পূর্ব মেদিনীপুর, 30 এপ্রিল: রাজ্য বিজেপির অন্দরের ডামাডোল ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ যা নিয়ে পদ্মশিবির অস্বস্তিতে পড়েছে ৷ সম্প্রতি পূর্ব মেদিনীপুরের জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন শুভেন্দু অধিকারী ৷ যার নেপথ্যে ছিল পূর্ব মেদিনীপুরের জেলা বিজেপির অন্তর্কলহ ৷ শুভেন্দু অধিকারীর এলাকার বিজেপির অন্দরের কলহ মেটাতে হাজির সুকান্ত মজুমদার (Sukanta Majumder Settled The Inner clash)৷
কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী-সহ আরও কয়েকজন বিজেপি নেতা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন । তারপর তমলুক সাংগঠনিক জেলার বিজেপির মিটিংয়ে অশান্তি দেখা যায় । উত্তোরত্তর বাড়তে থাকে বিজেপির কোন্দল । এবার এই অঞ্চলের বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ মেটাতে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুকের দুই সাংগঠনিক জেলার বিজেপি নেতা-কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক হয় ।
আরও পড়ুন: Babul vs Suvendu : 'কাঁকড়ায় ভরা' দল, বাড়ির অন্দর থেকে পাঠ নিন, শুভেন্দুকে জবাব বাবুলের
বিজেপির সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত-সহ অন্যান্য নেতৃবৃন্দ ।