তমলুক,11 ফেব্রুয়ারি : হারিয়ে যাওয়া বা চুরি হওয়া 27 টি মোবাইল উদ্ধার করে তার মালিকদের হাতে তুলে দিল তমলুক থানার পুলিশ । আজ দুপুর নাগাদ তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক মোবাইল মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন চার মাসের মধ্যে একাধিক মোবাইল খোয়া যাওয়ার অভিযোগ জমা পড়েছিল তমলুক থানায় । ট্রেন বা বাস থেকে খোয়া গিয়েছিল মোবাইল। দামি মোবাইল খুইয়ে তা পুনরায় ফিরে পাওয়ার জন্য থানায় দ্বারস্থ হয়েছিলেন মোবাইলের মালিকেরা । EMII নাম্বার সহ মোবাইল হারানোর অভিযোগ থানায় দায়ের করার পর থেকেই তৎপর হয় তমলুক থানা ও জেলা পুলিশের ক্রাইম মনিটর গ্রুপ । আর তাতেই মেলে সাফল্য । উদ্ধার হয় খোয়া যাওয়া 27 টি মোবাইল ।
এদিন 10 জন মোবাইলের মালিকের হাতে হারানো মোবাইল তুলে দেওয়া হয় । সেই সঙ্গে বাকিদেও ফোন ফিরিয়ে দেওয়ার জন্য ডেকে পাঠিয়ে পাঠানো হয়েছে পুলিশের তরফে । তাদের হাতেও ফিরিয়ে দেওয়া হবে হারানো ফোন গুলি।
তমলুকের শাওড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বেরা জানিয়েছেন, মাস তিনেক আগে বাসে তার পকেট থেকে কেও মোবাইল ফোন চুরি করেছিলেন । পরে তমলুক থানায় অভিযোগ দায়ের করলে আজ মোবাইলটি ফিরে পান । পুলিশের সাহায্যে হারানো মোবাইল পুনরায় ফিরে পেয়ে খুশি তিনি । এই বিষয়ে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস বলেন, হারানো মোবাইল ফিরে পাওয়ার জন্য অনেকেই তমলুক থানার দ্বারস্থ হয়েছিলেন । পুলিশ ও জেলা পুলিশের ক্রাইম মনিটর গ্রুপের তৎপরতায় তদন্ত করে মোট 27 টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে । সঠিকভাবে তদন্ত করে মোবাইলের মালিকের হাতে আজ হারানো মোবাইল গুলি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে । বাকি ফোন গুলি ও তদন্তের পর বাকিদের হাতে তুলে দেওয়া হবে।