কাঁথি, 1 জানুয়ারি : সম্প্রতি কাঁথি পৌরসভার প্রশাসনিক পদ থেকে সরানো হয়েছে সৌমেন্দু অধিকারীকে ৷ এমনিতেই শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর অধিকারী পরিবারের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে ৷ ফলে, শুভেন্দুর পর তাঁর ছোটো ভাই সৌমেন্দুরও বিজেপিতে যোগদানের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল ৷ শুক্রবার বছরের প্রথমদিনে কাঁথির ডরমেটরি মাঠে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে ৷ সেই সভাতেই কি দাদা শুভেন্দুর হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেবেন সৌমেন্দু ? এই প্রশ্নই এখন ঘুরছে চারিদিকে ৷
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর কাঁথির ডরমেটরি মাঠে সভা করেছিলেন তৃণমূলের দুই হেভিওয়েট ফিরহাদ হাকিম ও সৌগত রায় ৷ কয়েকদিন পর পালটা কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সভা করেন শুভেন্দু অধিকারী । আজ কাঁথির সেই ডরমেটরি মাঠে ফের শুভেন্দু অধিকারীর সভা রয়েছে । সভা ঘিরে ইতিমধ্যেই কাঁথি শহর বিজেপির ফেস্টুন ব্যানারে মুড়ে ফেলা হয়েছে । সূত্রের খবর, ওই সভায় কাঁথি শহরের তৃণমূলের একাধিক নেতা বিজেপিতে যোগদান করবেন । ওই সভায় সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা চলছে ৷ যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কাঁথি পৌরসভার প্রাক্তন প্রশাসক । তিনি বলেন, "আমি এই মুহূর্তে বাইরে আছি । এবিষয়ে কোনও মন্তব্য করতে চাই না ।"
শুক্রবার কাঁথি পৌরসভার প্রায় 14 জন কাউন্সিলর ও তৃণমূলের কয়েকজন নেতা বিজেপিতে যোগদান করবেন । এই নিয়ে সরগরম কাঁথি শহর । এখন কারা কারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন সেদিকেই তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল ।