খেজুরি, 8 সেপ্টেম্বর : মানসিক ভারসাম্যহীন যুবতিকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ পূর্ব-মেদিনীপুরের খেজুরি থানা এলাকার ঘটনা ৷ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল খেজুরি থানার পুলিশ ৷
গত বৃহস্পতিবার সন্ধ্যেয় ওই যুবতির বাবা-মা বাড়িতে ছিলেন না ৷ অভিযোগ, সে সময় প্রতিবেশী যুবক তাজমুল হক বাড়িতে ঢুকে যুবতির মুখে বালিশ চাপা দিয়ে তাঁকে ধর্ষণ করে ৷ কিন্তু বিষয়টি জানতে পেরে যায় যুবতির খুড়তুতো বোন ৷ অভিযোগ, এরপর তাজমুল ওই কিশোরীকে ভয় দেখায় ৷ বলে, সে যেন কাউকে না জানায় ৷ হুমকি দেয়, কেউ জানতে পারলে তাকেও ধর্ষণ করবে ৷ এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয় ৷ যদিও যুবতির বাড়ির লোক ফিরে এলে ওই কিশোরী তাঁদের বিষয়টি জানিয়ে দেয় ৷ এরপর অভিযুক্তের পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ৷ অভিযোগ, পুলিশে যাতে কিছু না জানানো হয় তার জন্য নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো হচ্ছিল ৷ অবশেষে গতকাল খেজুরি থানায় তাজমুলের নামে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ তদন্তে নেমে আজ পুলিশ তাজমুলকে গ্রেপ্তার করে ৷
খেজুরি থানার OC গোপাল পাঠক বলেন, "আমরা নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছি ৷ তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে ৷ "