ETV Bharat / state

ভবঘুরেদের জন্য খাদ্য সংস্থান মন্ত্রীর স্ত্রীর

author img

By

Published : Apr 6, 2020, 12:46 PM IST

ভবঘুরে ও দুস্থ মানুষদের ব্যক্তিগত উদ্যোগে খাবার পৌঁছে দিচ্ছেন পাঁশকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মহাপাত্র ।

ছবি
ছবি

পাঁশকুড়া, 6 এপ্রিল : কোরোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন । সরকারি তরফে ঘরবন্দী মানুষদের খাবারের জোগান দিতে ইতিমধ্যেই শুরু হয়েছে রেশনিং ব্যবস্থা । কিন্তু এলাকার ভবঘুরে মানুষগুলোর কী হবে ? সেকথা ভেবে এগিয়ে এলেন পাঁশকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মহাপাত্র । তিনি রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী ।

লকডাউন শুরুর সময় এলাকার কয়েকজন দরিদ্র ও ভবঘুরেকে খাবার দেওয়ার দাবি তুলেছিলেন সোশাল মিডিয়ায় । অনেকে সাময়িকভাবে এগিয়ে এলেও তা প্রতিনিয়ত চালিয়ে যাননি । ফলে খাবারের আশায় স্টেশন চত্বরে প্রতিদিনই ভিড় জমাতেন ভবঘুরেরা । কিন্তু রোজ খাবার পাওয়া যেত না । এই কথা জানার পর কাউন্সিলর সুমনা মহাপাত্র প্রতিদিন দু'বেলা দুস্থদের খাবার দেওয়ার ব‍্যবস্থা করেন । খাবারের তালিকায় কোনওদিন ডিম ভাত, কোনও দিন মাছ, আবার কোনও দিন মাংসও, তবে সবজি বাদ পড়েনি কোনও দিনই । এছাড়াও এলাকার দুস্থ ডায়াবেটিক রোগীদের জন্যও রয়েছে রুটিন করে রাতে রুটি ও সবজি । আর সেই খাবারই পৌঁছে দেওয়া হচ্ছে এলাকার দুস্থ পরিবারের বাড়ি বাড়ি । বিপদের সময় এলাকার কাউন্সিলরের এমন রূপ দেখে আপ্লুত পাঁশকুড়া পৌরসভা এলাকার বাসিন্দারা ।

এই বিষয়ে সুমনা মহাপাত্র বলেন, "মানুষকে পরিষেবা দেওয়াই জনপ্রতিনিধিদের কাজ । যে কারণে তাঁরা আমাদের বারবার নির্বাচিত করেন । এই বিপদের দিনে নিজেকে বাঁচাতে ঘরবন্দী থাকাটা কোনও জনপ্রতিনিধিরই উচিত নয় । তাই লকডাউন চলাকালীন আমার যা সামর্থ্য আছে তাই দিয়ে ওঁদের প্রতিদিন দু'মুঠো খাবার দেওয়ার চেষ্টা চালিয়ে যাব ।"

পাঁশকুড়া, 6 এপ্রিল : কোরোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন । সরকারি তরফে ঘরবন্দী মানুষদের খাবারের জোগান দিতে ইতিমধ্যেই শুরু হয়েছে রেশনিং ব্যবস্থা । কিন্তু এলাকার ভবঘুরে মানুষগুলোর কী হবে ? সেকথা ভেবে এগিয়ে এলেন পাঁশকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মহাপাত্র । তিনি রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী ।

লকডাউন শুরুর সময় এলাকার কয়েকজন দরিদ্র ও ভবঘুরেকে খাবার দেওয়ার দাবি তুলেছিলেন সোশাল মিডিয়ায় । অনেকে সাময়িকভাবে এগিয়ে এলেও তা প্রতিনিয়ত চালিয়ে যাননি । ফলে খাবারের আশায় স্টেশন চত্বরে প্রতিদিনই ভিড় জমাতেন ভবঘুরেরা । কিন্তু রোজ খাবার পাওয়া যেত না । এই কথা জানার পর কাউন্সিলর সুমনা মহাপাত্র প্রতিদিন দু'বেলা দুস্থদের খাবার দেওয়ার ব‍্যবস্থা করেন । খাবারের তালিকায় কোনওদিন ডিম ভাত, কোনও দিন মাছ, আবার কোনও দিন মাংসও, তবে সবজি বাদ পড়েনি কোনও দিনই । এছাড়াও এলাকার দুস্থ ডায়াবেটিক রোগীদের জন্যও রয়েছে রুটিন করে রাতে রুটি ও সবজি । আর সেই খাবারই পৌঁছে দেওয়া হচ্ছে এলাকার দুস্থ পরিবারের বাড়ি বাড়ি । বিপদের সময় এলাকার কাউন্সিলরের এমন রূপ দেখে আপ্লুত পাঁশকুড়া পৌরসভা এলাকার বাসিন্দারা ।

এই বিষয়ে সুমনা মহাপাত্র বলেন, "মানুষকে পরিষেবা দেওয়াই জনপ্রতিনিধিদের কাজ । যে কারণে তাঁরা আমাদের বারবার নির্বাচিত করেন । এই বিপদের দিনে নিজেকে বাঁচাতে ঘরবন্দী থাকাটা কোনও জনপ্রতিনিধিরই উচিত নয় । তাই লকডাউন চলাকালীন আমার যা সামর্থ্য আছে তাই দিয়ে ওঁদের প্রতিদিন দু'মুঠো খাবার দেওয়ার চেষ্টা চালিয়ে যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.