধি থেকে রাজ্যে বেকারত্বের প্রসঙ্গে তুলে ফের একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ৷ বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী বলেন নির্ভরশীল বাংলা। ভাতা নাও, ভর্তুকি নাও, ভিক্ষা নাও। হাড়ি দেব, কলসি দেব, চাল দেব, ডাল দেব, মুরগির বাচ্চা দেব, ছাগলের ছানা দেব, শূকরের ছানা দেব, ঠেলাগাড়ি দেব এইসব বলেন। চাকরি- পশ্চিমবঙ্গে হবে না। এসএসসি পরীক্ষার্থীদের বলেন, কেন চাকরি দেব! তোমার মাকে তো ৫০০ করে ভাতা দিই। তোমাকে চাকরি দেব কেন?"
পেট্রোল-ডিজেলের দাম প্রসঙ্গে নন্দীগ্রামের বিধায়ক এদিন বলেন, "আসল কথা হল পেট্রোপণ্যের দাম কোনও সরকার ঠিক করে না। মূর্খ তৃণমূলের লোক এগুলো বলছে। কিন্তু আমরা শিক্ষিত লোক বলছি, পেট্রোপণ্যের দাম রাজ্য সরকারও ঠিক করে না, কেন্দ্র সরকারও ঠিক করে না। পেট্রোপণ্যের দাম রেগুলেটেড অথরিটি আছে তারা ঠিক করে ।" রাজ্যে মদ বিক্রি বন্ধের পক্ষেও এদিন সওয়াল করেছেন শুভেন্দু ৷