এগরা (পূর্ব মেদিনীপুর), 8 জানুয়ারি: অবরোধ তুলতে গিয়ে বামকর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের । দিঘা-খড়্গপুর রাস্তায়, এগরা বাজারের ঘটনা ।
সকাল থেকেই পথে AIUTUC, SUCI নেতা, কর্মীরা । পথ অবরোধ করে এগরা বাজার এলাকা । অবরোধ তুলতে উদ্যোগী হয় পুলিশ । সঙ্গে নামে RAF । বনধ তুলতে ধস্তাধস্তি শুরু হয় ।
বনধের প্রভাবে প্রায় আধ ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয় । অবশেষে পুলিশ বনধ সমর্থকদের হটিয়ে দিয়ে বন্ধ তুলে দেয় । পরে যান চলাচল স্বাভাবিক হয় ।